নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরোজ মেহেদী

The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)

সরোজ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

'আমরা তার কাছেই ফিরে যাই'

২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:১৮

আমি আর বদিউল সম্পর্কে চাচা ভাতিজা।তবে আমাদের সবচেয়ে বড় সম্পর্কটা হচ্ছে দু'জনের অবিচ্ছেদ্য বন্ধুত্ব। দেশের বাইরে আসার পর ও এ পর্যন্ত আমার মোবাইলে দু'বার এসএমএস করেছে। গত ৩১ জানুয়ারি রাত ১ টার দিকে ইনবক্স করেছে 'মেহেদী আমার চাচাতো ভাই(আমার ভাতিজা) খাইরুল মারা গেছে'।৮ বছর বয়সে চলে গেল ছেলেটি!
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ওর ইনবক্স 'মেহেদী আজ ভোরে দাদু(আমার একমাত্র জেঠা) মারা গেছে'। ইন্নালিল্লাহি...রাজিউন।
২. বদিউল আমার সাথে ফোনে।জেঠাকে খাটিয়ায় করে জানাজার জন্য ঈদগাহে নেয়া হচ্ছে।আব্বার কণ্ঠ শোনলাম।কাকে কি যেন বলছেন।আমার ভেতরে রক্তক্ষরণ শুরু হয়।
জেঠার মৃত্যুর পর আমার বংশের মুরুব্বিদের মধ্য একমাত্র আব্বা বেঁচে রইলেন। তিন ফুপু আগেই মারা গেছেন।ভাবতেই কেমন যেন আঁতকে উঠছি।হে আল্লাহ, তুমি রহম করো।
মাঝে মধ্যে নিজেকে বড় শূন্য মনে হয়।কত স্মৃতি আব্বার সাথে।তিনি ছাড়া পৃথিবীর আর কোনো পুরুষ আমাকে এত ভালোবাসে না।বাসতে পারে না।তিনি না থাকলে কতটা নিঃস্ব হয়ে যাব আমি!
৩. একান্ত ব্যক্তিগত এসব অনুভূতি লিখতে গিয়ে খানিকটা বিব্রত হচ্ছি।আবার ভাবি, নানা পরিচয় শেষে আমরা সবাই মানুষ।এই অনুভূতিগুলোই হয়তো কারো সাথে মিলে মিশে একাকার হয়ে যায়।প্রবাস জীবনটা আসলে খুব নিষ্ঠুর।এখানে মন খুলে কাঁদারও কোনো সুযোগ নেই। এই যে ক'লাইন লিখছি বলে, লিখতে লিখতে চোখের পানির ফেলার সুযোগ পাচ্ছি।
কি নির্মম না, এভাবেইতো এক এক করে আমরা সবাই ফিরে যাব আমাদের রবের কাছে।যেখান থেকে এসেছিলাম, ঠিক সেখানে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:২৪

বাংলার দামাল সন্তান বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন, আল্লাহ আমাদের সবার মনে মৃতু্যর ভয় দিন, এই দোয়া করি।

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

সরোজ মেহেদী বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.