নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরোজ মেহেদী

The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)

সরোজ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির ফেরা, ফেরারী স্মৃতি

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৪

কতবছর আগের কথা? মেজো ভাইয়ের হাতে রেডিও। আমরা ক’জন গোল হয়ে খেলার ধারাভাষ্য শুনছি। আশরাফুল অভিষেকেই সেঞ্চুরি করল। ভাইয়ের উচ্ছাস ছিল বাধভাঙা, বাংলাদেশ জিতবে, মুরালি কোন ব্যাপার না, বারবার করে বলে যান তিনি। হায় বিঁধি, দ্বিতীয় ইনিংসে চিরচেনা বাংলাদেশ, আশরাফুল ১১ বা ১৩ রানে আউট, বড় ব্যবধানে পরাজয়। তিনি বারবার করে আমাদের দিকে তাকান আর জবাবদিহীর মতো করে বলেন, আশরাফুল আউট হয়ে গেছে বলেই বাংলাদেশ এবার পারল না। পরের টেস্টে ঠিকই জিতবে। জিতবে, জিতবে। একটা জয়, শুধু একটা জয়? তারপর কতদিনের অপেক্ষা…

আজ সত্যিই বাংলাদেশ জিতেছে। প্রতিপক্ষ আশরাফুলের সেই শ্রীলংকা। খেলা দেখা বা ধারাভাষ্য শোনা কোনটাই নিয়মিত হয় না, সময়ের সাথে বুড়িয়ে যাওয়া এই আমার আজকাল। মেজো ভাই রীতিমতো সংসারী স্বামী ও পিতা। তবু এতদিনের আগের স্মৃতি রোমন্থন করে শিশু হতে ইচ্ছে করে। ক্রিকেট নিয়ে অতি আবেগ আর ঘুণেধরা দেশপ্রেম প্রদর্শর্ণে বিরক্ত এই আমারও ধরে আসে গলা। আমি যখন দূর দেশে ক্রিক ইনফো খুলে বসে আছি, আমার পেছনে দাঁড়িয়ে আছে এক কেনিয়ান ছেলে। কেনিয়ানদের দেখলে মনে হয়, ওরা ক্রিকেট শব্দটাকেই ভুলতে চায় ইদানিং। ক্রিকেট নিয়ে ওদের নিস্পৃতা আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। লাভ ইউ বাংলাদেশ। আই লাভিউ,

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪০

সমুদ্রচারী বলেছেন: এই আবেগ,ঊল্লাসের মুহূর্তগুলো বারবার ফিরে আসুক এই কামনা করি ।

২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:০০

সরোজ মেহেদী বলেছেন: ফিরে আসুক বারেবারে।

২| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৫

অতঃপর হৃদয় বলেছেন: তখন আমি খুব ছোট!!

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

সরোজ মেহেদী বলেছেন: আমিও বেশ ছোট! এখন অবশ্য দুজনেই বড়। হাহা।

৩| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: লাভইউ বাংলাদেশ

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

সরোজ মেহেদী বলেছেন: লাভিউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.