নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরোজ মেহেদী

The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)

সরোজ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

গল্পকথন:প্রসঙ্গের বাইরে!

২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪৪

ঘটনা হচ্ছে কি, গত এক মাস ধরে আমি একটা জ্বীনের বাচ্চার পাল্লায় পড়ছি। এক দুপুরে ঘুম থেকে উঠে দেখি সে আমার বিছানায় বসে কেউমেউ করে। প্রশ্ন করলে, কোনো জবাব দেয় না। একি বিপদ! বড় হলে তাকে বিয়ে দিয়ে দায়িত্ব সারব চিন্তায় আছে। কিন্তু সে ছেলে না মেয়ে বুঝেতেছি না। তবে এতটুকু বুঝি, চরিত্রগতভাবে মানুষের মতোই নরবান্দর। যেমনই হোক, তাকে বড় করা আমার দায়িত্ব। আমি সেটা মন দিয়ে করছিও। কেমন বান্দর একটা উদাহরণ দিলে বুঝবেন। সে আমারে ডাকে ন্যাংটু বলে। কতো বড় ফাজিল চিন্তা করেন। আর হঠাৎ হঠাৎ অদ্ভূত সব আবদার করে বসে। যেমন, গতকাল মধ্যরাতে আমারে ডাইকা তুইলা কইল-হাতির দাঁতের চচ্চরি খাওয়ার খুব সখ। একটু রাইন্দা দিবিরে ন্যাংটু। আমি চোখ ড্যাবড্যবা করে তার দিকে তাকালে সে হাসে। বলে, কতদিন পরোটা দিয়ে হাতির দাঁত খাইনা। দে না...

সেই জ্বীনের বাচ্চা নিয়ে কতো কাহিনী! সবচেয়ে বড় কাহিনীটা ঘটল যখন নোবেল কমিটি জ্বীনের বাচ্চা সুচারুরূপে লালন পালনের জন্য আমার নামে বিশেষ নোবেল পুরস্কার ঘোষণা করল।’ সারাদেশে রীতিমতো হইচই পড়ে গেল।

আমার নোবেল পাওয়ার গল্প আপনাদের আরেকদিন শোনাব। এখন যাই, একটা গলা খেয়ে গলা পিসলা করি। একটু পর আমার বাসায় থাকা মশাদের সাথে মিলে একটা মশাঙ্গীত গাওয়ার চেষ্টা করব। ইদানিং গানের চর্চা শুরু করেছি। আর আমাকে যিনি গান শেখান মানে আমার গুরু তিনি কোনো মানুষ নন, একজন বিশিষ্ট মশা… সেই মশার কাহিনীও পরে শুনতে পারবেন...

(কি ব্যাপার ভয় পেয়ে গেছেন! ভয় পাওয়ার কিছু নাই। উপরের অংশটুকু আমার ‘পাগলের গল্প সিরিজের’ একটা গল্প থেকে নেয়া। সিরিজটি প্রকাশিত হইলে টাকা দিয়ে কিনে বাকি অংশটুকু পইড়েন। আপাতত অপেক্ষায় থাকেন।)

নোট: পরিবেশটা গুমট ভারী হয়ে আছে। দমবন্ধ অবস্থা। ভাবতে ভাবতে লিখলাম, লিখে ভাবলাম এখানেও শেয়ার করি। আপাতত সব ভুলে নিজের মতো করে, নিজের জগতে ভালো থাকার ক্ষণ চলছে। তার কিছুটা আপনাদের পাতে...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৪

কুশন বলেছেন: জ্বীন ভূত এগুলো সব বোগাস।

২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৩

সরোজ মেহেদী বলেছেন: মুসলিমরা জ্বিনে বিশ্বাস না করলে সে আর মুসলিম থাকে না মেবি।

২| ২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭

বিটপি বলেছেন: জ্বিনের বিয়ে দেবেন কি করে? জ্বীনের তো কোন শারীরিক অস্তিত্বই নেই। তাদের কোন লিঙ্গভেদও নেই। তাদের মধ্যে কোন নারী পুরুষ নেই।

২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২২

সরোজ মেহেদী বলেছেন: এটা গল্প জনাব। গাল ও গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.