![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার ২০১৫ ইং সালের ঈদুল আযহা হাদিস মতে ২৪ তারিখ আর গণতন্ত্রবাদী সরকারের মতে ২৫ তারিখ
==========
ইন্নাল হামদালিল্হালাহ, ওয়াস সলাতু ওয়াস সালামু আলা রসুলিহিল
কারিম।
হাদিসের উল্লেখ
জ্বিলহজ্ব মাসের ৯
তারিখে হজ্ব হবে
এবং হজ্বের পরের
দিন অর্থাৎ জ্বিলহজ্বের ১০
তারিখে কুরবানি
মানে ঈদুল আযহা
অনুষ্ঠিত হবে।
কিন্তু আমরা কি
হজ্বের পরের দিন
ঈদুল আযহা পালন
করছি????
না করছিনা। আমরা যে বাংলাদেশী তাই তো ¡¿¿¡
কারন সেদিন বাংলাদেশে থাকে ৯ই জ্বিলহজ্ব মানে হজ্বের দিন মনে করা হয়,
অথচ হজ্বের অনুষ্ঠান গুলো প্রতিটা টিভি চ্যনেল সরাসরি সমপ্রাচারিত করে
থাকে গতকাল ,
তার পরেও আমাদের হুশ হয় না।
কুরবানি হবে হজ্বের
পরের দিন অথছ
বাংলাদেশে কুরবানি
মানে ঈদ পালন হয়
হজ্বের দুই দিন পর।
আপনার নিজেকে
প্রশ্ন করুন কি পালন করছেন ???
আরো একটি কথা আপনি যে দিন ৯ তারিখ মনে করে (বাংলাদেশী তারিখ) সাওম রাখছেন সে দিন কি আরাফার মাঠে কিছু থাকে ???
20/09/2015
{{Md SaRower HosSain }}
©somewhere in net ltd.