![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিনায় হাজীদের মৃত্যু ; গণ কবর দেওয়া হচ্ছে সৌদিতে!! এ নিয়েই প্রাসঙ্গিক কিছু কথা!!!
এবং কিছু প্রশ্ন???????
-----------------------------------------
.
মিনা ট্রাজেডিতে শহীদের সংখ্যা হাজার
ছাড়িয়ে ১৩ শতে! অনেক মিডিয়া দাবী করেছে এসংখ্যা দুই হাজারের উপরে আহ- এ পরিসংখ্যান
যখন
বিশ্ববাসীর সামনে তখন নতুন সন্দেহ ভাবিয়ে
তুলেছে মুসলিম বিশ্বকে!
মানুষ মরে যাবার মত এতটা বিশৃঙ্খলা
মিনাতে ঘটেনি। তাহলে কী হয়েছিলো
সেখানে?
মালিক ফয়সাল হাসপাতালে কর্মরত
ডাক্তারের এক সহকারী এমন এক মাথা
ঘুরানো তথ্য দিলো।
.
ওনার ভাষায়- মিনাতে গ্যাস প্রয়োগ করা
হয়েছিলো। কী গ্যাস ? কিভাবে ? তা বলতে
রাজি হয়নি।
যে কারণে উনার কথা বিশ্বাস যোগ্য হতে
পারে-
// তার চেয়েও বড় যে বিষয়টা নতুন চিন্তার খোরাক যোগীয়েছে সেটা হলো হাদিস শরিফে এসেছে ঈমাম মাহদী আত্নপ্রকাশের পূর্ব মহুর্তেই মক্কায় হজ্ব মৌসুমে বহুহাজী কিছু অমুসলিম কতৃীক আক্রান্ত হয়ে মারা যাবে!!!! তবে তারা কোন খৃষ্টান বা ইহুদী নয় অমুসলিম বা খারেজীদদের কথা বলা হয়েছে। অনেক ইসলামী গবেষক শিয়া খারেজীদের কথা উল্লেখ করেছেন। হাজীগন যে এবছর শিয়া কতৃীক আক্রান্ত হতে পারে।
আল্লাহুআকবার। আমার আশংকা হয় ; হাদিসের বানী অনুযায়ী এটাই সেই হত্যাকান্ড কি না??
এবং এর পিছনে যুক্তি যুক্ত কিছু কারন খোঁজে পাওয়া যায়!!!!! যেমন:
// এত সংখ্যক হাজী মারা যাওয়ার পরেও সৌদি সরকার এ বিষয়ে মুখ খুলছেনা কেন??
এত কড়া নিরাপত্তা যেখানে প্রায় এক লাখ নিরাপত্তা কর্মী উপস্হিত; এবং সিসি Camera থাকার পরেও এ হতাহতের কারন প্রকাশ করতে বিলম্ব হচ্ছে কেন???
কোন সংবাদ কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছেনা কেন???
ঘটনার প্রাথমিক অবস্হায় জানানো হলো পাথর ছুড়তে গিয়ে হুড়াহুড়ি করে নিহত ২৫০ একটু পর জানানো হলো প্রায় ৫০০ সন্ধায় জানানো হলো প্রায় ৭১৩ জন; আর আজ এ পর্যন্ত সর্বশেষ আপডেট ২০০০ ছাড়িয়ে গেছে। শেষ পর্যন্ত জানাগেল মিনার বাইরে এ হতাহতের ঘটনা ঘটেছে।
এখানে প্রশ্ন হুড়াহুড়ি করে পা পিষ্ট হয়ে মারা গেলে ঘটনাস্থলেই বেশীভাগ মানুষ মারা যাওয়ার কথা কিন্তু আহত পরবর্তীতে চিকৎসা অবস্হায় এত হাজীর মৃর্তুর খবর আসছে কেন????
প্রায় সময়ই দেখা যায় কোন হাজী মারাগেলে তাকে স্বসন্মানে তার দেশে ফেরত পাঠানো হয় এটাই এতদিন দেখে আসছি।
কিন্তু মাত্র এক দেড় হাজার হাজীকে মরুভূমিতে গনকবর দিতে হবে কেন??
তাহলে কি হাজার হাজার হাজীকে মেরে ফেলার যে অসমর্থিত খবর পাওয়া যাচ্ছে সেটাই কি সত্য??????
শেষ পর্যন্ত নবীর হাদিস টি কি বাস্তবে রুপ ধারন করলো??????
ইয়েমেনে তাদের অনুগত শীআ কুফফারদের
উপর হামলার রুপরেখা প্রণয়নে মূল ভুমিকা
পালন করেন মুহাম্মাদ বিন সালমান। আর এ
ঘটনার মাত্র কিছুক্ষণ পূর্বেই তিনি এখানে
এসেছিলেন। তাকে হত্যা করতেই কি এই রাসায়নিক গ্যস হামলা চালানো হয়েছে????? যার বলি হতে হলো সাধারন হাজার হাজার হাজীদের???
তার চেয়েও বড় প্রশ্নঃ আন্তর্জাতিক মিডিয়া নিরব কেন??? বিবিসি ;রয়টার্স ; সি এন এন এরা কি এতই দুর্বল তারা সঠিক কোন তথ্যই জানেনা??
আগেই ফেসবুকে তোলপাড় হচ্ছিল মক্কায় হাজীদের হত্যার দায় নাকি শেষ পর্যন্ত আই এস এর উপরই দেওয়া হবে!!! যদিও হত্যাকান্ড টি শিয়া কতৃীক হওয়ার কথা!!!
এখানেই শেষ নয়! ! সব প্রশ্নের উওর জানতে আমাদের আরেকটু অপেক্ষা করতেই হবে।
(চলবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯
চল পাখি বলেছেন: ?
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
ইমাম মেহেদী সম্পর্কে যা বলা হয়েছে, তা আপনার সাথে মিলছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২
চল পাখি বলেছেন: একটা বড়তি কথা বলেছেন আমি কৈ আর ইমাম মেহেদী
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২
চল পাখি বলেছেন: এটা একটা বাড়তি কথা বলেছেন? আমি কৈ আর ইমাম মেহেদী
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
আপনার প্রোফাইলে: "আমি সাধারণ আদম সন্তান "
আসলে আপনি আদমের বাবা, আপনাকে তৈরি করে লুকায়ে রাখা হয়েছিল, এখন পৃথিবীতে পাঠানো হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
চল পাখি বলেছেন: এটা একটা বাড়তি কথা
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
সাদা মনের মানুষ বলেছেন: মাথায় তো কিছুই ঢুকছে না
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
সুমন কর বলেছেন: একজন সাধারণ মানুষ হিসেবে মানতে কষ্ট হচ্ছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
চল পাখি বলেছেন: সাধারণ এটাই ঠিক
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
চল পাখি বলেছেন:
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
নতুন বলেছেন: ফেসবুকের গুজব পড়ে পোস্ট দিবেন না।
নিহতের সংখ্যা ৭৬৯ জন.. ২হাজার না। আর উপরের ছবি হাজীদের গনকবরের না।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
চল পাখি বলেছেন: ছবিটা যে ভূল প্রমাণ কি?
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
অথঃপর আমি বলেছেন: ফালতু
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
চল পাখি বলেছেন: ?
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: ধুম্রজাল ! কিছুই বুঝতে পারছি না। আন্তরজাতিক মিডিয়া এবং সৌদি সরকার অনেকটােই নীরব। সত্য উদ্ঘাটিত হোক। আললাহ তায়ালা সকল হাজীদের হেফাজত করুন। আমিন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০
চল পাখি বলেছেন: আমিন
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
নতুন বলেছেন: ছবিটা যে ঠিক তার প্রমান আপনাকে দিতে হবে কারন আপনি বলছেন যে এটা গনকবরের দৃশ্য।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
নতুন বলেছেন: Click This Link
এটা পাকিস্তানের ছবি। Karachi: Death Toll Rises Up to 1000 Lives
হুজুগে পাগল না হয়ে একটু খুজে দেখুন পাবেন। গুগুলে ছবি সাচে`র পদ্বতী আছে একটু কস্ট করে শেখে নেবেন।
মিথ্যা প্রচার করা কতটুকু অপরাধ ইসলামের নিয়ম অনুযায়ী?
এই মিথ্যা ছবি প্রচারের জন্য ক্ষমা চাইবেন কি?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
চল পাখি বলেছেন: মানলাম এবং কমান্টের ছবি ডিলেট করা হল
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০
নতুন বলেছেন: **মিনা ট্রাজেডিতে শহীদের সংখ্যা হাজার
ছাড়িয়ে ১৩ শতে! অনেক মিডিয়া দাবী করেছে এসংখ্যা দুই হাজারের উপরে আহ- এ পরিসংখ্যান
যখন
** কিন্তু মাত্র এক দেড় হাজার হাজীকে মরুভূমিতে গনকবর দিতে হবে কেন??
তাহলে কি হাজার হাজার হাজীকে মেরে ফেলার যে অসমর্থিত খবর পাওয়া যাচ্ছে সেটাই কি সত্য??????
**মালিক ফয়সাল হাসপাতালে কর্মরত
ডাক্তারের এক সহকারী এমন এক মাথা
ঘুরানো তথ্য দিলো।
.
ওনার ভাষায়- মিনাতে গ্যাস প্রয়োগ করা
হয়েছিলো। কী গ্যাস ? কিভাবে ? তা বলতে
রাজি হয়নি।
আপনার পুরো লেখাটাই হুজগের উপরে ভিক্তি করে তৌরি।
অবশ্যই সৌদি সরকারের দোষ আছে এটা তাদের অদক্ষতার জন্যই হয়েছে। কিন্তু আপনি সুধুই গুজব গুলি কানে নিয়ে এই লেখা লিখেছেন।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
চুরি যাওয়া আগুন... বলেছেন: ভাইজান, গান্জাায় দম কি আজকাল বেশি হইতেছে নাকি?
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১
চল পাখি বলেছেন: অ
১৫| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৩
চল পাখি বলেছেন: a
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
কমরেড নীল বলেছেন: কি যুক্তি