নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

ওজন কমাতে চান?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের এক পাউন্ড ওজন কমাতে পোড়াতে হবে প্রায় ৩৫০০ ক্যালরি। এবার আসুন, একটু সহজ অঙ্ক কষে নিই।

১০০

ক্যালরি কমাতে পারবেন যদি আপনি ১ মাইল হাটেন বা জগিং করেন।

৩৫০০

ক্যালরি পোড়াতে আপনাকে হঁাটতে হবে ৩৫ মাইল।

৩০

মিনিট করে আপনি যদি ঘণ্টায় চার মাইল বেগে সপ্তাহে অন্তত পঁাচ দিন হঁাটেন, তবে মোট হঁাটার পরিমাণ ১০ মাইল। প্রায় ১০ দিনের মাথায় আপনার ৩৫০০ ক্যালরি পোড়ানোর সমপরিমাণ হঁাটা হবে অর্থাৎ এক পাউন্ড ওজন কমবে।

২৫০

ক্যালরি আপনি যদি প্রতিদিনের খাদ্যতালিকা থেকে বিয়োগ করে দেন তবে ৩৫০০ ক্যালরি বিয়োগ করতে সময় লাগবে দুই সপ্তাহ। যেমন: ২৫০ ক্যালরি আছে। আধকাপ আইসক্রিমে।



প্রাপ্তবয়স্কদের ওজন কমানোর সঙ্গে হঁাটা ও খাবারের সম্পর্কের হিসাবটি দিয়েছেন। সূত্র: হার্ভার্ড মেডিকেল স্কুল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.