নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

ভয়ঙ্কর ইশারা!

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

আমার জানা মতে বিভ্ন্নি জন বিভিন্ন ইশারা প্রদান করে তাদের ভাব ভঙ্গি প্রকাশ করে । বন্ধু , বান্ধুবীরা তাদের এক অপরকে বিভিন্ন পরিস্থিতি ইশারা দেয়, মা ও বা , মা ও বোন , মা ও ছেলে , বিক্রেতা ,ক্রেতাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষেত্রে ইশারা মাধ্যমে তাদের মত প্রকাশ করে । কিন্তু এই ইশারা মধ্যে যে বিভিন্ন ইশারা খুবই ভয়ঙ্কর তা হয়তো আমরা জানি । যাই এখন আমার মতে একটা ভয়ঙ্কর ইশারার কথা বলি।



আমি বনানীতে চাকরি করি , বাস থেকে কাকলি নেমে অফিসে যাই । আর যাওয়ার পথে ক্ছিু ইশারা পাই বা লক্ষ্য করি যা খুবই ভয়্ঙ্কর । কাকুলিতে বেশ কিছু হোটেল আছে যে গুলোর সামনে দিয়ে কেউ গেলে দেখা যায় বিভিন্ন লোক বিভিন্ন ইশারা দিয়ে ডাকে আর মনে হয় কিছু বলে ! এখনতো সবাই বুঝলেন আমি কোন ইশারার কথা বলছি? বুদ্ধিমান লোককে বেশী কিছূ বলা লাগেনা ।যাই হোক যারা বোঝেননি যাদের জন্য বলছি। আমার মতে এই সব হোটেল মনে হয় খারাপ কাজ (মনে হয় দেহ ব্যবসা ) হয়। যখনই কোন যুবক বয়সি লোক হোটেলের সামনে দিয়ে যায় তখনই ঐখানের লোকেরা বিভিন্ন ইশারা দিয়ে কিছু বলে বা ডাকে !

রাজধানী এমন এক গুরত্বপূর্ণ রাস্তার পাশের এলাকায় যদি এই সব আকাম হয় তাহলে অন্যান্য কম গুরুত্বপুর্ণ এলাকা না কি হচ্ছে? এসব কি কারো দেখার নেই ? দেশের প্রশাসন কি করছে ?

আর যারা এই সব ব্যবসা করছে তাদের কি ছেলে মেয়ে নেই ? তাদের ছেলে যদি এই কাজ লিপ্ত হয় তবে কি হবে?আমরা কেমন মানুষ? আমরা কি আমাদের ভাই , বোন, আ্ত্মীয়দের কি খারাপ রাস্তায় ঠেলে দিচ্ছি না! আমাদের যুব সমাজকে অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে! যারা এসব খারাপ ব্যবসার করছে তারা কি ভেবে দেখছে যে ,তারা যে হারাম টাকা আয় করে ,তা তাদের ছেলে মেয়েকেও খাওয়াচেছে! তাদের কি মৃত্যুর ভয় নাই।



তা্ই আসুন আমরা যারা এই খারাপ ব্যবসা করি তারা এসব বন্ধ করি, আর যারা এসব ব্যবসা করতে ইন্ধন দিচেছন(প্রসাশন) তারা ও সাহায্য করুন এসব ব্যবসা বন্ধ করতে। না হয় দেখবেন একদিন আপরার ছেলে বা মেয়ে এসব খারাপ কাজে লিপ্ত হবে । আর আমাদেরতো মরতে হবে তখন ‍আমরা সৃষ্টিকর্তার সামনে কোন মুখ নিয়ে উপস্থিত হবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

নতুন বলেছেন: ভাই যারা এই ব্যবসা করছে তারা মানুষ না.... ( মানুষ হইতে পারেনা..)

কিন্তু যারা প্রসাশন/ নেতা/ ক্ষমতায়/ তারা কিন্তু ভদ্রলোক...সন্মানীত ব্যক্তি...

তারা বড় কথা বলে কিন্তু সব অন্যায়ের প্রশ্রয় দেয়...

এই ভন্ডামীর জন্যই আমাদের দেশের এই অবস্তা... :(

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

সত্যের অন্বেষণকারী বলেছেন: ঠিক বলেছেন , কিন্তু এর থেকে পরিত্রানের উপায় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.