![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের আর্দশ লোকদের আমরা নির্বাচিত করে দেশ পরিচলনার দায়িত্ব দিয়ে থাকি কিন্তু আমরা কি লক্ষ্য করেছি যে, যাদের আমরা নির্বাচন করি তারা কেমন ? তারা যে কথায় কথায় মিথ্যাচার করে তা কি আমরা লক্ষ্য করেছি? তাদের এই কর্ম এর জন্য কি আমরা দায়ী নয়। বর্তমান যে রাজনৈতীক অস্থিরতার চলছে তার জন্য আমরাও দায়ী । আমরা এই সব মিথ্যুক রাজনীতিবিদের সিলেক্শ না করতাম তবে দেশের এই অবস্থা হতো না ।
আমরা নিশ্চয় লক্ষ্য করছি যে, আমাদের বর্তমান রাজনীতিবিদরা কিভাবে অবলিলায় মিথ্যাচার করছে । কি বিএনপি কি ! কি আওয়ামীলীগ ! কি জাতীয়পার্টি ! বিএনপি যে হরতাল ও অবরোধ ডাকে তা আমরা বর্তমানে পালন করি না কিন্তু বিএনপির কি বলে ? তারা বলে যে সর্বাত্বক তাদের কর্মসূচী পালিত হয়েছে । কি মিথ্যাচার আবার আওয়ামীলিগ বলে তাদের কর্মসূচীতে পুরোপুরি নাকি ব্যর্থ ।
গত ২৯।১২।১৩ তারিখে বিএনপির যে কর্মসূচি ছিল তা সরকার এর কারণে হতে পারে না কিন্তু সরকার কি বলে বিএনপির কর্মসূচি নাকি ব্যর্থ । এগুলো কি ধরনের মিথ্যচার ? খালেদা জিয়া প্রায় ১ সপ্তাহ ধরে অবরুদ্ধ কিন্তু সরকার কি বলে ? আজ আওয়ামীগ এর চিফহুইপ বলে খালেদা নাকি অবরুদ্ধ নয়! পুলিশ নাকি তাকে পাহাড়া দিচ্ছে?
গত ২৯।১২।১৩ সুপ্রীমকোর্ট এ আইনজীবিদের আওয়ামীগিগের কর্মীরা বাশঁ কিন্তু পুলিশের এক কর্মকর্তা বলে নাকি বাশঁ না তা ছিল পতাকা মিছিল ! যারা দেশ পরিচালনা করে তারা যদি এমন মিথ্যা কথা বলে তাহলে সাধারণ মানুষ কি বলবে? এদের কি একটু লজ্জা করে না মিথ্যা বলতে? ছিঃ আমাদের এস নেতাদের !দেশের অবিভাবকদের!
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
জাহাঙ্গীর জান বলেছেন: মাছের পচন ধরে মাথা থেকেই,বাঙালী জাতির একই অবস্থা ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে নিকৃষ্টতম রাজনৈতিক দল হলো আম্লীঘ।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপির কর্মসূচি নাকি ব্যর্থ?
ব্যার্থ নাতো কি?
ঢাকায় বিএনপির প্রায় ১০ লাখ সমর্থক আছে, এরা কি একজনও বের হয়েছে? কর্মি তো দুরের কথা নেতারাই পালিয়েছে।
ঢাকার বাইরেও কেউ বের হয়নি, না চিটাগাং না বগুড়া।
সুধু ছাগুরা কিছু বের হয়ে চোরাগুপ্তা বোমাবাজি করে পালিয়েছে।
প্রকৃত খালেদা সমর্থক থাকলে কেউ না কেউ বের হতই।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপির কর্মসূচি নাকি ব্যর্থ?
ব্যার্থ নাতো কি?
ঢাকায় বিএনপির প্রায় ১০ লাখ সমর্থক আছে, এরা কি একজনও বের হয়েছে? কর্মি তো দুরের কথা নেতারাই পালিয়েছে।
ঢাকার বাইরেও কেউ বের হয়নি, না চিটাগাং না বগুড়া।
সুধু ছাগুরা কিছু বের হয়ে চোরাগুপ্তা বোমাবাজি করে পালিয়েছে।
প্রকৃত খালেদা সমর্থক থাকলে কেউ না কেউ বের হতই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১
গ্রাম্যবালক বলেছেন: বাঙ্গালির রক্তে রক্তে বেইমানী। এটা আমাদের নেতারা যুগের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে।। এরা সবাই মীর জাফরের শিশ্য।।