![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের আর্দশ লোকদের আমরা নির্বাচিত করে দেশ পরিচলনার দায়িত্ব দিয়ে থাকি কিন্তু আমরা কি লক্ষ্য করেছি যে, যাদের আমরা নির্বাচন করি তারা কেমন ? তারা যে কথায় কথায় মিথ্যাচার করে তা কি আমরা লক্ষ্য করেছি? তাদের এই কর্ম এর জন্য কি আমরা দায়ী নয়। বর্তমান যে রাজনৈতীক অস্থিরতার চলছে তার জন্য আমরাও দায়ী । আমরা এই সব মিথ্যুক রাজনীতিবিদের সিলেক্শ না করতাম তবে দেশের এই অবস্থা হতো না ।
আমরা নিশ্চয় লক্ষ্য করছি যে, আমাদের বর্তমান রাজনীতিবিদরা কিভাবে অবলিলায় মিথ্যাচার করছে । কি বিএনপি কি ! কি আওয়ামীলীগ ! কি জাতীয়পার্টি ! বিএনপি যে হরতাল ও অবরোধ ডাকে তা আমরা বর্তমানে পালন করি না কিন্তু বিএনপির কি বলে ? তারা বলে যে সর্বাত্বক তাদের কর্মসূচী পালিত হয়েছে । কি মিথ্যাচার আবার আওয়ামীলিগ বলে তাদের কর্মসূচীতে পুরোপুরি নাকি ব্যর্থ ।
গত ২৯।১২।১৩ তারিখে বিএনপির যে কর্মসূচি ছিল তা সরকার এর কারণে হতে পারে না কিন্তু সরকার কি বলে বিএনপির কর্মসূচি নাকি ব্যর্থ । এগুলো কি ধরনের মিথ্যচার ? খালেদা জিয়া প্রায় ১ সপ্তাহ ধরে অবরুদ্ধ কিন্তু সরকার কি বলে ? আজ আওয়ামীগ এর চিফহুইপ বলে খালেদা নাকি অবরুদ্ধ নয়! পুলিশ নাকি তাকে পাহাড়া দিচ্ছে?
গত ২৯।১২।১৩ সুপ্রীমকোর্ট এ আইনজীবিদের আওয়ামীগিগের কর্মীরা বাশঁ কিন্তু পুলিশের এক কর্মকর্তা বলে নাকি বাশঁ না তা ছিল পতাকা মিছিল ! যারা দেশ পরিচালনা করে তারা যদি এমন মিথ্যা কথা বলে তাহলে সাধারণ মানুষ কি বলবে? এদের কি একটু লজ্জা করে না মিথ্যা বলতে? ছিঃ আমাদের এসব নেতাদের , দেশের অবিভাবকদের!
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: পরপর তিনটি আপনার পোস্ট আছে !!!!!!!!!!! ডিলেট করেন না ত ব্যান খাইতে পারেন?