![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে বনী আদম! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্চদ পরিধান করিবে , আহার করিবে ও পান করিবে কিন্ত অপচয় করিবে না। নিশ্চয়ই তিনি (আল্লাহ) অপচয়কারীদের পছন্দ করেন না। সুরা আল আরফ, আয়াত-31।
আমরা মুসলমান কিন্তু কি আমরা আমাদের কর্তব্য বা কাজ ঠিক মতো পালন করি! যেখানে মহান গ্রন্থ কোরআন এ বলা আছে অপচয়কারীদের আল্লাহ পছন্দ করে না কিন্তু আমরা প্রতিনিয়ত কতই না অপচয় করছি ! এই যে আগাম কাল এর জন্য আমরা কতই না ব্যয় করেছি বা করব? এগুলো কি ইসলাম বলে করতে ! ইসলাম কি বলে আপনি সারা বছর পান্তা না খেয়ে একবার শত টাকা খরচ করে পান্তা খান আসলে আমরা শুধুই নামে মুসলিম কামে না!
তাই আসুন নামে মুসলমান না হয়ে কামে মুসলমান হই আর আমাদের ফরয (অপচয় বন্ধ করি-সুরা আল আরাফ -31)পালন করি ।
©somewhere in net ltd.