![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারি নির্দেশনা অনুযায়ী এপ্রিলের মধ্যেই আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করতে হবে। যেখানে উন্নত বিশ্ব তো শুরুই করেনি , পৃথিবীর হাতে গোনা ২/৩ টা দেশে এই পদ্ধতিতে সিম নিবন্ধন করেছে। সেখানে আমাদের মত গরীব দেশে কি দরকার !
আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধনে আমাদের দেশেও বিতর্ক চলছে । আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা এবং ডিএনএ তথ্য একান্ত ব্যক্তিগত সম্পদ।আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে চলে গেলে নানারকম অপব্যবহার হতে পারে। আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করলে আঙ্গুলের ছাপ বাইরে চলে যেতে পারে । বক্তিগত গোপানীয়তা এবং স্পর্শকাতর এসব তথ্যের নিরাপত্তার কারণে উন্নত রাষ্ট্র এ্ই পদ্ধতি ব্যবহার হয় না
তাই বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন কি দেশের স্বার্থে করা হচ্ছে না গুটি কয়েক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জন্য করা হচ্ছে ! বয়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করতে হলে , মোবাইল কোম্পানীর এই সংক্রান্ত ডিভাইস, সারভার বিভ্ন্নি সরঞ্জাম কিনতে হবে । একটি বয়োমেট্রিক্স
ডিভাই্স এর দাম প্রায় ২০০০০/৩০০০০ হাজার টাকা ,এরকম লক্ষ লক্ষ ডিভাইস দেশের বাহির থেকে আনতে হবে । এই ডিভাইস ক্রয় করতেও দূর্নীতি হইতে পারে ! এ ধরেন মোবাইল ডিভাইস প্রতুল নয় তাই যে কোন প্রতিষ্ঠান মনোপলি ব্যবসায় করতে পারে। সে কোন মন্ত্রী মিনিষ্টার বা প্রভাবশালীর প্রতিষ্ঠান হলে তো কথাই নাই। এছাড়াও এগুলো ক্রয় করতে আমাদের কোটি কোটি বৈদেশিক মুদ্রা চলে যাবে আরও কত কি ? তাই আমার মনে প্রশ্ন ,যেখানে বিশ্বের প্রায় দেশ এই পদ্ধতি চালু করে নি সেখানে কেন আমাদের মতে দেশে চালু হল.!
সুত্র: (বিবিসি)http://www.bbc.com/bengali/news/2016/02/160225_probaho_sim_biomatrx_debate
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
সত্যের অন্বেষণকারী বলেছেন: কি হবে ভাই ! যেখানে বিশ্বে পাকিস্তান ও সৌদি বাদে কে করেছে!
২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
মাসুদ মাহামুদ বলেছেন: আমার সিম নিবন্ধন এখনো করি নাই।
আমার সিম কি অফ করে দেয়া হবে ?
৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: আমিও এখনো সিম বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম
নিবন্ধন করিনাই তাহলে কী আমার অফ হয়ে যাবে
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০২
সত্যের অন্বেষণকারী বলেছেন: নো আইডিয়া
৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০১
সত্যের অন্বেষণকারী বলেছেন: জানি না.
৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৫
সজিব ইসলাম বলেছেন: দেশের সবচেয়ে গুরুত্বপুর্ন জিনিষ হচ্চে ভোটার আই ডি বা ন্যাশনাল আই ডি সেটা দেওয়ার সময়তো বায়োমেট্রিক্স পদ্ধতি প্রয়োজন হলো না একটা মোবাইল সিম কি তার ছেয়ে ও কি গুরুত্বপুর্ন বিষয় কেন হয়ে গেল বুজলাম না। এটাকে অন্যভাবে জবাবদিহিতার মধ্যে কি আনা যেত না?
৬| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
তাসনাম বলেছেন: আপনার বক্তব্য শুনলাম দেখি কি করা যায়। কি আর করবো আমরা হলাম গিনী পিগ যা করতে বলবে সেটই করবো।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
সত্যের অন্বেষণকারী বলেছেন: আসলে দেশে যদি বাক স্বাধিনতা না থাকে কি ভাবে আপনি প্রতিবাদ করবে ? এই দেশে যে সরকারই আসে না কেন সবাই তাদের স্বার্থ দেখে। আসলে আমাদের দেশটা স্বাধীন হইছি কিন্তু আমরা মনে হয় স্বাধীন হইনায়.
৭| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮
খোলা মনের কথা বলেছেন: কি হতে চলেছে বুঝতে পারছি না।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: সবার স্বার্থে।
কিছু একটা তো হবে।