নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

এ গুলোর কি দরকার !

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

রাস্তা বা ফুটপাত থেকে যে অবৈধ দখল উচ্ছেদ করা হয়, এর আসল উদ্দেশ্য কি! লোক দেখানো না রাস্তা দখল মুক্ত রাখা? যদি লোক দেখানো হয় দয়া করে এগুলো বন্ধ করা হোক। কারণ এতে দখল কারীর অনেক ক্ষতি হয়। আর যদি দখল মুক্ত করার হয় তবে সব সময় যেন দখল মুক্ত থাকে
কিছু দিন আগে গুলশান এলাকার ফুটপাত দখল মুক্ত করা হয় । কিন্তু এখন কি অবস্থা ? আবার ফুটপাত দখল! যদি ফুটপাত দখল মুক্ত না রাখা যায় তবে এগুলো বাদ দেয়া উচিত নয় কি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হেতারা সমস্যা চিহ্নিত করে কিন্তু সমস্যা সমাধানের কোন পথ দেখাতে পারেন না। ঢাকার শহরে এত এত হকার তাদের যদি উচ্ছেদ করতে হয় তাহলে তাদের কে আলাদা যায়গা দিয়ে উচ্ছেদ করতে হবে, অথবা তাদের আশ্রায়নের আওতায় আনতে হবে যত দিন পর্যন্ত তারা অন্য পেশাতে স্বাভলম্বী না হন।

আর যারা হকার তারা উড়িয়া আসিয়া জুড়িয়া বসেন না। তাদের কে মাসোহারা দিতে হয়। এই মাসোহারার ভাগ সোনার ছেলে থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেতনভুগীরও পান।

এগুলো বলে কোন লাভ নেই। মাঝ থেকে কিবোর্ডে আঙ্গুল চালিয়ে কিছু শক্তি অপচয় করবেন এই যা!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

সত্যের অন্বেষণকারী বলেছেন: িআমি আপনার সাথে একমত,, আমাদের দেশের ছেলেরা কাজ চায় কিন্তু কাজ পায় নায়,,তারা কষ্ট করে ব্যবসায় করতে চায় তা পারে না,,,গুন্ডা , মাস্তান ,,ইত্যাদিকে টাকা দিয়েও শান্তিতে ব্যবসায় করতে পারে না।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

কানিজ রিনা বলেছেন: এদেশটা এমেরিকা না পরিস্কার করলেই
চকচক করিবে। যারা ফুটপাতে বসে ব্যবসা
করে তারা সবাই গরীব মানুষ। আর চামুন্ডা
চেলারা ওদের থেকে মাসহারা খায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.