নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সত্যকে চিনি

সত্যের পক্ষ আসুন

সত্যের পক্ষ আসুন › বিস্তারিত পোস্টঃ

প্রায় ৩ ঘন্টা লাইনে দাড়িয়েও Smart Card পাইলাম না!এ রকম বিরম্বনা আর কত দিন সইতে হবে !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

এ রকম বিরম্বনা আর কত দিন সইতে হবে ! গতকাল আমাদের এলাকায় জাতীয় Smart Card বিতরণের দিন ছিল। প্রায় সাড়ে চার হাজার মানুষের জন্য গতকাল কাল নির্ধারণ ছিল। আমি যেহেতু চাকরি করি তাই সকালে Smart Card নিতে যাইনি । দুপুর ২.৫০ ঘটিকায় Smart Card নেয়ার জন্য কেন্দ্রে যাই। গিয়ে দেখি বিশাল মানুষের বৃত্তারকার কুন্ডলি ! তার পর অনেক কে জিজ্ঞাসা করে, বৃত্তারকার কুন্ডলির শুরুর মাথা পাই আর Smart Card জন্য লাইনে দাড়াই। লাইনে দাড়ানোর পর জানতে পারি যে,প্রথমে মাত্র ২ জন লোক সিরিয়াল দিচ্ছে। এর পর তার ভিতরে গিয়ে অনেক ঝক্কিঝামেলা পার করে ,ফিঙ্গার ও চোখের স্কান করার পর কার্ড পাওয়া যাচ্ছে।আমি Smart Card এর আশায় লাইনে দাড়িয়ে ছিলাম কিন্তু লাইন আর শেষ হচ্ছিল না , তার পর আর কি করার, প্রায় তিন ঘন্টা লাইনে দাড়িয়ে Smart Card না নিয়ে ফিরে আসি।
এভাবে মানষকে কষ্ট দিয়ে কেন Smart Card বিতরন করা দরকার । থানা নির্বাচন অফিস কি আরও লোকবল বারাতে পারতো না ! না এই দেশে কখন কোন ভাল সেবা আমরা কখনও পাবো না
সুত্র:বার্নার

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ডিজিটাল দেশে এর থেকে বেশি কিছু আশা না করাই ভাল

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন মোবাইল, ইন্টারনেটের যুগ। সিরিয়াল নম্বর দিয়ে বিতরণ করলেই তো হয়। সবাইকে এক সাথে ডাকলে তো ঝামেলা হবেই...

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

সুমন কর বলেছেন: :(

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭

শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) বলেছেন:
আপনি খুব হতাশ। স্মার্ট কার্ড আপনার জন্য না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮

সত্যের পক্ষ আসুন বলেছেন: ভাই এক নাগাড়ে যদি ৬/৭ ঘন্টা দাড়িয়ে থাকেন তবে আপনি আন স্মার্ট হয়ে যাবেন? সরকার শুধু ডিজিটালাইজ্ড ডিজিটালাইজ্ড বলছে কিনউত আমাদের সেবা কতটুকু ডিজিটালাইজ্ড হইছে!

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:


উপরের কমেন্টার ফেইক আমি আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), যে কারণে জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিতে বাধ্য হলাম। আসলে সামুতে আমাকে নিয়ে ফাজলামি শুরু করসে কয়েকজন বদমাশ ইভটিজার, শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া), শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) নিক খুলে এরা সামুকে বিভ্রান্ত করছে। আমিই আসল।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

লিংকন১১৫ বলেছেন: আহা ভাই আপনার জন্য কষ্ট হচ্ছে ,
আমি ১৬ নাম্বার ওয়ার্ড এর বাসিন্দা , আমি যখন সব মিলিয়ে ৩০ মিনিট এর ভীতর পেয়ে গিয়েছিলাম তখন কিজে খুশি লাগছিলো , কল্পনাও করতে পারিনাই যে এতো তারা তারি পাবো তাও সু বিশাল লাইনে দাড়িয়ে ।
যাইহোক , আসলে তাদের লোকবল বাড়ানো দরকার ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩

সত্যের পক্ষ আসুন বলেছেন: ভাই আপনি লাকি পারসোন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.