![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনিতেই রান্নার সময় গ্যাস পাইনা আবার দাম বৃদ্ধি! আমাদের আয় কি ৪৬ % ভাগ বেড়েছে! তাহলে কেন গ্যাস এর দাম বাড়লো প্রায় ৪৬%। সরকার আমাদের গ্যাস ব্যবহার করতে দিতে চায় না!
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় কমিশনের প্রধান কার্যালয়ে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।
গৃহস্থালি খাতে প্রথম দফায় আগামী ১ মার্চ থেকে এক চুলা ৭৫০ টাকা ও দুই চুলা ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ১ জুন থেকে এক চুলা ৯০০ টাকা ও দুই চুলা ৯৫০ টাকা ধার্য করা হয়েছে।
এ ছাড়া সিএনজির দাম ১ মার্চ থেকে প্রতি ঘনমিটার হবে ৩৮ টাকা ও ১ জুন থেকে হবে ৪০ টাকা। বিদ্যুৎ, সার শিল্প ও সব শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
বর্তমানে গৃহস্থালি খাতে এক চুলা ৬০০ টাকা ও দুই চুলা ৬৫০ টাকা করে দিচ্ছেন গ্রাহকেরা।
সুত্র প্রথম আলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
সত্যের পক্ষ আসুন বলেছেন: ভাই সমস্যা না্ দিতে যদি , আমাদেরও দেয়, আর আমার বাসায় তো গরমের গ্যাস কম থাকে!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
বিজন রয় বলেছেন: সুখবর!! জয় বাঙালির জয়।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২
সাইফুল১৩৪০৫ বলেছেন: অনেকদিন থেকে কোম্পানির সিম ব্যবহার করতাম। জব রিসেন্টলি ছেড়ে দিয়ে পার্সোনাল সিম থেকে কল দিয়ে দেখি ৪৬ পয়সার পরিবর্তে ৬৬ পয়সা কাটে। কি আর বলব ভাই। বললেই মাইর...........
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০
জাহিদ অনিক বলেছেন: দুঃখের কথা আর কি কইতাম । নতুন বাসা । গ্যাস সংযোগ নেই । দুই মাস ধরে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে যাচ্ছি ।
তবে গ্যাসের দাম বাড়ানোর সাথে সাথে মিটার ব্যবস্থা চালু করা উচিত ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
শেয়াল বলেছেন: কিছুই বলবার উপায় নাই । পেটের গ্যাস দিয়া কাজ চালাইতে কইতে পারে কয়েকদিন পরে
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
মৌলবাদীদের বিরুদ্ধে বলেছেন: ভাই বাংলাদেশে রাজনীতি যত দিন ধরে টিক না হবে ততদিন গ্যাসের সংকট শেষ হবে না।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০১
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ২৫ সাল পর্যন্ত অপেক্ষা করেন এরপর গ্যাস গ্যাসের বিল কিছুই থাকবেনা। মাথা নাই মাথা ব্যাথাও নাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাইরে কতটাকা কতভাবে নষ্ট করেন। আর ওরা দুইটা টাকা চাইলেই এমন কথা কেন বলেন?
