![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাঙতেই হচ্ছে বিজিএমইএ ভবন
সর্বশেষ আইনি লড়াইয়ে হেরে গেল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভবন ভাঙার রায় পুনর্বিবেচনা সংক্রান্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। এর ফলে সংস্থাটিকে ভাঙতেই হচ্ছে বহুতল অবৈধ ভবনটি। তবে ভবনটি ভাঙার জন্য বিজিএমইএ কতদিন সময় পাবে সে ব্যাপারে বৃহস্পতিবার আদেশ দেবে আপিল বিভাগ। এর আগে দেশের সর্বোচ্চ আদালত লিভ টু আপিল খারিজের রায়ে অবিলম্বে ভবনটি ভাঙতে বিজিএমইএকে নির্দেশ দিয়েছিল। আদালত বলেছিল, ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া গেল। এ জন্য যে অর্থ প্রয়োজন তা বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হলো।
১৯৯৮ সালের ২৮ নভেম্বর সে সময়কার ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমইএ ভবনটির ভিত্তি স্থাপন করেন। ভবন নির্মাণ শেষ হলে ২০০৬ সালের ৮ অক্টোবর বিজিএমইএ ভবন উদ্বোধন করেন তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এরপর থেকে বিজিএমইএ ভবনটি তাদের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করছে। রাজউকের অনুমোদন ছাড়াই বিজিএমইএ ভবন নির্মাণ করা হয় , তাহলে কেন আমাদের প্রধানমন্ত্রী দয় এর উদ্ভোধন করেছিল
সুত্র: ইত্তেফাক
২| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০০
চাঁদগাজী বলেছেন:
বাড়ী ভাংগবে কেন, বিজিএমইএ মালিকানা হারাবে, বাড়িটির মালিক হবে সরকার।
৩| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো হচ্ছে সব লোক দেখানো। কত আইনের প্রতি শ্রদ্ধা রাখে সরকারগুলো! দোষী সাব্যস্ত হওয়ার পরও মন্ত্রীত্ব যায় না মোফাজ্জল হোসেন মায়া'র। বিশ্বজিতের খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। রায়ের কারণে এর আগে র্যাংকস টাওয়ার ভেঙেছিল। অথচ যখন এত বড় ভবন উঠছিল তখন কোন পক্ষ থেকে আপত্তি তোলা হয়নি। সমস্যা নেই। আমাদের কাছে তো ৪০০০ কোটি টাকাও তেমন কিছু না...
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২১
সত্যের পক্ষ আসুন বলেছেন: আসলে আমরা অভাগা দেশের অভাগা জাতি
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪০
রুরু বলেছেন: এসব চিন্তা করে লাভ নাই।