নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সত্যকে চিনি

সত্যের পক্ষ আসুন

সত্যের পক্ষ আসুন › বিস্তারিত পোস্টঃ

শরীরে হঠাৎ সাদা দাগ! মুক্তি পেতে ঘরোয়া উপায়

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯

অনেকের হঠাৎ করেই হাতে, মুখে বা ত্বকের বিভিন্ন জায়গায় সাদা দাগ দেখা যায়। আর এই জন্য যেতে হয় ডাক্তার কাছে। আছে লেজার ট্রিটেমন্টও। তবু মনে হতেই পারে কম বাজেটে যদি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেত। যদি ঘরোয়া উপায়ে দাগ থেকে মুক্তি মিলত। কে বলেছে নেই! জেনে নিন যা করবেন-

১. নারকেল তেল: ত্বকের যেকোন সমস্যা সমাধানেই নারকেল তেল অব্যর্থ। ত্বকের যে অংশ সাদা হয়ে গিয়েছে, দিনে তিন থেকে চারবার সেখানে নারকেল তেল লাগিয়ে হাল্কা করে ম্যাসাজ করুন। দেখবেন সাদা দাগ আস্তে আস্তে হাল্কা হয়ে আসছে।
২. তামা: শরীরে তামা ঘষতে হবে না। তবে শরীরে মেলানিন তৈরি করতে তামার জুরি নেই। রাতভর তামার কোন পাত্রে পানি ভরে রাখুন। পরদিন সকালে খালি পেটে সেই পানি খান। কিছুদিনের মধ্যেই পার্থক্যটা নজরে আসবে।
৩. নিম: রক্তকে পরিশ্রুত করতে নিমের নাম নেন না এমন বাঙালি পাওয়া ভার। চর্মরোগেও নিম পাতা বিশেষ কার্যকরী। বাটারমিল্কের সঙ্গে নিমপাতা বাটা মিশিয়ে সাদা দাগের উপর লাগান। ভাল করে শুকিয়ে গেলে পরিষ্কার করে নিন। চাইলে নিম তেলও ব্যবহার করতে পারেন।
৪. হলুদ: ত্বকের সংক্রমণে আরেক অব্যর্থ হলুদ। সর্ষের তেলের হলুদ গুঁড়ো মিশিয়ে তা সাদা অংশে প্রয়োগ করুন। দিনে দু’বার এই প্রলেপ লাগান।
৫. অ্যাপল সিডার ভিনিগার: পানির সঙ্গে কয়েক ফোঁটা অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে ত্বকে লাগান। সঙ্গে এক গ্লাস পানিতে এক চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে খান।
৬. কালো তুলসি: কালো তুলসির পাতা বেটে ত্বকের সাদা অংশে লাগান। উপকার পাবেন। সূত্র: সংবাদ প্রতিদিন।

বিডি প্রতিদিন/এ মজুমদার
সুত্র: বাংলাদেশ প্রতিদিনবাংলাদেশ প্রতিদিন- See more at: Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

২| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

হাতুড়ে লেখক বলেছেন: ও।

৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

জুন বলেছেন: আজকের বাংলাদেশ প্রতিদিনে দেখলাম ।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৬

সত্যের পক্ষ আসুন বলেছেন: আমি বাংলাদেশ প্রতিদিন থেকেই নিয়ে শেয়ার করছি

৪| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

ওমেরা বলেছেন: আসলে এই রোগটা কোন চিকিৎসা নেই । আমার এক আত্বীয়ের এটা আছে সে অনেক বড় বড় চর্ম ডাক্তার যেমন দেখিয়েছে ঘরোয়া সব পদ্ধতি ব্যবহার করেছে কোন কাজ হয়নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.