নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সত্যকে চিনি

সত্যের পক্ষ আসুন

সত্যের পক্ষ আসুন › বিস্তারিত পোস্টঃ

পরিবহন সেক্টরে নিরব চাঁদাবজি !

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৮

বর্তমানে ঢাকা শহরে পাবলিক পরিবহনগুলো নিরব চাঁদাবাজি শুরু করেছে ! নিম্ম ভাড়া ১০ টাকা ! যেখানেই নামবেন? বর্তমানে বাসগুলো নতুন ভাড়া নির্ধারন করেছেন মিনিমাম ভাড়া ১০ টাকা ! আগে ছিল মিনিমাম ভাড়া ৫ টাকা এখন ১০ টাকা !। হঠাৎ আমাদের আয় কি দ্বিগুন হয়েছে যে ভাড়া ১০০ ভাগ বাড়বে? এটা কি মগের মুল্লুক যে ১ কিলোমিটার বা তার কম গেলেও ১০ টাকা দিতে হবে! আজ সন্ধার পর গুলিস্তান থেকে লোকাল বাস (ইটিসি পরিবহন) করে বাংলামটার নাম আর ভাড়া দাবি করে ১০ টাকা ! আমি ভাড়া নিয়ে কিছুটু বাক বিতন্ডা করলেও কেউ তেমন সারা দেয় নি ! আর কি করার পরে ১০ টাকা ভাড়া দিয়ে নেমে পরি। দেশে কি আইন নেই । এভাবে কি বাসমালিকরা ভাড়া বাড়তে পারে? যখন তেলের দাম বাড়ে তখন একবার বাস ভাড়া বাড়ে আবার যখন গ্যাস এর দাম বাড়ে আবারও দাম বাড়ে ! এ যেন মগের মুল্লুক! সরকার আছে তার ক্ষমতার জন্য আর আমরা পাবলিক মরি কষ্টের জেরে? আসুন সবাই এর প্রতিবাদ করি ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:



পরিবহন সেক্টর দেশের অর্থনীতির একটি মুল সেক্টর; এটাকে মানুষের সাধ্যের ভেতর রাখার জন্য, ও লাভজনক করার জন্য, যাত্রীদের সমবায়ের অধীনে আনা দরকার; পুরো যাত্রীবহন ফাইন্যান্সকে "সমাবায়ের" অধীনে আনার ব্যাপারে আপনার মতামত কি?

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৪

সত্যের পক্ষ আসুন বলেছেন: যদি আমাদের (পাবলিক) তথা দেশের ও দশের ভাল হয় , তা অবশ্যই করা উচিত

২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:০১

সুমন কর বলেছেন: আমরা পাবলিক মরি কষ্টের জেরে X((

৩| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



এই সেক্টরটির মালিক যাত্রীরাই হওয়া উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.