![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখন কি যে হয় ,তা্ই কোন সামান্য অসুখও অবহেলা নয়। আমি আজ এক রুগীকে দেখতে গেলাম হাসপালালে । ভদ্র লোকের একটা কিডনীতে টিউমার ধরা পরায় সার্জারী করে বাদ দিতে হয়েছে। আমি রুগীর মারফত জানতে পারলাম যে ,কিছু দিন আগে প্রসাবের সাথে রক্ত যাওয়ায় ডাক্তার দেখায় আর কিডনীতে টিউমার ধরা পরে। পরে আমি আরো জানলাম যে ,বছর খানেক থেকে নাকি মাঝে মাঝে কোমর ব্যাথা করত তাই আর ডাক্তার দেখায়নি ! পরে যখন পুরোপুরি কিডনী নষ্ট হয় তখন ডাক্তার দেখার আর ধরা খায়। তাই যদি এ রকম মাঝা ব্যাথা করে তবে ডাক্তার দেখানো উচিত আর মাঝে মাঝে কিডনীর টেস্ট করা উচিত।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত