নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সত্যকে চিনি

সত্যের পক্ষ আসুন

সত্যের পক্ষ আসুন › বিস্তারিত পোস্টঃ

পায়ে পানি আসা নিয়ে আতঙ্কিত হবেন না

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৪

পা ফুলে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ভাবেন হয় তো শরীরে রস নেমেছে অথবা কিডনি খারাপ হয়ে গেছে। তবে পা ফোলা বা পায়ে পানি আসার কারণ কখনো খুব সাধারণ বা জটিল সমস্যার লক্ষণ হতে পারে।

বয়স্ক ব্যক্তি, বিশেষ করে নারীদের, ওজনাধিক্য, মাসিক চলাকালে, গর্ভাবস্থায়, দীর্ঘ সময় যানবাহনে বসে বা দাঁড়িয়ে থাকলে অনেকের পায়ে পানি নামতে পারে। এই সমস্যা সাময়িক এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। পা উঁচু করে শুয়ে থাকলে এই সমস্যা এমনিতেই চলে যায়।

কিডনি ও যকৃতের সমস্যা হলে পায়ে পানি আসে যা অনেক সময় গুরুতরও হতে পারে। এর সঙ্গে অরুচি, বমি ভাব, দুর্বলতা, পেট ও মুখে পানি আসা, প্রস্রাবে সমস্যা ইত্যাদি লক্ষণও থাকে। দীর্ঘদিনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোনের সমস্যা থাকলে পায়ে পানি আসতে পারে। কিছু কিছু ওষুধ সেবন যেমন- ব্যথানাশক, জন্মনিয়ন্ত্রণ বড়ি, উচ্চ রক্তচাপে ব্যবহূত অ্যামলোডিপিন, ডায়াবেটিস ব্যবহূত পায়োগ্লিটাজন, ইনসুলিন ইত্যাদি পায়ে পানি আসার কারণ হতে পারে।

তবে সাধারণত উপরোক্ত কারণে পা ফুলে গেলে সঙ্গে ব্যথা থাকে না। তবে হঠাত্ করে পায়ে তীব্র ব্যথা ও চামড়া লাল হয়ে ফুলে গেলে সচেতন হওয়া উচিত। এছাড়া যে কোনো কারণেই পা ফুলে যেতে পারে বা পায়ে পানি আসতে পারে। তাই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যথাযথ কারণ নিরীক্ষণ করে চিকিত্সা নেয়া উচিত।

সুত্র: ইত্তেফাকইত্তেফাক

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


দরকারী তথ্য, আমি এ নিয়ে কিছুটা চিন্তিত।

পা ফুলে গেলে, ফুটবলে লাথি দিলে, বলের বেগ বাড়ার সম্ভাবনা আছে?

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১২

সত্যের পক্ষ আসুন বলেছেন: ভাই এইডা কিতা কন

২| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ!:)


প্রিয়তে রেখে দিলাম!:)

৩| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রয়োজনীয় পোস্ট।

ধন্যবাদ সত্যের পক্ষ আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.