![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন আমরা বার্মিজ আচার, বার্মিজ রুই,জুতা ও অন্যান্য প্রোডাক্ট ক্রয় করা বন্ধ করি। রোহিঙ্গারা মূলত আরাকান রাজার রাজ্য উদ্ধার ও পরবর্তীতে রাজার দেহরক্ষী হিসেবে বার্মায় গিয়েছিল এবং কৃতজ্ঞতাস্বরুপ মধ্যযুগের আরাকান রাজারা মুসলিম উপাধী গ্রহণ করতেন। এছাড়াও বাণিজ্যিক কারনে অনেকে আরাকানে গিয়েছিল । আসলে পৃথিবীর বেশীরভাগ মানুষই স্থানান্তরিত হয়ে নতুন নতুন সভ্যতা সৃষ্টি করেছে। ইন্ডিয়ান লিজেন্ড কারিনা কাপুর,ঐশ্বরিয়া রাই,শহীদ কাপুর সহ সুন্দর মানুষগুলি সমস্ত পৃথিবীতে ইন্ডিয়ান সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে, আসলে কি তারা খাটি ইন্ডিয়ান, উত্তর হল মোটেও না। এইসব সুন্দর চেহারার মানুষগুলিকে প্রাচীন ভারতের ইতিহাসে আর্য হিসেবে বর্ণনা করা হয়েছে যারা মূলত মধ্য ও পশ্চিম ইউরোপ হতে ইরান হয়ে একটা অংশ ভারতে এসেছে। যারা হিন্দুধর্মে জাতপাত ও ঝাকঝমপূর্ণ পূজা অর্চনার সূত্রপাত ঘটিয়েছে। আসলে খাঁটি ইন্ডিয়ান হল দক্ষিণ ভারতের কালো মানুষগুলি যারা ইন্ডিয়া ইন্ডিয়া বলে অহিন্দুদের নিষ্পেষিত করার পরিকল্পনা করে না কিংবা দাঙ্গা লাগানোর পায়তারাও আঁটে না। ঠিক একইভাবে অসভ্য বার্মিজরা তিব্বত থেকে মায়ানমার এসে বসতি স্থাপন করেছে এবং একই ঘটনা আজকের আমেরিকান সভ্যতার ক্ষেত্রেও যেখানে আদি অধিবাসী রেড ইন্ডিয়ানরা নির্যাতিত নিষ্পেষিত হতে হতে একটা সময় বাস্তবতা মানতে গিয়ে এখন বিলুপ্ত হতে চলেছে। মোদ্দাকথা, সব ঝামেলার সূত্রপাত হয় মূলত বাহির হতে আসা মানুষের দ্বারা যাদের গ্রামে গঞ্জে অসুন্দর একটা শব্দ দ্বারা বিশেষায়িত করা হয়। প্রকাশ করা আবশ্যক যে, এই বাহির হতে আসা মানুষগুলি ভাল ও খারাপের অদ্ভুদ এক মিশ্রণ যারা বেশীরভাগ ক্ষেত্রে সভ্যতা গড়ে তুলেছে ও বিকশিত করেছে ।
©somewhere in net ltd.