নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষকের সন্তান সারোয়ার

আমি এক যাযাবর প্রেমী মানুষ। আমি যাযাবরদের ভালোবাসি। আমি মনে করি কোন পুরুষ'কেই গৃহে না থেকে বেরিয়ে পরা উচিত। আমি অনেকটাই মুক্ত মনের মানুষ না। কিন্তু যারা নিজেদের মুক্ত মনের মানুষ বলে দাবী করে, তাদের দেখলে আমার হাসি পায়। দিনে দিনে ভন্ড কম দেখিনিতো। আমি নিজেওতো একটু ভন্ড টাইপের, তাই চিনিতে ভুল করিনা বন্ধুরা। তবে আমি সমাজের উঁচু তলার চেয়ে নিচু তলার মানুষদের সাথে মিশতে আরাম বোধ করি। নিজেও উঁচু তলার না কিনা। ভালোবাসি মানবতাকে, গাল ভরা বুলি না।

কৃষকের সন্তান সারোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রগতিশীলতা বনাম প্রতিক্রিয়াশীলতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

এক দল আর এক দলকে দেখতে পারেনা। কিন্তু প্রথম দল উদার মানসিকতার ধারক প্রচার করা অবস্থায় কেন ২য় দলকে দেখতে পারেনা?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

এম আর সুমন বলেছেন: কেউই উদার না।অনেকে হয়তো মোটা দাগে চিন্তান করলে একথা বরতে পারেন যে এই দুই ধরনেরই দল এদেশে টিকে থাকবে। কোনো আওয়ামী লীগ বা বিএনপি থাকবে না। তবে বর্তমান অবস্থা ভিন্ন । এদেশের মানুষ কখোনো বামদের পছন্দ করেনি। আর জামাতেরও ভোট নাই। একটা দল তো নৌকায় চেপে, নির্লজ্জ বেহায়ার মত এখন মন্ত্রী হয় আর একটা দল ধানের শীষের সাথে আছে। আর স্বাধীনতা বিরোধীতার প্রশ্নে এরা একই যায়গায় অবস্থান করে। গনফোরাম তো এদশের স্বাধীনতার বিরোধীতা করেছিল। সেটা কি প্রগতিশীল দল না?

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

কৃষকের সন্তান সারোয়ার বলেছেন: তুড় বড়ি খাড়া, খাড়াবড়ি তুড়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.