![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্তব্যহীন যাত্রা, লক্ষ্যের সন্ধানে ছুটছি , মায়া, ভালবাসা আর বাস্তবতার বন্দরে নৌকা ভিড়াই কিন্তু লক্ষ্যের দেখা পাইনা, আবারো ছুটে চলি দিক হারা নাবিকের মত ------চলার পথে ছায়া হয়ে থাকে মানুষের অপার মমতা আর ভালবাসা।
ব্লগার ইমন জুবায়ের ভাই। গতকালও ছিলেন আমাদের মাঝে, ওনার লেখা গল্পে কমেন্টের উত্তর দিলেন কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। শান্তিময় হোক তার ওপারের জীবনটা। তিনি তার সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন বাংলা ব্লগার ও পাঠকের মাঝে। তার কথা গুলো মনে থাকবে অনেক অনেক দিনঃ
"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।"
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
লক্ষ্যহীন বলেছেন: সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
লক্ষ্যহীন বলেছেন: ভাল প্রস্তাবনা অপূর্ন ভাই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।