![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্তব্যহীন যাত্রা, লক্ষ্যের সন্ধানে ছুটছি , মায়া, ভালবাসা আর বাস্তবতার বন্দরে নৌকা ভিড়াই কিন্তু লক্ষ্যের দেখা পাইনা, আবারো ছুটে চলি দিক হারা নাবিকের মত ------চলার পথে ছায়া হয়ে থাকে মানুষের অপার মমতা আর ভালবাসা।
দেশে খুব শীত পড়েছে, ইউরোপের শীতও কেন যেন এত গায়ে লাগেনি কারন হয়তো রুম, ইঊনিভার্সিটি, বাস, ট্রাম বা ট্রেন সব জায়গাতেই হিটার ছিল। সারাদিন ঘরের মধ্যে আবদ্ধ থেকে ভাল লাগে না সন্ধায় শরীর মন আনচান করতে থাকে বাইরে যাবার জন্য। দেশে এসে দুইবার চরম ঠান্ডায় আক্রান্ত হয়েছি। বাবা-মা এর নিষেধ স্বত্তেও বের হই সন্ধায়, কুয়াশাচ্ছন্ন সোডিয়াম আলোয় চিরচেনা জন্মান্তরের বাধনে বাধা এই শহরের অলি গলিতে ঘুরে বেড়াই আর ফিরে যাই সেই ছোট্ট বেলার দিন গুলোয়। বন্ধু বান্ধব সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেউ বিসিএস ক্যাডার, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, চাকুরীজিবী-সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত। এক প্রকার নিঃসঙ্গ জীবন কাটছে দেশে। একদিক থেকে ভালই হয়েছে, এর আগে কখনোই আত্মীয় স্বজনদের সাথে এত ঘনিষ্ঠ সময় কাটানো হয়নি যা এখন হচ্ছে, ছোট ভাই বোন গুলোর আনন্দের সীমা নেই। আর বংশের বড় ছেলে হিসাবে সবাই মাথায় তুলে রাখছে। জাতিসংঘের চাকরী ছেড়ে বাড়ি আসা পরিবারের কারনেই, ইচ্ছা দেশে ৩ বছর থাকা তারপর আবার একটা উচ্চতর ডিগ্রি নিয়ে অন্য কোন দেশে পাড়ি দেওয়া। দেশের বাইরেওতো মন টেকে না, চারদিকে শুধু শুন্যতা যেন কিসের। যে দেশের জন্য সারাক্ষন মনটা আকুপাকু করত, সেখানে ৫ বছর পর ফিরে মনে হচ্ছে অনেকটা অচেনা, মন টেকে না- আর দেশের রাজনৈতিক পরিস্থিতিটাও কখনও ভাল লাগেনি এখন যেন আরও অসহ্য লাগছে। ভাল জব আর দু-তিনটা ভাল
অফার ছেড়ে দিয়ে দেশে আসাটা চরম বোকামী হয়েছে- এই কথা পরিবার ছাড়া আর পরিচিত সবারই বদ্ধমূল ধারনা। যার ফলে গত ৩১শে ডিসেম্বর যখন উচ্চতর ডিগ্রীর জন্য ভাল একটা অফার পেলাম ইঊএসএ থেকে সেটা শুধু মাত্র বড় আপুকে ছাড়া আর সবার কাছেই গোপন করে গেলাম। অনেকটা দোটানায় ছিলাম গত এক সপ্তাহ। কিন্তু গত দুদিন থেকে খুব ভালই লাগছে, কেন যেন এক অন্য ধারনার উদয় হয়েছে। মনে হচ্ছে এত কিছুর পিছনে ছুটে লাভ টাকি ? আমার কি হতাশ বা দুখী হওয়া মানায় !!! না কোন ভাবেই না, একসময় যে সব জিনিস ছিল স্বপ্নাতীত, সেগুলো এখন হাতের মূঠোয়। এখনও বিগত ৫ বছরের জীবন মনে হয় যেন স্বপ্ন। এসেছে অনেক অনেক সাফল্য, সন্মান আর মানুষের অপার ভালবাসা। হয়ত বাবা-মা, আত্মীয় স্বজন আর অনেক কৃতজ্ঞ মানুষের দোয়ার কারনের পথটা এত সুগম হয়েছে। এই মায়ের হাতের রান্না, বাবার সাথে ভবিষ্যতের প্লান, বড় বোনের গিফট, মেজ বোনের রকমারী রান্না, বড় খালার বানানো আচার, ছোট খালার নিজ হাতে পেড়ে আনা গাছের বড়ই, মামাদের সমীহভরা তুমি সম্বোধন, ছোট ছোট মামাতো খালাতো ভাই বোনদের কলকাকলি, আর একমাত্র খুব আদরের ছোটভাই আর বোনের সলজ্জ-ভীতু আবদার আর অনেক শুভাকাঙ্ক্ষী মানুষের সহযোগিতার হাত দেখে মনে হয় জীবনটা অনেক অনেক সুন্দর, মধুময়। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে। প্রত্যাশার ক্ষীন কান্নাকে বাদ দিয়ে প্রাপ্তির হিসাবটাকে বড় করে দেখলেই মনে হয় জীবনটাতো অনেক সুখের। একটু ভালভাবে তাকালেই চারপাশেই সুখ খুজে পাওয়া যায়, এর জন্য দেশান্তরী হতেই হবে এমন কোন কথা নেই।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
লক্ষ্যহীন বলেছেন: হ্যা তারাম্মুম, করেছি। অনেক মানুষকে শীতের কাপড় দান করেছি যাদের সামর্থ্য নেই। বিদেশে যাবার আগে আমি থার্টি ফার্স্ট নাইট পালন করতাম রেল স্টেশনে শীতের কাপড় বিলি করে। আমার আম্মাও দিল দরিয়া মানুষ, অপার হাতে দান করতে থাকে। তিনি শুধু আমার কাছে আবদার করেন কোন দুঃস্থ মানুষের কি লাগবে এই নিয়ে আর আমি সেটা বাস্তবায়ন করার ব্যাবস্থা করি। এই সন্ধায় আমাকে বলল, এক মহিলার ৭ মাস বয়সী বাচ্চাটা পেটেই মারা গেছে। এখন ক্লিনিকে আছে অপারেশন করতে হবে, ৩/৪ হাজার টাকা লাগবে। কিন্তু তাদের টাকা নেই, খুব কান্নাকাটী করতেছে। মানুষের জন্যই তো মানুষ, সুতরাং বললাম অপারেশন হবে। ইনশাল্লাহ কাল সকালেই।
আপনি আমার এই পোষ্টটিও এবং এই পোষ্টটি দেখুন ।
সরি,অনেক কথাই বলে ফেললাম নিজের। যাস্ট ক্লিয়ার করলাম আপনাকে। আর ধন্যবাদ আপনাকে এই মহৎ পরামর্শের জন্য, এই প্রথম কেউ এরকম কমেন্ট করল। আর আপনার পোষ্টটা দেখলাম আজ, খুব ভালো লিখেছেন। কমেন্ট করেছি সেখানে। ভাল থাকুন সুস্থ থাকুন।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
তারান্নুম বলেছেন: ভাল লাগলো।খুব ভালো লাগলো।সবাই আপনাদের মতো হোক,দোয়া করি।আমারতো আজকাল কেউ কিছু করেনা মনে করে হতাশ লাগছিলো।আপনাদের কথা শুনে মনটা ভাল হয়ে গেছে।অনেক ভাল থাকুন।
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
লক্ষ্যহীন বলেছেন: নাহ ভাই, আমার মত হবার দরকার নেই কারো। তারা তাদের মতই থাকুক কিন্তু ভাল কাজ করুক যার যার সাধ্যমত। আমি এই দিক থেকে কখনও হতাশ হই না। হীনমনা, লোভী, অসৎ, বাটপার, অকৃতজ্ঞ অজস্র মানুষের ভীড়েও আমি কিছু ভাল মানুষ পেয়েছি যাদের দেখে সব খারাপ মানুষগুলোকে ভুলে গেছি। এখনও আমাদের চারপাশে অনেক ভাল মানুষ আছে । ধন্যবাদ তারাম্মুম , ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
তারান্নুম বলেছেন: এই শীতে দেশের গরীব মানুষগুলোর জন্য কিছু করেছেন কি?দয়া করে যতদূর পারা যায় করুন।