| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্যহীন
গন্তব্যহীন যাত্রা, লক্ষ্যের সন্ধানে ছুটছি , মায়া, ভালবাসা আর বাস্তবতার বন্দরে নৌকা ভিড়াই কিন্তু লক্ষ্যের দেখা পাইনা, আবারো ছুটে চলি দিক হারা নাবিকের মত ------চলার পথে ছায়া হয়ে থাকে মানুষের অপার মমতা আর ভালবাসা।
(১)
আজ ছিল এস এস সি পরীক্ষা কিন্তু হবে না পিছিয়ে শুক্রবার করা হয়েছে কারন দেশদরদী মানুষেরা জাতীর কান্ডারীদের (!!!) বাচাতে হরতালের ডাক দিয়েছে। গতকাল এক বড়ভাইকে বলছিলাম যে, আমি যদি এখন এস এস সি শিক্ষার্থী হতাম তবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে রওনা হতাম, দেখতাম পিকেটাররা আমাকে আঘাত করে কিনা। উত্তরে বড়ভাই বলল, বাজে কথা বল না, আমি তো আমার সন্তানকে কখনও এই পরিস্থিতিতে বাইরে পাঠাবো না যদি তাতে ওর এস এস সি পরীক্ষা দেওয়া নাও হয়, আর তুমি এখন এরকম বলছ-কিন্তু নিজের সন্তান হলে তুমি আমার মতই বলতে। আসলে যে রাজনীতি সুস্থ শিক্ষার পথে অন্ত্ররায় তা কখনও দেশের স্বার্থসিদ্ধ হতে পারেনা। এরকম কি করা যায়না, যে সকল শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কার্যক্রম ও মেডিকেল হরতালের আওতামুক্ত থাকবে ?? ![]()
![]()
![]()
(২)
আমার এক জাপানীজ বন্ধু আজ ভোরে আমাকে মেইল করেছে। সে বাংলাদেশ ভ্রমন করতে চায় তার একটি প্রজেক্টের কাজে এবং সেটা তার জন্য খুবই জরুরী। সে আগে একবার আসতে পারেনি হরতালের কারনে। সে আমার কাছে এই মাসের হরতালের ক্যালেন্ডারটা চেয়ে পাঠিয়েছে। সুতরাং কারো কাছে এরকম কোন ক্যালেন্ডার থাকলে দয়া করে অতি সত্বর শেয়ার করার জন্য অনুরোধ করছি। বা আমাদের দেশদরদী রাজনীতিবিদ দের কে অনুরোধ করছি, আপনারা বছরের শুরুতেই আপনাদের সকল মহান (!!!) কার্যক্রমের একটি ক্যালেন্ডার প্রনয়ন করে বাজারে ছেড়ে দিন। আমরা আমজনতা টাকা দিয়ে সেটি কিনে পরম যত্নে ঘরের দেয়ালে টানিয়ে রাখব।![]()
![]()
![]()
(৩)
আমার এক আমেরিকান বান্ধবী গত মাসে আমাকে অনুরোধ করেছে, আমি কখন ফ্রী থাকবো জানাতে কারন সে বাংলাদেশ ঘুরে দেখতে চায়। কিন্তু আমি তাকে এখনও জানতে পারিনি। নিজের ব্যাস্ততাতো আছেই সাথে দেশের যে পরিস্থিতি তাতে কিভাবে আসতে বলি ![]()
![]()
। সেদিন মেইল দিয়ে জানতে চেয়েছে, "তুমি কি খুব ব্যস্ত ? যদি তাই হয় তবে আমি আমার মত এসে ঘুরে যাব"। আমি বললাম, আসলে দেশের পরিস্থিতি এখন ভাল না। তোমার মালের নিরাপত্তা দিতে পারলেও জানের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় আমার পক্ষে ।![]()
![]()
এরকম কি কোন নিয়ম আছে যে হরতালে বিদেশীদেরকে কোন ক্ষতি করা হবে না বা তাদের বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। আমি কিন্তু দেখেছি থাইল্যান্ডে, ওদের রাজনৈতিক আন্দোলনের সময় ফরেইনার বা টুরিস্টদের কে কোন প্রকার বাধা দেওয়া হত না। আমি এক বিপ্লবীকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এই মহত্ত কেন দেখাচ্ছ ? উত্তরে ও বলল, বিদেশীদের কাছে আমাদের দেশের ভাবমূর্তী নষ্ট করা যাবে না। এই আন্দোলন একান্তই আমাদের নিজেদের ব্যাপার। আমাদের বাংলাদেশের দেশদরদী রাজনিতিবিদদের ভিতরে এই ভাবের উদয় যে কবে হবে !!!! ![]()
![]()
![]()
![]()
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব চেয়ে হাস্যকর লাগে যখন দেখি শিবিররা পুলিশকে পিটিয়ে শুইয়ে ফেলছে মাটিতে।
এই সব বাল ছেড়া লোকদেরকে কেন পুলিশে বাহিনীতে রাখে?
এদেরকে চৌকিদার বাহিনীতে নেয়া হোক।