নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্যহীন

ইহা কঠোরভাবে একটি রাজনীতি মুক্ত ব্লগ ।।

লক্ষ্যহীন

গন্তব্যহীন যাত্রা, লক্ষ্যের সন্ধানে ছুটছি , মায়া, ভালবাসা আর বাস্তবতার বন্দরে নৌকা ভিড়াই কিন্তু লক্ষ্যের দেখা পাইনা, আবারো ছুটে চলি দিক হারা নাবিকের মত ------চলার পথে ছায়া হয়ে থাকে মানুষের অপার মমতা আর ভালবাসা।

লক্ষ্যহীন › বিস্তারিত পোস্টঃ

মোমশিখা থেকে দাবানল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১



তখন ইঊনিভার্সিটিতে পড়ি, রক্তে উন্মাদনা, অন্যায় আর অবিচার দেখলে রুখে দাড়াই। ক্লাস শুরুর একমাস পরেই ছাত্রীদের নতুন হলের দাবীতে ইঊনিভার্সিটির শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়াটা ছিল কতৃপক্ষের কাছে চরম অপরাধের। কোন রাজনৈতিক মতাদর্শের নয়, শুধু ন্যায় প্রতিষ্ঠার ইচ্ছা থেকেই মনের ক্রোধ বেরিয়ে আসত ভাষা হয়ে। কোন রাজনৈতিক ব্যানার কখনোই ভাল লাগেনি। সুতরাং হয়ে গেলাম ঝামেলাহিন জীবনাযাপন কারী সাধারন জনতার এক ওঙ্কার, শুধু মনে মনে পোষন করতাম মিথ্যা, দূর্নীতি আর সূযোগ সন্ধানী ব্যাক্তি ও রাজনীতির প্রতি এক চরম ঘৃণা। আর মনে মনে আশা ধরে রাখতাম যে এই শিক্ষিত সচেতন ব্লগ ইন্টারনেট ভিত্তিক যুব সমাজ একদিন সকল মিথ্যা, দুর্নীতি, শঠতা ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবে। সেই বায়ান্ন, ঊনসত্তর, একাত্তরের মত যুবসমাজ মিথ্যার বেড়াজাল ছিড়ে আবার জেগে ঊঠবে, নেমে আসবে মাঠে, খড় কূটোর মত ভাসিয়ে নিয়ে যাবে অন্যায়ের সিংহাসন। ২০১৩ যেন তারই প্রতিফলন। গত দুইদিন শাহবাগ স্কয়ারে শামিল হলাম, কারন এ জমায়েত কোন রাজনৈতিক মতধারার জমায়েত নয়, এ জমায়েত মিথ্যা আর চক্রান্তের বিরুদ্ধে ফুসে ওঠা জাতীর বিবেকের জমায়েত। এক দুই তিন করে ব্লগারদের ডাকে জড় হওয়া তরুন জনতার জমায়েত এখন লক্ষ মানুষের সোচ্চার হুঙ্কার, যেন দেওয়ালে পীঠ ঠেকে যাওয়া সব সাধারন মানুষও জেগে ঊঠেছে তরুন সমাজের সাথে। ছোট্ট সন্তানের অমঙ্গল বা বিপদের আশংকায় ভীত বাবা মা, সকল ভয় কে তুচ্ছ করে তাদের হাত ধরে সামিল্ হয়েছে এই গন জমায়েতে। দেখলাম বাবা ও ৩/৪ বছরের পুত্রের উভয়ের মাথায় বাংলাদেশের পতাকার ব্যান্ড বাধা, দুজনেই এসেছে এই জমায়েতে একাত্ততা ঘোষনা করতে। সন্তানকে কাধে নিয়ে বাবার মুষ্টিবদ্ধ হাত কন্ঠের শ্লোগানের সাথে সাথে বার বার উর্ধে জেগে ঊঠছে। এরকম অগুনিত জনতা, তরুন তরুনী পুরুষ-মহিলা-বৃদ্ধ-বৃদ্ধা সবাই জড় হয়েছে শাহবাগ স্কয়ারে। সবার মুখে এক কথা, বীর বাঙালির হাতিয়ার/গর্জে ওঠ আরেকবার; মারার হাতিয়ার/গর্জে ওঠ আরেকবার; সমঝোতার আস্তানা/ভেঙে দাও গুঁড়িয়ে দাও; সাম্প্রদায়িকতার আস্তানা/ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও; জ্বালো-জ্বালো/আগুন জ্বালো; পাকিস্তানের প্রেতাত্মা /পাকিস্তানেই ফিরে যা; লাখো শহীদ ডাক পাঠালো/সারা বাংলায় খবর দে;শহীদের রক্ত/ বৃথা যেতে দেব না; তোমার আমার ঠিকানা/ শাহবাগ-শাহবাগ; এ রকম বিভিন্নপ্রকার শ্লোগানে গর্জে ঊঠছে পুরো এলাকা। পৃথিবী জুড়ে অজস্র আন্দোলনের ডাক দিয়েছিল এই তরুন সমাজ। কোরিয়া, চীন, যুগোশ্লভিয়া, কানাডা, জার্মানী, মিশর এর মত আমাদের ছাত্র-তরুন সমাজও বার বার গর্জে ঊঠেছে সকল অন্যায় আর অবিচারের বিরুদ্ধে যা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। গতকাল বইমেলায় যাবার পথে সোহরাওয়ার্দী উদযানের সামনে দেখলাম ইতিহাস ভিত্তিক এক প্রদর্শনী যেখানে বৃটিশ আন্দোলন থেকে শুরু করে পাকিস্থান,স্বৈরাচার, আর্মী হঠাও- সকল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমাদের তরুন ছাত্র ও ছাত্রী সমাজ। খুটিয়ে খূটিয়ে দেখছিলাম সাদাকালো মুখের অভিব্যাক্তি যা এক অদমনীয় ঐশ্বরিক শক্তির প্রতিফলন। ঠিক এইরকম মুখচ্ছবি বাস্তবে দেখতে পেলাম শাহবাগ স্কয়ারে আন্দোলনরত ভাই বোনেদের মুখে। রক্তে আগুন ধরিয়ে দেওয়া শ্লোগানে গর্জে ঊঠছে তাদের অক্লান্ত হার না মানা সম্মিলিত কন্ঠগুলো। মোমবাতির শিখা দিয়ে শুরু হওয়া এ আন্দোলন এখন দাবানলে রুপ নিয়েছে যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সারা দেশব্যাপী এই দাবানল প্রতি মূহুর্তে ছড়িয়ে পড়ছে। জেগে ঊঠছে ছাত্র-ছাত্রী, তরুন সমাজ। ক্ষুদ্র মোমের আলো এখন ধারন করেছে এক অমিত সূর্যের শক্তি, যার আলো ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়ার আনাচে কানাচে, যেন একে একে ঘুম ভাঙ্গিয়ে দিচ্ছে আফিম ইঞ্জেকশন দেওয়া খাচায় বন্দী সার্কাসের সিংহ গুলির, ভয়াল থাবায় খাচা ভেঙ্গে বেরিয়ে আসছে, প্রলয়ংকারী হুঙ্কারে প্রকম্পিত করছে বাংলার আকাশ বাতাস। জীবনান্দ দাশের কবিতার কয়েকটি চয়নের সাথে মিল রেখে শেষ করলাম আমার এই ব্যক্ত অনুভুতি-



শহর ও গ্রামের দূর মোহনায় সিংহের হুঙ্কার শোনা যাচ্ছে -

সার্কাসের ব্যথিত সিংহের।

সিংহ হুঙ্কার ক'রে উঠছে:

সার্কাসের ব্যথিত সিংহ,

স্থবির সিংহ এক - আফিমের সিংহ - অন্ধ - অন্ধকার।

সিংহ অরন্যে ফিরে যাবে না আর

যাবে না আর

যাবে না আর............



ছবিসুত্রঃ বাংলানিউজ২৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

নিষ্‌কর্মা বলেছেন: জনতাই ৯৯%

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.