![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am simple and believe Allah and Rasul(s).
""চোরের কোন ধর্ম নাই
লোভীর কোন ভালবাসা নাই ""
চোর সে তো চুরি করে ফেলেছে এখন এই চুরি থেকে বাচার জন্য কতশত মিথ্যা কথা যে সে বলতেছে আর বলবে সে নিজেও জানে না।
এখন যদি তাকে আল কোরান,বাইবেল ও গীতাও দেওয়া হয়।সে ছুঁয়ে প্রয়োজনে মাথায় নিয়ে বলবে আমি চুরি করি নাই,আমি এই কাজটি করি নাই।
আর লোভী কখনোই কাউকে ভালবাসতে জানে না কারন তার হৃদয়টা গিট দেয়া থাকে। সেখানে কারো ভালবাসা কোন আবেগ প্রবেশ করতে পারেনা।
লোভী একসাথে বহুজনকে ভালবাসে
একজনকে বলবে তোমাকে অনেক ভালবাসি।
আরেকজনের কাছে লোভের মাত্রাটা একটু বেশি দেখলে বলবে তুমি আমার জান তুমি আমার জীবন।
আবার আরেকজনের কাছ থেকে যখন লোভের হাতে কলমে কিছু ফল আসতে থাকে। তখন তার বুকে মাথা রেখে বলবে তোমার বুকে আমি মাথা রেখেছি মৃত্যু ছাড়া কেউ তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না।এমন কি তোমার বউ ও সাত বছরের বাচ্চাও পারবেনা তোমাকে আমার কাছ থেকে দুরে সরাতে।
এমনই হয় লোভী মেয়ে মিথ্যা প্রেম।
হা হা হা হা ব্যাখ্যা টা কেমন হলো???????
২| ০২ রা মে, ২০১৬ রাত ২:২৭
রিপি বলেছেন:
লোভী কি শুধু মেয়েরাই হয় ভাইয়া? আমি আপনার পোস্ট পড়ে চোখের সামনে কতগুলো লোভী ছেলেদের দেখলাম। যাদের নীতি অাপনার পো্স্ট এর সাথে পুরোপুরি মিলে যায়। তারা কোন কিছুর নামে কসম কাটতেও দ্বিধাবোধ করেনা। আবার সুযোগ বুঝে সব অস্বিকার করে নেয়। তারপর আবার অন্যের চোখে বুকে মনে মায়া ভালোবাসা খুঁজে পায়। হা হা হা । হায়রে মানুষ।
৩| ০২ রা মে, ২০১৬ রাত ৮:৫২
Dm Sajid বলেছেন: যারা লোভী তারা সবাই এক মেয়ে আর ছেলে কি?বাট এদিক দিয়ে মেয়েরা একটু এগিয়ে আছে।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ রাত ১:৩৬
Dm Sajid বলেছেন: অবশ্য তারা সে পর্যন্ত কারো ভালবাসা বা কাউকে ই পায়না,পায় সুন্দর একটা ঠিকানা। যেই ঠিকানাটা দুটি বিশেষ নামে পরিচয় আছে।