নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপর মানুষ সত্য

মানুষের মাঝে সৃষ্টি কর্তার বসবাস,তাই ধর্ম নয়,মানুষের মানুষিকতা দিয়া বিচার করাই মানুষের কাজ।

ক্রান্তি (সৌরভ)

সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।

ক্রান্তি (সৌরভ) › বিস্তারিত পোস্টঃ

বাস্তব কোনটা- তুমি/আমি

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

বাস্তবতার ফাকফোকরে যেন নিজেই একজন বাস্তবতা।

বাস্তব বলতে যে ধারা বুঝে থাকি বা এতদিন শুনে আসছি সেটা হয়তো বা সঠিক নয়। আজকের বাস্তবতা হয়তো কিছুটা কঠিন ও সত্যি কারের বাস্তবতা।দেশের চলমান অবস্থা দেখে এমন ধারনা যে কেউ করতে পারাটা ভুলের বলে মনে হবে না। বাস্তবতার রোসানলে আজ আমরা সবাই কম বেশি কষ্টে হয়তো কেউ কেউ সুখের সামান্য মুখ দেখছি। তবে সত্যি কথাটা হল, সত্যি কারের মুখ কি আদৌ দেখছি।



এবার আসি বাস্তবতার সংঙ্গাটা আরও একবার মনে করিয়ে দেই।

যাহা কিছু আমার চোখের সামনে ঘটে,যাহা কিছু আমি নিজ চোখে দেখি,যাহা কিছু আমার মধ্যে বিশ্বাস সৃষ্টি করায়, সেটাই প্রকৃত পক্ষে বাস্তবতা।

কোন কোন মানুষ হয়তো বাস্তবতা মানতে চায়, কেউ বা চায় না, এটা দোষের কিছুই না। মানতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে বেশিরভাগ মানুষ তার মুখে এটা বলে সুখ পায় যে, সে একজন চরম বাস্তব বাদী মানুষ। প্রকৃতপক্ষে এমন নাও হতে পারে। বলার মাঝেও যে সুখ আছে,তাদের মুখ খানা দেখলে বুঝা সম্ভব।



সাধারনত কারা বাস্তব বাদী মানুষ-

দীর্ঘ দিনের দেখা/অভিজ্ঞতা বললে ভুল হবে না, যাদের সমাজে আমরা নাস্তিক বলে আখ্যা দিয়ে থাকি। নাস্তিক হল তারা,যারা ধর্মকে বিশ্বাস করে না।এটা আমাদের মত বোদ্ধাদের দেয়া সংজ্ঞা। সত্যিকারে এটা সত্যি সংজ্ঞা কিনা, তা বলা মুসকিল। তবে আমার মতে ,সেই ব্যক্তি নাস্তিক যে সত্যিকারের বাস্তববাদি। বাস্তবতার রোসানলে পরে আজকে আমাদের হাফ ছারার পালা।

রাজনৈতিক অস্থিরতা, খাদ্যের অভাব, টাকার অভাব, সাথে কিছুটা সত্যিকারের ভালবাসার অভাব।

আপনি এখন বেঁচে থাকবেন,কিন্তু সত্যি কারের কিছুই আসা করতে পারবেন না। তাই বাস্তববাদী হয়ে লাভ নাই।

যত মিথ্যা,যত ছল-চাতুরী করতে পারবেন সমাজে আপনার মূল্যায়ন তত বেশি।

বর্তমানের বাস্তব কোনটা ???

তুমি/ আমি ??

দুটোই সত্যি। মেনে নেয়ার প্রবনতা থাকতে হবে।তাছারা এই সমাজে এক তোলাও মূল্য নাই। কে সত্যি সেই বিচারে না গিয়া, কেন সত্যি সরাসরি সেখানে চলে যাই।

আমি মুখে খুব আওরাচ্ছি, আমার মত বাস্তববাদী মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নাই।তাহলে নিশ্বচয় আমি সত্যি।

যখন তুমি বলবা ,সেই একই কথা, তুমি সত্যি।

সমাজে যার টাকা,ক্ষমতা আছে, সেই সত্যি।আমি কিন্তু বর্তমান সমাজের কথা বলছি, এটা ভেবে ভুল করবেন না যে এটাই কি বস্তববাদী হতে গেলে লাগে নাকি।



তবে সবসময় আমার মনে একটা ছোট্ট প্রশ্ন ঘুরপাক খায়, কোনটা সত্যি তুমি/আমি ??

বাস্তবাদির সংজ্ঞাতে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.