নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডুমুর ফুল

মোঃ সাইদুল ইসলাম

মোঃ সাইদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জাকিরের বউ

২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

০১। কিছুই ভাল লাগছিল না গত রাত্রে। মোবাইলটা হাতে নিয়ে বসে কাকে ফোন দেওয়া যায় চিন্তা করছি। নতুন একটা সিম ঢুকিয়েছি। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও জাকিরকে ফোন দিলাম। পরিচয় দেওয়ার পর জিজ্ঞেস করলাম কোথায় তুই?

বাসায়, রান্না করছি?

আমি বললাম তু্ই রান্না করছিস মানে? তোর বউ কোথায়?

সিরিয়াল দেখছে।

আরো কিছুক্ষণ কথা বলার পর শুনলাম তার বউ পাশে এসে বলছে কার সাথে কথা বলছ? প্রায় চিত্কার দিয়ে মোবাইলটা নিজের হাতে নিয়ে আরম্ভ করল হেলো! হেলো! কে কথা বলছ? হেলো! তুমি ঠিক করে বল কার সাথে কথা বলছিলে? হেলো! কে? কথা বলছ না কেন?

আমি কোন শব্দ করলাম না। দেখি কি হয়? কিছুক্ষণ পর লাইন কেটে দিলাম। মোবাইলটাও দিলাম অফ করে। যাহ্ শালার এখন তোরা জামাই-বউ ঝগড়া করতে করতে রাত পার কর।



সিরিয়াল দেখতে দেখতে এই বেটিগুলোর মগজ আসলেই ক্ষয় হয়ে গেছে। মাথার মধ্যে তেলাপোকা বা ইদুর এই জাতীয় কিছু একটা ঢুকে গেছে। কি করা যায় বলতো????

০২। মুখোশ পার্টিতে যাবে জাকির আর তার বউ।

জাকিরের বউ শেষ মিনিটে বললো, সে যাবে না, তার মাথা ধরেছে।জাকির একটা স্পাইডারম্যানের মুখোশ পরে বেরিয়ে গেলো একাই। ঘন্টাখানেক পর জাকিরের বউ মত পাল্টে একটা মুখোশ পরে পার্টিতে গেলো, একা একা জাকির কী করে দেখতে।

পার্টিতে গিয়ে সে দেখলো স্পাইডারম্যানের মুখোশের চারপাশে অনেক মহিলা। জমিয়ে আড্ডা মারছে জাকির। চটে মটে জাকিরের বউও সেই ভিড়ে গিয়ে জুটলো, তারপর এক এক করে মহিলাকে হটিয়ে দিয়ে জাকিরকে দখল করলো সে। নির্জনে জাকির তার কানে কানে কুপ্রস্তাব দিলো। মনে মনে চটে গিয়ে রাজি হলো জাকিরের বউ। ঘন্টাখানেক আদরসোহাগের পর জাকিরকে পার্টিতে রেখেই বাড়িতে ফিরে এলো সে।

গভীর রাতে ক্লান্ত জাকির বাড়িতে ফিরলো।

তার বউ চিবিয়ে চিবিয়ে জানতে চাইলো, পার্টি কেমন হয়েছে। জাকির বললো, 'আরে ধ্যুৎ, খুব বোরিং। আমি আর আমার কয়েকজন বন্ধু কোণার ঘরে বসে তাস খেলেছি।'

'তাই? কোন মজা হয়নি পার্টিতে?'

'একদম না। তবে যে ব্যাটাকে আমার মুখোশটা ধার দিয়েছিলাম, ঐ শালা খুব মজা লুটেছে।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.