নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডুমুর ফুল

মোঃ সাইদুল ইসলাম

মোঃ সাইদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মুসলমান যুবক যুবতীদের একটি ফালতু ধারনা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

প্রায়ই দেখি ফোনের বা ফেসবুকের ইনবক্সে কিছু মেসেজ আসে,যে মেসেজে আল্লাহ তায়ালার নাম বা কালিমা এ ধরনের

ভাল কিছু লিখা থাকে। আর শেষে বলা হয়ে থাকে যে তুমি এই মেসেজটি এত জনকে পাঠালে এত দিনের মধ্যে সুসংবাদ পাবে,আর

না পাঠালে এত দিনের মধ্যে কোন সুসংবাদ পাবেনা। মুসলমান যুবক থেকে তো এমন মেসেজ কত শ' পেয়েছি তা তো হিসাবের বাহিরে,

এমনকি হিন্দুর কাছ থেকেও আমি এই মেসেজ পেয়েছি। জিজ্ঞাসা করা হলে বলে যে আমাকে এক মুসলিম দিয়েছে তাই লাভ হবে মনে

করে আমিও পাঠাইলাম। আজব!কোথায় পেলেন আপনারা এধরনের আজগুবি নিয়ম? ইসলাম ধর্মটাকে কি অনলাইন বিজনেস বানিয়ে

ফেলছেন? যে যত বেশি রেফার করবেন তত ইনকাম বেশি হবে? এগুলো যারা করছেন তারা সবাই ই হয়ত ভাবছেন হতেও তো পারে!

আল্লাহর নাম,কালেমা এগুলো ত ভাল জিনিস! এগুলো পাঠালে সুসংবাদ পাওয়া তেমন অস্বাভাবিক না! কিন্তু সমস্যাটা কোথায় জানেন?

১নাম্বার সমস্যা হল কালেমা বা আল্লাহর নাম পাঠালে সুসংবাদ্বশ

পাওয়া যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা,যা আপনি নির্দ্বিদায় ২০জন লোককে বলে ২০টা কবিরা গুনাহ অর্জন করছেন। ২য় সমস্যা হল

আপনার মেসেজ পেয়ে এক দুর্বল ঈমানদার বেচারা ২০জনকে মেসেজ করে যখন নির্ধারিত সময়ের মধ্যে কোন সুসংবাদ না পাবে

তখন স্বভাবতই তার খারাপ ধারনা আসবে আল্লাহর নাম বা কালেমার উপর,যে এগুলোর কোন কার্যকারিতা যেহেতু নাই সেহেতু

এগুলোর কোন দাম নাই (নাউযুবিল্লাহ) আর যদি সে বিধর্মী হয়ে থাকে তাহলে তো কথাই নেই!তার কাছে ইসলাম ধর্মের ১২টা

বাজিয়ে দিলেন আপনি! ৩য় সমস্যা হল কুরান হাদীসে এ ধরনের ফালতু কোন সিস্টেমের কথা উল্লেখ যেহেতু,সেহেতু

আপনি এর দ্বারা নতুন একটা বেদাতের উৎপত্তি তে সাহায্য করছেন। অতএব,চলুন আমরা নতুন নতুন এসব ফেৎনা এড়িয়ে চলি।

আসলে আমরা অন্যদিক দিয়ে অতি ডিজিটাল এবং চালাক হওয়া সত্ত্বেও এসব বিষয়গুলোর ব্যাপারে অতি বোকামির পরিচয়

দেই। বিষয়টা একটু খতিয়ে দেখারও চেষ্টা করিনা! আল্লাহ আমাদেরকে এসব বেহুদা কাজ থেকে হেফাযত করুন...আমীন!

-এই নব্য বেদাতের উৎখাতে অংশ গ্রহন করুন সবাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ++++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৫

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: বুঝলাম না ভাই , এটা কী??

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

কষ্টবিলাসী বলেছেন: ফেইসবুকে রেডিওমুন্না নামে একজন আছেন। তিনি নবী করীম (সাঃ )-এর পাগড়ি মুবারক, মুতা মোবারক ইত্যাদি পোষ্ট করে লাইক দিতে বলে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫২

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: এদের আসলে কমন সেন্‌স নেই। সযতনে এদেরকে এড়িয়ে যাবেন..
Plz

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.