![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশি রাতে চমকে উঠি,
বসি বিছানায়।
স্বপ্নে দেখা সেই তুমি,
আমার ঘরের কোনায়।
ধরতে যেয়ে থমকে দাড়াই,
বলি আপন মনে।
শূন্য আমি কেন ভুগি,
মিথ্যে স্বপনে।
গাইতে বসি গীটার নিয়ে,
সুরের কোন গান।
সুর আসে না কান্না চাপে,
চোখের কোনে বান।
অঙ্গনে মোর ভরে আছে,
নানান রঙ্গের ফুল।
শুধু শিউলী গাছটাই শূন্য কেন?
ভেবে পাই না কুল।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: Many many thanks to you,,,
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতা ভালো লেগেছে ! +
অনেক শুভকামনা !