![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটা প্রাণবান মানুষই চায় তার স্বদেশ হোক উত্তপ্ত মরুভূমিতে বটছায়ার মত পৃথীবির বুকে অনুপম এক শান্তির নীড়। স্বদেশের গর্বকে বুকে ঠেশে বুকটাকে ফুলিয়ে তাবৎ দুনিয়ার সব নিবাসীদের ছড়িয়ে মাথা উচু করে দাড়াতে কে না চায়?
আমারও তাই। মন চায় দুনিয়াবাসীদের ডেকে বলি, দেখে যাও সাধ করে মনের সব মাধুর্য্য ঢেলে শিল্পির তুলিতে আঁকা ছবির মত আমার স্বপ্নের বাংলাদেশ।
কিন্তু না! আমার স্বপ্নে এসে পর্দা ফেলে হাজির হয় সন্তানহারা মায়ের আর্তনাদ। স্বামী হারা স্ত্রীর আহাজারী। বাবা হারা সন্তানের বুকফাটা চিৎকার। সর্বস্ব হারিয়ে নিস্ব হয়ে যাওয়া বৃদ্ধের উদাস চোখের চাহনি। পথ্যের অভাবে শত দ্বারে ঘুরে ঘুরে নিরাশার সাগরে ডুবন্ত কোন জীবন্ত কংকাল। আশায় আশায় চাকুরীর বয়স পাড়ি দেওয়া কর্মহীন যুবকের অব্যক্ত অভিশাপ। যৌতুক জোগাড়ে ব্যস্ত কন্যাদায়গ্রস্থ পিতার ব্যর্থ তৎপরতা। নদীতে ভেসে ওঠা কিংবা কোথাও ঝুলন্ত, সবার মনে মনে জানা অতচ অজানা কোন তরুণীর লাশ।
শেষ কবে হেসেছে প্রাণ খুলে, জানে না আমার স্বদেশের এমন শত শত মানুষ। দিন থেকে দিন, সপ্তাহ গিয়ে মাস শেষে বছর ঘুরে যায় তবু ফুরায় না ওদের হাহাকার।
কবে আসবে সেদিন, যেদিন থাকবে না কোন অন্যায়, কোন অবিচার! শুধু থাকবে দেশজুড়ে প্রাণখোলা অফুরন্ত হাসির মেলা? কবে হবে আমার এ দেশটা পৃথীবির মুক্তিকামী সব মানুষের কাঙ্খিত ঠিকানা? কবে এ দেশের মানুষেরা পাবে পূর্ণ আযাদীর স্বাদ? কবে এ দেশের মানুষেরা অসত্যের কালো জালের বন্ধন ছিড়ে শীর তুলে সত্যের হুংকারে কাপাবে জগতবাসীকে?
সেদিনটারই অপেক্ষায় আছি যেদিন সব বিপত্তি দুর করে আমার প্রাণের বাংলাদেশটা হবে সোনা জ্বলমল গৌরবময় এক পরম স্বর্গীয় স্থান। যেখানে অন্য কিছুই নেই আছে শুধু আনন্দ আর আনন্দ।
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: এক আসনে আর কতজন আসীন হবে? যাদের কথা বললেন এদের অবস্থান শুধু তাদের জন্যই বরাদ্ধ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
খেলাঘর বলেছেন:
" আশায় আশায় চাকুরীর বয়স পাড়ি দেওয়া কর্মহীন যুবকের অব্যক্ত অভিশাপ "
-মতিয়া চৌ, সাজেদা চৌ, রওশন এর, মেনন, ইনু, মায়া পায়া, রব, বব, বালছাল কেহ তো জীবনে চাকুরী করেনি; বেকারেরা তাদের মত হতে পারে না?