নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডুমুর ফুল

মোঃ সাইদুল ইসলাম

মোঃ সাইদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

দানশীলরা সাবধান

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৭

প্রিয় বন্ধুগন, আজকে তোমাদের কাছে সাহায্যর হাত বাড়িয়ে post টা করলাম... I hope তোমরা ignore করবেনা... আমাদের এলাকার একটি মেয়ে (৯ বছর ) কিছু দিন আগে একটা accident এ তার দুটি চোখ হারিয়ে ফেলেছে ডাক্তার বলেছে তাড়াতাড়ি operation করলে হয়তো চোখ দুটি বাচানো যাবে bt মেয়েটির বাবার এত টাকা নেই যে সে তার operation করাবে। তাই আমরা কিছু friend মিলে নিজেরাই তাকে help করার কথা ভেবেছি। ইতোমধ্যে অনেকে help করেছে যে যা পেরেছে তোমরাও যদি পারো plz মেয়েটির চোখ বাচাতে help করো , ১০০ . ২০০ যে যা পারো তাই দিয়ে মেয়েটির চোখের আলো ফেরাতে সাহায্য করো plz plz. তোমার দেয়া ১০০টাকা হয়তো কারো জীবনের আলো ফিরিয়ে দিতে পারে। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর (personal) ০১৭৩৯৯৪৭১৮৬* plz যে যা পারো তাই দিয়ে মেয়েটিকে সাহায্য করো আল্লাহ তোমার ভালো করবে। আর যারা সাহায্য করবে সারাজীবন তাদের কে ভালো মানুষ ভাববো। আমার ভালো বন্ধু করে নিবো।
★★★★★★★★★★

প্রতারকদের এমন জাল সারা ফেসবুক/ইন্টারনেট জুড়ে। প্রতিনিয়ত মানুষরূপি অমানুষেরা নিত্যনতুন প্রতারনার ফন্দি প্রসব করছে আর হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দয়া করে কেউ এদের ফাদে পা দেবেন না। আপনি হয়ত ভাবতে পারেন "আরে ১০০ টাকাই তো, কত ১০০ টাকা ডান হাত দিয়ে আসছে বাম হাত দিয়ে চলে যাচ্ছে, দিয়ে দেই ১০০ টাকা, একজন অসহায় কে সাহায্য করা হবে,,,। আর সে প্রতারণা করলে তার করছে আমার নিয়ত তো ঠিক আছে, আল্লাহ আমাকে সওয়াব দিবেন।"
এমন যদি ভাবেন আর উদারতা দেখিয়ে দান করেন তাহলে আপনি মস্ত বড় ভুলের মধ্যে আছেন। এমন কাজ করলে সওয়াব দুরে থাক, প্রতারনার সাহায্যকারী হিসেবে আপনাকে অবশ্যই শাস্তিভোগ করতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.