নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডুমুর ফুল

মোঃ সাইদুল ইসলাম

মোঃ সাইদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি ভালোবাসার মৃত্যু

১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৯

- জান্টু কোথায় তুমি ??
- অফিসে !!
- কী করো ??
- চা খাচ্ছি !!
- তোমার সেক্রেটারি মেয়েটি এসেছে??
- হ্যা !!
- শোনো ওর থেকে দূরে থেকো !!
- আচ্ছা।
- ওরে অন্য কোথাও শিফট করে কাল থেকে একটা ছেলেকে রাখবা! বুঝেছো?
- বুঝেছি!
- আচ্ছা রাখি !!
- রাখো!

অফিসে আমি হাজার বিজি থাকলেও সুমির জন্য ফ্রী যেকোন সময়। ফোন রাখার আধাঘন্টা পর সুমির আবার ফোন,,,

- জান্টু কী করো এখন? !!
- মনযোগ দিয়ে কাজ করি,,,
- আচ্ছা করো। লাভিউ,,,
- লাভিউ টু!

ঘন্টাখানেক পর আবার ফোন,,,
- জান্টু শোনো!
- বলো,
- আমার একটু জ্বর জ্বর লাগছে,
- জ্বর মাপো!
- পারি না, আচ্ছা তুমি লাইনে থাক আমি ফার্মেসী থেকে মেপে আসছি!
- আচ্ছা যাও।

এই শেষ না। কিছুক্ষণ পরপর সুমি এভাবে ফোন করে আমার খবর নিতো। আর পাগলামী করতো।

অফিস থেকে ফিরতে প্রায়ই রাত হয়ে যেত। বাসায় ঢুকতেই সুমির ফোন,,,

- জান্টু বাসায় এসেছো?
- হ্যা!
- কী করো এখন?
- কাপড় পাল্টাচ্ছি!
- খাইছো?
- মাত্র আসলাম। ফ্রেশ হই আগে। তারপর খাবো।
- আচ্ছা। খাওয়া হয়ে গেলে আমাকে ফোন দেবে। এখন রাখি।
- আচ্ছা।

খাওয়া শেষ করে ফোন দেওয়াটা আমার জন্য আইন ছিলো। আইন অমান্য করলে জরিমানা গুনা লাগতো।
রাতভর চলতো কথার ফুলঝুরি।তারপর ফেসবুকে পাগলামো। এক ধরনের রোগ হয়ে গেছিল সেই পাগলামীর।

যাই করি না কেন সব মহারাণীর আদেশ মত। কিছু ব্যতিক্রম হয়েছে তো গেছি !! সারাদিন অফিস শেষে ক্লান্ত। বিছানায় যাওয়ার সাথে সাথে সুমির ফোন। কথা বলতে বলতে রাত ২.৩০/৩.০০ টা। ক্লান্তিতে হটাত যদি কখনো ঘুম এসে যায়, পরদিন অফিস বন্ধ। মহারাণীকে খোশ করার জন্য সারাদিন তার খেদমতে।

মাত্র তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা ঘুমিয়ে এভাবেই কাটলো এক বছর।

হটাত এক তুফান এসে উলট পালট করে দিলো। সুমির বিয়ে ঠিক হয়ে গেলো ইউরোপের সেটেল পাত্রের সাথে।
একটা সময় সব শেষ,,,,,
সুমি ফেসবুকে আমাকে ব্লক করলো। সেই সাথে তার মনের ঘরে। মোবাইল বন্ধ। বাসা চেঞ্জ। আমার থেকে যোজন যোজন দূর চলে গেলো।
***
অফিসের কাজের ফাকে সুমির প্রত্যেকটা কল ছিলো আমার এনার্জি। সুমি খোজ নিতো বলে আমি ছিলাম নিশ্চিন্ত। কিছু মনে রাখা লাগতো না। সব সুমি মনে রাখতো। আর দরকারের সময় মনে করিয়ে দিতো।

আমার সেক্রেটারি সেই মেয়েটিরও বিয়ে হয়ে গেছে।
না আর কোন মেয়েকে রিক্রুট করবো না!!! সুমির পছন্দ না এমন কাজ আমি জীবনেও করবো না।

সুমি'র শেষ এসএমএস টা ছিল,
" ভালো একটি মেয়ে দেখে বিয়ে করে সুখী হও, পাগলামি করো না"

মেসেজটা দেখে সেদিন ডিলিট করতে গিয়ে মোবাইলটা ভেঙে ফেলেছি।
***
শোন সুমি,
ভেবেছিলাম তোমার আর আমার একান্ত নিজের একটা আকাশ হবে।
একান্ত নিজস্ব একটা চাঁদ থাকবে সে আকাশে।
তুমি আর আমি কোন এক জোছনা রাতে বসে চাঁদ দেখবো।

এখন আকাশ আছে, চাঁদ আছে, জোছনাও আছে,,,
নাই শুধু তুমি,,,তাই সবই আমার কাছে মলিন।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২২

অভি চৌধুরী বলেছেন: আপনার কথা গুলো হলো কঠিন বাস্তবতা, এখন আমি দুই রকম কমেন্ট করতে পারি একটা সান্তনা মুলক সেটা আপনার একটু ভালো লাগবে হয়তো, কিন্তু আপনাকে সোজা হতে দিবেনা। আরেকটা কমেন্ট করতে পারি সেটা শুনলে আবার অনেকেই ক্ষেপে যাবে। কিন্তু আপনার মনের সাহস বাড়বে, জানিনা কতদিন আগের ঘটনা, পুরোনো হলে ঘা হয়তো শুকিয়ে গেছে। না গেলে বলবো, যা হয়েছে ভালো হয়েছে। আপনি জীবনের কিছু সময় জ্বলছেন হয়তো কিন্তু এমন মেয়ে আপনার হলে সারা জীবন জ্বলতেন। ভালোবাসা অনেক কঠিন, জীবনটাকে হাতে নিতে জানতে হয় ভালোবাসায়, আহ্লাদ ভালোবাসা নয়। আহ্লাদ সময়ের সম্পর্কিত আর ভালোবাসা জীবনের সাথে,

আমাকে একটি মেয়ে এমনি তদারকি করতো, প্রতি বেলায় ম্যাসেজ দিয়ে বলতো আমি খেতে যাবো তুমি খেয়ে নাও, এটা আমার জীবনে ২ মাস একটা রুটিন হয়ে গেছে, আমিতো ভেবে বসে আছি এমন মেয়ে হয়না দুনিয়াতে, কিভাবে মনে রাখে প্রতি বেলায় ম্যাসেজ দিতে হবে। একদিন ওর মোবাইলে হাতে নিয়ে দেখি এ্যলার্ম দেয়া, এ্যলার্ম হলেই আমাকে ম্যাসেজ দেয়। তখন আমার মনে হলো এই মেয়ের মধ্যে আর আমার এ্যলার্ম ঘড়ির মধ্যে কোন পার্থক্য নেই, একদিন ছোট্ট একটা বাস্তবতার মুখোমুখি হয়ে সে দেখিয়ে ফেললেো তার আসল চেহারা।

শুনুন ভালোবাসা দেখাতে এত কিছু করতে হয়না, একবার মুখ ফিরে তাকালেই বুঝবেন তাকানোটা কোথা হতে বেড়িয়ে এসেছে,

আপনার সুন্দর জীবন কামনা করি,

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: আপনার শুভকামনা আমার জন্য একটা পাওয়া। অনেক ধন্যবাদ
আপনাকে

২| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



এটা কি গল্প, নাকি আপনি একজন হাবলা?

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৭

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: হাবলা দ্বারা কী বুঝাতে চেয়েছেন?

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৯

প্রামানিক বলেছেন: গল্প হলে ঠিক আছে, বাস্তব হলে কষ্টই বটে।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: বাস্তব,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.