![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরে আসার কয়েকমাস পর টিউশনির সুবাদে এক মহিলার সাথে খুব আন্তরিক সম্পর্ক হয়। উনার দুইটা ছেলে ছিল। তাদেরকে পড়াতাম। আমার সাথে উনার সম্পর্ক এতটা আন্তরিক ছিল যে আমি উনাকে খালাম্মা বলে ডাকতাম,,, কিন্তু তিনি আমাকে জামাই বলে ডাকতেন,,, আর বলতেন, "আমার কোন মেয়ে থাকলে তোমার সাথে বিয়ে দিয়ে চিরজীবনের জন্য আপন করে নিতাম",,,আহ কী অনুভুতি! আমি তখন মনে মনে খুব আফসোস করতাম। কেন উনার একটা মেয়ে হল না? দুইটাই ছেলে হল কেন? আল্লাহর কাছে দোয়া করতাম, উনাকে একটা মেয়ে দেয়ার জন্য! বাই দ্যা রাস্তা আমি আফসোস করার কারণ দুইটা। এক. তিনি কিন্তু প্রচুর সম্পদের মালিক ছিলেন। দুই. তিনি যেহেতু সুন্দরী ছিলেন সেহেতু তার মেয়ে থাকলে সেও সুন্দরী হত। আমি দোয়া চালিয়ে যেতে লাগলাম।
***
বছর ঘুরতে না ঘুরতেই উনার কোল জুড়ে আসল আমার হবু বউ। নিয়তির কী নির্মম পরিহাস, উনাকে হাসপাতালে দেখতে গিয়েই আমি হোচট খেলাম! আমাকে দেখেই বললেন সাইদুল "বোনকে দেখতে এসেছ না আমাকে" ? আমি কিছুক্ষণের জন্য বোকা হয়ে গেলাম! উনি আমাকে জামাই না বলে সাইদুল বলছেন কেন? আর বোন বলছেন কেন? উনার ঘরে তো আমার বউয়ের জন্ম হয়েছে! এরপর থেকে উনি আজ অবধি আমাকে জামাই বলেন নাই।
***
আজ তার মেয়ের বিয়ের দাওয়াত পেলাম। কার্ডের দিকে বিরহ মাখা নয়নে কিছুক্ষণ চেয়ে থাকলাম। "নওমী উইডস শাওন! " মোবাইল হাতে নিয়ে ফোন দিলাম নওমীর মোবাইলে। ফোন ধরার পর কোন কথা না বলেই জন্মদিনের উইশ করার মত বিয়ের উইশ করলাম। সুর করে বললাম-
"শুভ শুভ শুভ বিবাহ।
শুভ বিবাহ।
ডিয়ার নওমী।"
তাদেরকে বুঝাতে হবে না? আমি ফুর্তিতে আছি!
মোরালঃ পাতলা পায়খানা আর মিথ্যা, চেপে রাখার জিনিষ না।
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: এত হাসলে সমস্যা হবে তো!
২| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৬
বিজন রয় বলেছেন: ঘটনা যে রকম তা না হেসে যাই কোথায়!!
হা হা হা হা .
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: চেপে রাখেন,
৩| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার এক মামা বিয়ে করার আগ পর্যন্ত তার বড় ভাইয়ের ছেলেকে জামাই ডাকতেন । মজার ব্যাপার হচ্ছে, বিয়ে করার পর থেকেই জামাই ডাকা বাদ দিয়েছিলেন । অবশ্য তার কোন মেয়ে সন্তান হয়নি এখনো ।
২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: উনি আশঙ্কা করেছিলেন হয়তো
৪| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৮
মো:সাব্বির হোসাইন বলেছেন: হাসার চেষ্টা করছি……………
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১১
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: হাসি এসেছে???
৫| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৮
মো:সাব্বির হোসাইন বলেছেন: হাসার চেষ্টা করছি……………
৬| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬
প্রামানিক বলেছেন: দারুণ
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৭| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯
নীলপরি বলেছেন: রিয়েল লাইফ ড্রামা !
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৩
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: জ্বি এটা আমার রিয়েল লাইফের ঘটনা
৮| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা মজা পেয়েছি পড়ে
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৪
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: মজা পেলেই হলো। আমি আরো একটা লেখার হিম্মত পেলাম
৯| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো হয়েছে...
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৬
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩
বিজন রয় বলেছেন: হা হা হা ।
দারুন!!!