নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডুমুর ফুল

মোঃ সাইদুল ইসলাম

মোঃ সাইদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আজ তো বাসররাত

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

অনেকদিন পর কোন এক দরকারে আজ পুরোনো এক স্টুডেন্টের বাসায় গেলাম। আমার স্টুডেন্ট এখন বেশ বড় হয়ে গিয়েছে। ক্লাস টেনে পড়ে সে। ওরা তিন বোন। মেজোটা ক্লাস এইটে। আর ছোট টা ক্লাস ফোরে।

মায়ের সাথে বসে তিন বোন সিরিয়াল দেখছিল। আমি যাওয়ার পর আমাকে সোফায় বসতে বলে আবার টিভি দেখতে লাগলো। এমনভাবে দেখছে যেন, টিভির দিকে চারজনকে কেউ স্কু মেরে ফিট করে দিয়েছে। আমাকে যে বসিয়ে রেখেছে সেদিকে ভ্রক্ষেপ নাই। আমি দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছি। X((

এক ফাঁকে আন্টির চাপাচাপিতে আমার স্টুডেন্ট উঠে গিয়ে আমাকে একটা কেক এনে দিলো। পানি দেয় নাই। আমি কি করবো? খাবো না উঠে যাবো? চিন্তা করতে করতে কেকটায় কামড় দিলাম। কামড় দিয়ে বুঝলাম কেকটা ভাসি হয়ে শক্ত হয়ে আছে। মনে মনে একটা গালি দিলাম। X(( X(

এরই মধ্যে বিয়ের সিন আসলো। এরপর বাসররাতের সিন। ঠিক এই মূহুর্তে আজকের পর্ব শেষ হলো। :|
চারজনকে দেখে মনে হচ্ছে খুব খুশির সংবাদ পেয়ে নির্বাক হয়ে গিয়েছে।

এই থমথমে মূহুর্তে ছোট মেয়েটা হঠাৎ তার বড় বোনকে বলে বসলো -
"আচ্ছা আপু,,, আজ তো বাসররাত।
জামাই কি আজ করবে??? :-& :-&
পুচকীর প্রশ্ন শুনে কেকটা আমার গলায় আটকে গেলো। ভিতরেও যাচ্ছে না বাহিরেও আসছে না। আমি তাড়াতাড়ি বাইরে চলে আসলাম। বমি করতে হবে! :(

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আরেকটু বমি করের নাহলে পেট খারাপ করবে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনে বড় ভাই হিসেবে উত্তর দিয়ে দেয়া দরকার ছিল ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.