নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডুমুর ফুল

মোঃ সাইদুল ইসলাম

মোঃ সাইদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ ভালোবাসা ( ৩য় পর্ব )

২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

অরুর সব রাগ গিয়ে পড়ে খাদিজার উপর। তুর্য্য থেকে আলাদা করার জন্য পেছনে কাটি করেছে খাদিজা। অরু এটা খুব ভাল করে বুঝতে পেরেছে। তারপরও সে এসব নিয়ে মাথা ঘামায় নি কারন সাদী ছিল। কিন্তু তখনই খাদিজার সাথে বিবাদ চরম পর্যায়ে যায় যখন অরু বুঝতে পারে খাদিজা সাদীর পেছনেও লেগেছে। অনেকবার দুজন দুজনকে ব্লক দিয়েছে। কিন্তু কী হবে?দিনশেষে আবার এক!
***
খাদিজা সাদীর সাথে সম্পর্ক সাঝানো শুরু করল। একই সাথে অরুও। অরু ধীরে ধীরে সম্পর্কটাকে গভীরে নিয়ে যাচ্ছিল। আর খাদিজা চরম ভাবে আহত হচ্ছিল। খাদিজার মনে তখন ঘুরপাক খাচ্ছিল, "অরু কিভাবে কিভাবে জানি সব ছেলেদের হাত করে নেয়, অথচ আমি সুন্দরী হয়েও পারি না"।
সাদীর সাথে অরু রাতভর চেট করে। খাদিজার ধারনা তারা শুড়শুড়ি জাগানো আলাপ করে। তাই খাদিজা মনে মনে চরম হিংসায় জ্বলে। কিন্তু সাদী? খুবই কঠিন চরিত্রের মানুষ। সারা রাত চেট করেও একটুও হিলাতে পারে নি অরু। অরু অনেকবার চেয়েছে সাদীর সাথে দেখা করতে। সাদী সে সুযোগ দেয় নি। এমনকি সাদীর মোবাইলে এসএমএস দিয়ে অরু এতটুকু পর্যন্ত বলেছে "সাদি তুমি আমাকে বিছানায় সুখ দিতে পারলে বল, আমি প্রস্তুত"। এক সময় অরুর অশ্লীল আচরনে সাদী তাকে দূর করে দেয়। সব সম্পর্ক বিচ্ছিন্ন করে।
***
খাদিজা আর অরুর সম্পর্ক ছিল মোটামুটি সমকামী। একে অপরের চাহিদা মেটানোর চেষ্টা করত। দুনিয়ার হেন আলাপ নাই যেটা অরু আর খাদিজার মধ্যে হয় নি। অরু আর খাদিজার চরিত্রের মধ্যে একটু ভিন্নতা থাকলেও স্বভাব মোটামুটি এক। অরু যেমন ছেলেদের সাথে চেট পছন্দ করে খাদিজাও তেমনই পার্থক্য হল অরু অকপটে সবাইকে বলে খাদিজা কাউকে বলে না। আরেকটা হল অরু একটু বেপরোয়া, খাদিজা একটু লজ্জাশীলা। সাদীর সাথে দুজনেরই সম্পর্ক। কেউ কাউকে ছাড় দেয় না। দুজনেই দাবী করে সাদী তার। অথচ সাদী, বেচারা! অরু তাকে বলে তুমি ওর সাথে আলাপ করবা না, ও বাজে মহিলা। খাদিজাও একই কথা বলে।
***
ততদিনে সাদীর জানা হয়ে গেছে কে কী? সাদী সিদ্ধান্ত নিল একজনকে রাখতে হবে। দুজনকে রাখা যাবে না। সেকেত্রে অরুকেই বাদ দেওয়া উচিত। যদিও অরুর সাথেই বেশি যোগাযোগ হয়। তবুও অরুর আচরন একদম অশ্লীল। খাদিজার মনের চাহিদা যাই থাকুক আচরন রুচিশীল। অরুকে একেবারে বিদায় দিল সাদী। ফেসবুকে ব্লক, হোয়াটস এপে ব্লক। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। খাদিজা এটা শুনে তো মহাখুশি! সাদী খাদিজাকে বলল "তুমি হয় আমার সাথে সম্পর্ক রাখ নয়ত অরুর সাথে" খাদিজা তখন ওয়াদা করে বলল অরুর সাথে আর যোগাযোগ করবে না। অথচ তার কিছুদিন পরই অরুর সাথে আবার যোগাযোগ শুরু খাদিজার। সাদীকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দুজনে তাদের ফায়দা হাসিলের ধান্দায় লেগেছিল। সাদী শেষে বুঝতে পারল কেউই ভাল না। কারো সাথে যোগাযোগ রাখা ঠিক না। চরিত্রের জৌলুশ ঠিক রাখতে এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা দরকার।
***
সাদীর সাথে সম্পর্ক চলাকালীন অরু আর খাদিজার সাথে রাজেরও যোগাযোগ ছিল। সাদীর কাছে কোন সুযোগ না পেলে কী হবে অরু রাজের কাছ থেকে ঠিকই ফায়দা নিচ্ছিল। খাদিজা সেটাও জানে। কিন্তু সাদী খাদিজাকে মানা করার কারনে রাজ আর অরুর সম্পর্ক এখনো চলছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.