| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ আহাম্মদ উপল
গন্ডমূর্খ
চারুলতা,
তুমি আর আমি, মুখোমুখি বসে নীরবতার গল্পগুলো বলার কথা ছিলো,
তোমার চোঁখের গভীরে হারিয়ে গিয়ে নীরব অভিমানের গল্পগুলো শুনার কথা ছিলো।
আমি এখনো নীরবতার গল্প বলি,
নীরবতার গল্প শুনি,
তবে তা মুখোমুখি বসে নয়,
মুঠোফোনের দুই প্রান্তেও নয়,
শুধুই কল্পনায়..................!!!!
চারুলতা,
আমি লিওনার্দো নই তাই বলছিনা তুমি মোনালিসার ন্যায় রহস্যময়ী হাসি দাও।
আমি চাই তুমি গোসল শেষে হাটু সম চুল দিয়ে বক্ষ ডেকে লাজুক হাসি দিয়ে লজ্জায় মুখ লুকাও।
২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৪
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ধন্যবাদ
কষ্ট করে পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১
আনিসা নাসরীন বলেছেন: সুন্দর