নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরকালে বিশ্বাস থাকলে ইহকালে কখনো তুমি মানবিক হতে পারবে না।মানবতার জয় হোক।

সৈয়দ আহাম্মদ উপল

গন্ডমূর্খ

সৈয়দ আহাম্মদ উপল › বিস্তারিত পোস্টঃ

যৌনতার কবিতা

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৮

আকাশ যখন ছুঁয়ে দেয় পাহাড়ের চূড়া,পাহাড় শিউরে ওঠে।
তারপর পাহাড় আকাশ স্পর্শে প্রজাপতি হয়, হরিণীর মত ছুটে বেড়ায়।
আকাশ আরো নীচে নেমে আসে
স্পর্শাতীত সুখে ঝাঁপটে ধরে
পাতারা ছন্দ তুলে
মেঘেরা ফেলে ঘন ঘন শ্বাস।
এলোমেলো চুলে বাতাস উড়ে।
পাহাড় কুঁকড়ে যায়, শীতে খামছে ধরে লতা পাতা গাছেদের শেকড়।
গাছেরা আরো শব্দ তুলে শনশন
আকাশের লেহন আর মেঘেদের গর্জন। তারপর বৃষ্টি আসে,
এই সঙ্গম যৌনতা কিনা জানিনা?
তবে নদী যদি নারীই হয়
তবে এই সঙ্গম শেষে আমি দেখেছিলাম অতৃপ্ত শুকনো নদী ভরে যেতে।

অশ্লীল কবি আর অশ্লীল মানুষ এক নয়........
কবির উদ্দেশ্য পাঠকের দৃষ্টি তার লেখার মধ্যে আটকে রাখা....
পাঠকের মনোরঞ্জনের জন্য কবি তার লেখায় নগ্নতা অশ্লীলতা নিয়ে আসতেই পারেন। তাই বলে কবি সে অশ্লীল মানুষ নয়।
আমাকে কিছু নগ্নতা দাও , আমি নির্মলেন্দু গুন্ হয়ে যাবো।
আমাকে একজন বনলতা সেন দাও , আমি জীবনানন্দ হয়ে যাবো।
আমাকে একরাশ বেদনা দাও , আমি নজরুল হয়ে যাবো।
অতঃপর হে প্রিয়তমা চারুলতা ,
তুমি আমার পাশে থাকো, আমি সবাইকে ছাড়িয়ে যাবো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বাল্পুষ্ট

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০১

সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: যে ব্যাক্তি ৮ বছর ৪ মাস আগে ব্লগে একাউন্ট খুলে মাত্র ৮ টা পোস্ট করে। সেই ব্যাক্তি এসবের মর্ম কি বুজবে??ভাই কবিতা তো খাদ্য বস্তু না যে এটাকে আপনি খাবেন।আবার দেখি একটা পোস্টও করেছেন অখাদ্য কবিতার জ্বালায় আপনি ব্লগে আসতে পারছেন না।
বেশী কিছু না,পারলে আপনি এমন একটা পোস্ট লিখেন তো।আপনার সব কয়েকটা পোস্ট পড়েছি।আপনি কেমন মানুষ তা বুঝে গেছি।জ্ঞানহীন

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: নগ্নতা, অশ্লীলতা আর যৌনতা। জীবনে আর কিছু নেই বুঝি। সারাদিন চিন্তা চেতনা কি ওখানেই ঘুরপাক খায়। বালাই-ষাট অমন ছাইপাশ কেন লিখতে যাবো। বাই দ্যা ওয়ে ব্লগে একাউন্ট খুললে পোষ্ট করতেই হবে সেটা বাপু এই প্রথম শুনলাম। সামুতে কম দেখিনি। প্রতিদিনই দেখি আর ভাবি এ প্রজন্ম শুধুই জনপ্রিয়তার সস্তা শর্টকাট খুজে। আপনিতো জ্ঞানের জাহাজ। তর্কে পারবোনাহ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আয় হায় খেয়ালইতো করিনাই। দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন। সাত মাসেই সামু পঠন হয়ে গেলো বুঝি। কটা আর্টিকেল পড়েছেন? মোটে ৫৭টা মন্তব্য করেই কবি-পাঠক। ভালো ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.