নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরকালে বিশ্বাস থাকলে ইহকালে কখনো তুমি মানবিক হতে পারবে না।মানবতার জয় হোক।

সৈয়দ আহাম্মদ উপল

গন্ডমূর্খ

সৈয়দ আহাম্মদ উপল › বিস্তারিত পোস্টঃ

একদিন হঠাৎ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

একদিন হঠাৎ
এই শহরের সব ডিলার গাজা বেচা বন্ধ করে দিবে।
মোহাম্মদপুর,মিরপুর,রায়েরবাজার,ধানমন্ডি,ফার্মগেট কিংবা কাওরানবাজার রেলগেট,বনশ্রী,শুলশান, বনানী হয়ে বাড্ডা উত্তরা জুড়ে থাকবে হাহাকার,সদ্য প্রেমে ছ্যাকা খাওয়া প্রেমিক-প্রেমিকারা হন্য হয়ে খুজতে খুজতে একপর্যায়ে ভুলে যাবে বেচে থাকার মানে।বেকার যুবকের দিন থমকে যাবে।একাকিত্ব-স্বপ্নবাজ মানুষটা বাস্তব আর কল্পনাকে এক করে ফেলবে।
আর্টিস্টম্যান আঁকতে পারবে না হাতের কাপুনিতে,কবি তার কবিতার ছন্দ মেলাতে পারবে না,
উদ্যানের ভবা পাগল পাগলামি বন্ধ করে মৃত্যুর অপেক্ষায় থাকবে

একদিন হঠাৎ
শাহবাগ,উদ্যান কিংবা মুক্তমঞ্চে আসর বসবে না।
সাধু'রা ধ্যান-সাধনা বন্ধ করে ছারখার হয়ে যাবে-
মানবধর্ম তখন ঝুলে থাকবে লালনের মঞ্চে।

একদিন হঠাৎ
মাটির বাশি,কল্কি,হুক্কা,বং থাকবে না,বব মার্লে,ওসিবি,র নামে কোনো জয়েন্ট পেপার থাকবে না।
হাসি,পাস কর,আসে কিছু, নিমাই চলবে,ছাদে আয়,ধরছে খুব,সেই পিনিক,চোদ,হাই,খিচ,ঝিম,গিটার,একতারা,বৃষ্টি,পুলিশ,কট খাইছি,দুধ চিনি বাড়িয়ে চা,মিষ্টি,জ্যোৎস্না,আবেগ,হবে কি,সুখ,আড্ডা,আসর,লালন,লাস্ট টান দিস,জ্বালিয়ে দাও,সেই হইছে,সাদাপাতা,সুগার,র,মিউজিক হারিয়ে যাবে।
দেশাল,এম্পল,কাটারি,মোহিনী,ক্যানাবিস,মারিজুয়ানা হয়ে যাবে বিলুপ্ত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১

মাফুজ রানা বলেছেন: আমি শিহরিত

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৭

সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: একদিন হঠাৎ
'আমি শিহরিত' মুছে যাবে

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই লেখক সৈয়দ সাহেব এতোদিন কোথায় ছিলেন?

সৈয়দালীগিরী প্রকাশের প্রতি আপনাকে অনুরোধ করলুম ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই
আপনার সাথে আমার 'সৈয়দ' মিলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.