নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পেন্সিল গুড়া দিয়ে আঁকা আমার কিছু টাইমপাস আঁকিবুঁকি ...

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২



আমার এক্স-জিএফ কে উৎসর্গ করে আঁকা ছবি। নতুন নতুন প্রেমে পরছিলাম তো তাই ;)





খুব ঘনিষ্ট এক বন্ধুকে গিফট করা ... পহেলা মে উপলক্ষে ...





ভুল ভাবছেন, ছেকা খেয়ে আঁকি নাই , LA INK কে এমন একটি ট্যাটু দেখে আঁকছিলাম ....X(





এইবার ঠিক হইছে ... ভুত এফএম ... হু হু হা হা হা ...:-/:-/





বোনকে গিফট করছিলাম, সে পিছনের পাতায় বাজারের লিষ্ট লিখে উত্তম ব্যবহার করেছে বলে সে মনে করে ...X((X((





নানু বাড়ির রান্না ঘর ... ঐ টা আমার মাছ ধরার ছিপ ...:D:)



শেষ ... ভাল লাগলে বলবেন কিন্তু ... নাইলে নগদে মাইন্ড খামু ... X(X(( (কজ, কিছু না কইলে বুঝমু, ভাল লাগে নাই:P:P)

মন্তব্য ৮৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মাথা ঘুরতাসে।

+++++++

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

সেচ্ছাসেবক বলেছেন: কেন ??? প্লাসের জন্য ধন্যবাদ । এসএসসি বা এইচএসসি কোনটাতেই প্লাস নাই .... আপনের গুলো দিয়ে পুসিয়ে নেব ...

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

MINHAJ বলেছেন: জটিল আঁকেন আপনি
++

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

সেচ্ছাসেবক বলেছেন: আমি কিন্তু খুব সহজ ভাবে আঁকি ... প্লাসের জন্য ধন্যবাদ ...

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

জিললুর রহমান বলেছেন: ছবি ভাল হইছে। আমি ভাই ছবি আঁকতে পারিনা, শুধু তুলতে পারি, ক্লিক, ক্লিক, ক্লিক। মূল ছবির সাইজ বড়, তাই রেজ্যুলেশন কমিয়ে দিলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

সেচ্ছাসেবক বলেছেন: অসাধারন +++++++ ....

আমার বোনও ফোটোগ্রাফার ... আধা-প্রফেশনাল ...

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কয়েকদিন পর পর দেখি আক্কেল দাঁত উঠতেসে, কি করি বলেন তো? :P :P :P

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: আপু কোন সমস্যা করে কি ? মানে পেইন হয় বা মুখের ভিতর আঠালো মনে হয় বা ফুলে যায় বা বাজে গন্ধ ??? যদি হয় তাহলে ফেলে দেয়া ভাল। আর যদি কোন সমস্যা না হয় ভুলেও ডেন্টিষ্টদের কাছে যাবেন না। আক্কেল দাঁত উঠার সময় একটু আকটু ব্যাথা হওয়া টা স্বাভাবিক। মুখ পরিষ্কার রাখুন। মাঝে মধ্যে কুসুম-গরম-লবন পানি দিয়ে কুলি করেন, আরাম পাবেন। তবে ব্যাথা টা যদি বারবার ফিরে আসে তাহলে আক্কেল দাঁতের মায়া ত্যাগ করতেই হবে। ... আর কি !!! :) :)

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

একজনা বলেছেন: সবগুলাই সুন্দর হইছে। শেষের তিনটা বেশি সুন্দর।

++++++++++++++ দিলাম। খুশি??

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

সেচ্ছাসেবক বলেছেন: খুব খুশি ... আজকাল মানুষ খুব আইলসা হয়ে গেছে, লাইকও দেয় না, মন্তব্যও করে না ... পরিশ্রম করে এতো গুলো প্লাস দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ... :)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, শুধু প্রথম কয়েকদিন খাওয়ার সময় একটু ব্যথা করে। আর কোনো প্রবলেম হয় না।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

সেচ্ছাসেবক বলেছেন: তাহলে মুখ পরিষ্কার রাখবেন। নিয়মিত দুইবার দাঁত মাজবেন, রাতে শুতে যাওয়ার আগে ও সকালের নাস্তার পর ... আশা করি কোন সমস্যা হবে না। আর সমস্যা হলেও নো প্রবলেম, আমি আছি না ... ;) ;)

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

সাদা ঘোড়া বলেছেন: ডাক্তার বাবুর ক্লিনিকের কি অবস্থা?ঠিক মত চলছে?আপনি তো শিল্পী মানুষ দেখছি।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

সেচ্ছাসেবক বলেছেন: এই তো ভাই, আল্লাহ ভালই রেখেছেন। আলহামদুলিল্লাহ ভাল ... চলে আরকি .. রোগী না থাকলে টাইম তো পাস করতে হবে তাই না ...

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

রুদ্র মানব বলেছেন: ছবিগুলো বেশ হয়েছে তো

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ভাই .... আপনাদের ভাললাগাটাই আমার কাছে অনুপ্রেরনা ... :)

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব সুন্দর হইছে !!! আপ্নার আঁকা খুব ভালো লাগলো , আপ্নাদের স্বেচ্ছাসেবী সংগঠন কি রুশান এর জন্য কিছু কাজ করবে ? আমার ফেবুতে এড করেন ।

https://www.facebook.com/polly.agro

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

সেচ্ছাসেবক বলেছেন: অবশ্যই করবে ... আমি আমাদের ফাউন্ডারের সাথে কথা বলবো ...

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮

শূন্য পথিক বলেছেন: দারুন! ++

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য ..

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
গ্রেট জব, নাইসলি ডান ||

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

সত্যচারী বলেছেন: ছবি সুন্দর হইসে। +

ভাই আপনি কিসের ডাক্তার?

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

সেচ্ছাসেবক বলেছেন: এতোক্ষনে কি কইলেন এইটা ??? রামায়ন শেষ করে সীতা কার বাপ ...

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

সেচ্ছাসেবক বলেছেন: ভাই আমি দাঁতের ডাক্তার ... আগের পোষ্টে ক্লিনিকের ঠিকানা দেয়া আছে, দরকার হলে আমি আছি ... ;) ;)

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর এঁকেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ আপনাকে ...

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

জানতে চায় বলেছেন: ekhane dekhi free treatment chole....... onk sundor aken apni. amr bloge amontron roilo, shuvokamona roilo.

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ভাই ... সময় করে দেখবো ... অনুসরনে থাকলেন ... :)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

নিশিথীনি নিশি বলেছেন: আপনি কি এমনি এমনি আকেঁন ???

তাই যদি হয়ে হয়ে থাকে , তাহলে একজন ন্যাচারাল আর্টিস্টের জন্য শুভেচ্ছা । ভালো হয়েছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

সেচ্ছাসেবক বলেছেন: একদম এমনি এমনি আঁকি । আগে পেন্সিল দিয়ে আঁকতাম , এখন একটু অন্যরকম ভাবে আঁকি। পেন্সিল ভেঙ্গে শিস টা বের করি তারপর শিস টা ব্লেড দিয়ে ঘষে ঘষে গুড়া তৈরি করি,কাগজের যেখানে যতটুকু দরকার গুড়া ফেলি, তারপর আঙ্গুল দিয়ে বাকি কাজ টুকু করি ...

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ... :)

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

শিপু ভাই বলেছেন:
সুন্দর!!! সুন্দর!!!

++++++++++

তয় মে দিবসের প্রতিবাদী হাতের কবজি চিকন হইয়া গেছে!!!

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

সেচ্ছাসেবক বলেছেন: হাহাহা .... আমারও তাই মনে হইছে কিন্তু কবজি মোটা করার ইচ্ছা ছিল না ... আর্টে বারবার রাবার ইউজ করতে ইচ্ছা করে না, যেমন আছে তেমনই থাক, কি বলেন ???

ধন্যবাদ আপনাকে ... :)

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর হয়েছে ছবি ,ভাল লাগল ।তবে ঢেঁকির অস্তিত্ব কি এখন আর আছে?

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

সেচ্ছাসেবক বলেছেন: আছে ... আমার নানু বাড়িতে ... নানু আমার জন্য ঘর পাকা করে নাই, আমার টিনের চালে বৃষ্টির শব্দ খুব ভাল লাগে বলে, এখনও গরু পালে, বাছুর হলেই আমি দৌড়দেই নানু বাড়ি, পুকুরে মাছ আছে, ঐ ছিপটা শুধু আমি গেলেই নামানো হয়, আমার জন্য চালের গুড়া পাঠান এই ঢেঁকি দিয়ে ছেটে, কিছুই চেন্জ করেন নাই ... সব আগের মতই আছে, শুধু আমার নানুটা নাই ... এখন নানুমা অপেক্ষায় থাকেন কবে আমি যাব, যাওয়া হয় না ... নানু নাই, যেতে ভাল লাগে না ... লাষ্ট যেবার নানুর সাথে দেখা হলো , তখন বলছিলাম,"নানু আমার পুলার মুখ না দেখে মরার নাম মুখে নিয় না",(আমার বড়মা(নানুর মা) মারা গেছে ১১৬ বছর বয়সে) ... নানু যখন খুব অসুস্থ, ময়মিসিংহ হসপিটালে ভর্তি, আমি দেখতে গেলাম, নানু তখন অনেককেই চিনে না, তখন নানু আঙ্গুল দিয়ে আমাকে দেখাইছিল, নানুর জবান তখন বন্ধ হয়ে গেছিল, নানুর সাথে তখন আমার মনে মনে কথা হয়েছিল, নানুর চোখ দেখে মনে হইছে যে নানু বলতাছে,"নানু ভাই আরতো পারতাছি না",আমার মনটা এতো খারাপ ছিল, আমি মনে মনে বললাম,"ঠিক আছে নানু, আমার দাবী আমি তুলে নিলাম",তারপর ওখান থেকে চলে ঢাকা চলে আসি,পরদিন নানু মারা যান ... ২০১০ তে ... তারপর আর নানুবাড়ি যাওয়া হয় নাই ... সব আগের মতই আছে ... শুধু নানুটা নাই ...

ধন্যবাদ আপনাকে ....

সরি অফ-টপিক কথা বলে ফেললাম, নানুকে অনেক মিস করি ...

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

বিষণ্ণ বালক বলেছেন: অদ্ভুত সুন্দর! মনটা ভাল করে দিলেন ভাই। ধন্যবাদ। আসলে সৃজনশীলতা থাকলে খুব সাধারণ কিছুর মধ্যে দিয়েও অসাধারন কিছু প্রকাশ করা যায়।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: বলেন কি ভাই !!! যাক এতোটা বাজে মনে হয় আঁকি না ... মন ভাল হইছে শুনে আমারও মন ভাল হয়ে গেল ... ধন্যবাদ আপনাকে ...

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

কালো ঘোড়ার আরোহী বলেছেন: সুন্দর!

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

যীশূ বলেছেন: ভালৈছে :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

সেচ্ছাসেবক বলেছেন: ধ্ন্যবাদ :)

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

আমি ইহতিব বলেছেন: "কাম নাই তাই খই ভাজ" মুলক পুষ্ট ভালো হয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

সেচ্ছাসেবক বলেছেন: ধইন্য ... :)

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

মনিরা সুলতানা বলেছেন: সত্যি সৃজন শীলতার চমৎকার প্রকাশ
অনেক সুন্দর :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... আবার আর্ট শুরু করবো কি না ভাবতাছি .. :)

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

অদ্বিতীয়া আমি বলেছেন: না, আমার অনেক ভাল লাগল ।মজার ব্যাপার হল আমার নানু এখন আমাদের বাসায় , এবং আমার নানু আমার খুবই প্রিয় । আমার নানুর রান্না অসাধারণ ।
আমার নানু বাড়ি অনেক সুন্দর বিশাল, আমার সবচেয়ে প্রিয় যায়গা ।



এটা আমার নানু বাড়ি ।আগে এখানে দোতালা টিন আর কাঠের বাড়ি ছিল , কিজে মজা করতাম, দোতালা বসে চুরি করে আচার খেতাম ।সেই বাড়িটাকে মিস করি ।

আপনার নানুর জন্য অনেক দোয়া ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

সেচ্ছাসেবক বলেছেন: ওয়াও ... ঐটা কি বাশঝাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে নাকি ??? আপনাকে তো তাহলে আমার নানুবাড়ি দেখাতেই হয় ... আমি সুস্থ্য হলে এবার নানুবাড়ি যাব। টিন আর কাঠের দোতালা বাড়ি ??? কেমন যেন দোহার-নবাবগন্জের গন্ধ পাইতাছি !!!

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

খায়ালামু বলেছেন:

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

সেচ্ছাসেবক বলেছেন: এইটা কেমনে করেন বলেন তো ... কোই পাব ??? হাততালি দিতাছে যে এইটার কথা বলতাছি ...

ধন্যবাদ আপনাকে ....

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: চমৎকার আঁকেন তো আপনি... !!

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

সেচ্ছাসেবক বলেছেন: বলেন কি ???? :|| #:-S মাগার আমার আশে পাশের মানুষগুলার কেন ভাললাগে না ??? :( :(

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

প্রিন্স হেক্টর বলেছেন: ভাল লাগছে! :)



আমি আপনার চেয়েও সুন্দর আকতে পারি, /:) আমার টমি আমার আকানো ছবি অনেক পছন্দ করে। :#) পাইলেই কামড়িয়ে ছিড়ে ফেলে :| :|

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

সেচ্ছাসেবক বলেছেন: টমিরে মনে হয় ঠিক মত খাইতে দেন না ভাই ??? /:) /:) এখন থেকে হাড্ডির ছবি বেশি বেশি আঁকবেন, টমিও খুশ, আপ ভি খুশ ... =p~ =p~ =p~

২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: খুব সুন্দর হয়েছে, বিশেষ করে নানুবাড়ির রান্নাঘর। :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... আমার কাছে সব গুলাই ভাল লাগে .. :)

২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

সাইকেলার বয় বলেছেন: অসাধারন সুন্দর ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ আপনাকে ...

২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া সত্যি সত্যি , আবার সুরু করেন, প্রত্যেকটা মানুষ এর ই নিজের ভাল লাগার জন্য কিছু করতে হয় ,নিজের আনন্দ এর জন্য :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

সেচ্ছাসেবক বলেছেন: ঠিক ... ভাল লাগা গুলো কেন জানি মরে যাচ্ছে দিনে দিনে ... এখন কিছুই ভাল লাগে না ... :( ...

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

খায়ালামু বলেছেন: http://gullee.com/ এইখানে যান
তারপর sw code কপি করে কমেন্টে পেস্ট করেন

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮

একজনা বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেনঃ সুন্দর হয়েছে ছবি ,ভাল লাগল ।তবে ঢেঁকির অস্তিত্ব কি এখন আর আছে?


বলে কি! শুধু ঢেঁকির অস্তিত্ব! আমাদের বাড়িতে তো আস্ত একটা ঢেকি বহাল তবিয়তেই আছে। এখনও শীতকালে ভাপা পিঠা বানানোর জন্য ঢেকিতে চাল কুটা হয়। আপনার দাওয়াত থাকল আমার বাড়িতে। :) :) :) :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮

সেচ্ছাসেবক বলেছেন: হোস্ট ব্লগারের খবর নাই, অতিথি ব্লগাররা দাওয়াত পাইলো ??? /:) /:) নামের সার্থকতা বুঝলাম ... এমন ব্লগার একজনাই আছে ... :-P :-P

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

একজনা বলেছেন: আপনি তো নানুবাড়ি তে ঢেঁকি দেখেছেন, ছবি পর্যন্ত একেঁ ফেলেছেন। মাসীর কাছে মামাবাড়ির গল্প হয়ে যাবেনা!?

আপনাকেও দাওয়াত দিতে হপে? এইডা তো আপনার এমনিতেই পাওনা। আপনি হোস্ট না! =p~ =p~ !:#P !:#P !:#P :P :P

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সেচ্ছাসেবক বলেছেন: আপনের বাড়িতে আমি হোস্ট ???? /:) :-/ অসম্ভব, আমি এই রেসপনসেবেলিটি নিমু না ... :P :P

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: ভাই আমারে একটা ছবি একে দেন না, আইদিয়াটা বলি।
একটা ছেলে হাটু মূড়ে একটা মেয়ে হার্ট গিফট করবে। হার্টের মাজখান্টা পুলা সেলাই করা। মানে হার্টটা ভেঙ্গে গেছিল ছেলেটা সেলাই করে ঠিক করে গিফটা দিতাছে, আর মেয়েটা হাসবে না কাদবে এই ভাব নিয়ে সামনে দাড়িয়ে আছে, অথবা একটু আগএ কাদতেছিল এখন খুসি হইচে, পাসে একটা গাছ থাকবে গাছে সাদা একটা পাখি।

কালার একটা অথাবা পেন্সিলই একে দেন গো ভাই জান প্লীজ

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

সেচ্ছাসেবক বলেছেন: ভাই একটু সময় দিতে হবে যে ... চেষ্টা করবো ...

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

সেচ্ছাসেবক বলেছেন: ভাই আমি কিন্তু প্রফেশনাল না, কোথাও আঁকা শিখি নাই ... আপনের থিমটা সুন্দর ... আমি চেষ্টা করবো ... দেখি লাষ্ট পর্যন্ত কি দাড়ায ....

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

একজন ঘূণপোকা বলেছেন: ওক্কে ভাই

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

মাক্স বলেছেন: ভাল্লাগসে

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

সেচ্ছাসেবক বলেছেন: ধন্য হলাম ...

৩৬| ১০ ই জুন, ২০১৩ ভোর ৫:০০

C/O D!pu... বলেছেন: যা দেখতে আসলাম তা লোড হইলো না (ছবি)...
:( :( :(

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২৫

সেচ্ছাসেবক বলেছেন: সরি ... এখন ঠিক করে দিছি ... ধন্যবাদ ... :)

৩৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

C/O D!pu... বলেছেন: আজ আবার দেখতে এলাম... এবার লোড হয়েছে...

দারুণ আঁকেন আপনি...
আপনার পেন্সিলের গুড়ো ব্যবহার করে আঁকার ধারণাটা ট্রাই করবো...
পৃথিবীর সব স্কেচশিল্পীদের প্রতি আমার একটা শ্রদ্ধা কাজ করে...




আমার এক ফ্রেন্ডকে আঁকার চেষ্টা করেছিলাম... কিন্তু আউটপুটটা কেন যেন ডারউইনের রিসার্চ পেপারের মতো হয়ে গেছে...
ভালো থাকবেন...

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৩

সেচ্ছাসেবক বলেছেন: ভাই আপনে আমারে শরমিন্দা দিতাছেন, আমি কোন আর্টিষ্ট না ভাই, এইটাকে মনে হয় শেডো আর্ট বলে, সেন্ড আর্টের মত ব্যপারটা .. :)

৩৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৫

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ আপনাকে ...

৩৯| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

C/O D!pu... বলেছেন: না ভাই, শরমিন্দা দিই নাই... আমারও কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই...
এমনকি এইটারে কি আর্ট কয় সেইটাও জানি না...

এটা আমার সারা জীবনে আঁকা ৩য় স্কেচ...

ভালো থাকবেন...

২২ শে জুলাই, ২০১৩ রাত ১:২২

সেচ্ছাসেবক বলেছেন: হি হি হি ... কি যে বলেন না ভাই ... আপনের আর্টের হাততো অসাধারন ... আপনে নিয়মিত আকেন ভাই, এইটা আমার একটা অনুরোধ ... ভালো থাকবেন আপনিও ...

৪০| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: হায় ! হায় !

একজনা আপুর দাওয়াত এত দিন পর দেখলাম !!! নিজেরেই মাইনাস ।
থাঙ্কু আপু :D

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সেচ্ছাসেবক বলেছেন: কত কিছু মিস করে ফেললেন অদ্বিতীয়া ... আফসুস ...

৪১| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:৫২

উর্বি বলেছেন: দারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.