নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

আমাগো অনন্ত জলিল মামা নাকি ৬ প্যাক বানাইছে :D:D । টেকা থাকলে আমি ৮ প্যাক বানাইতাম। বানামুই যখন কম বানামু ক্যান??? যা হোক আজ বলবো পৃথিবীর কিছু জানা-অজানা বডিবিল্ডারের কথা যাদের বলা হয় "এক্সট্রিম বডিবিল্ডার"। এদের হাত ধরেই আজ বডিবিল্ডিং এতো জনপ্রিয়। চলুন তাদের বডি দেখে আসি। ;):P



১) Gregg Valentino



এমন একটা বাইসেপ্স থাকলে কাওরেই গুনতাম না, হাতের চিপায় ফেলাইয়াই মুখের ম্যাপ চেন্জ করে ফেলতাম। যা হোক, বলছিলাম গ্রেগ ভেলেনতিনোর কথা। দুনিয়ার সবচেয়ে বড় বাইসেপ্স টা তার। আর হবেই না কেন ১৩ বছর থেকে শুরু করে টানা ২৩ বছর বডিবিল্ডিং করে এই সম্পদ বানাইছেন। আর আমি একটানা সর্বচ্চো ৪ মাস জিম করেই শেষ X(X( আবার বডি বানাবার শখ। :| তার জিম করে বানানো বাইসেপের বেড় হলো ২১ ইন্চি আর স্টারয়েড ইনজেকশন নিবার পর তার বাইসেপ হয় অতি-মানবিক ২৮ ইন্চি। আমার টা আর বললাম না :|



২) Markus Rühl



যদিও আমার কাধ খুব একটা বড় না তবুও দুই কাধে দুইজন ইজিলি মাথা রেখে মিঠা মিঠা কথা শুনতে ও শোনাতে পারবে। মাগার এই বান্দা তার কাধ এমন বড় করছে যে সে হলো বডিবিল্ডিং হিস্টরির সবচেয়ে বড় কাধের মালিক। এবং সে হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের মধ্যে একজন। কত শক্তি তার গায়ে ???? :-/:-/



৩) Ronnie Coleman:





কিছু বলার নাই ... :| সে হইলো ৮ বার মি. ওলেমপিয়া চেম্পিয়ান। আইএফবিবি চেম্পস সে মোট ২৬ বার জিতছে। হোয়াট এ বডি :-/:-/



৪) Arnold Schwarzenegger:



এরে তো সবাই চিনে। এর কথা কি কমু? দেখেন তো এই সব জানতেন কি না ... সে ১৫ বছর বয়স থেকে ওয়েটলিফটিং করতো, সে ২০ বছর বয়সে মি.ইউনিভারস হন, এতো অল্প বয়সে আর কেও হয় নাই। সে মি.ওলেমপিয়া জিতছে মোট ৭ বার। সে কিছু বইও লিখছে, একটা বই হলো "The new encyclopedia of modern bodybuilding"। এখন সে ক্যালিফর্নিয়ার ৩৮ তম গভর্নর(২০০৩-চলছে...)। তিনি ৪০ মিলিয়ন ডলার অফার পেয়েছিলো টারমিনেটর থ্রি তে কাজ করার জন্য কিন্তু সে রাজি হন নি। এটা এজাবত কালের রেকর্ড।



৫) Lou Ferrigno:



সে হলো আদি-"হাল্ক"। মানে "The Incredible Hulk" নামের যে মুভি আমরা দেখি তার রিয়েল লাইফ বডি ফিগার হলো ব্যক্তিটির। আজকের "Hulk" লাভারদের কতজন জানেন যে এই হাল্ক মুভি আগে একটি টিভি সিরিয়াল ছিল, যার হাল্ক ছিল এই Lou Ferrigno। আমেরিকায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। সত্যি করে কন কয়জন জানতেন ???

বাস্তব জীবনে সে একজন পুলিশ অফিসার, নাক শিটকায়েন না, আমেরিকায় পুলিশদের সুপারহিরো বলা হয়। তার আর আরনাল্ড এর মধ্যেকার কমপিটিশন নিয়ে একটা মুভি আছে, নাম Pumping Iron ... জিতছিল কে জানেন ? B-) কমু না যান মুভি দেখেন।



৬) Johnnie O. Jackson:



বডির নরম-গরম ব্যপারটা যারা বুঝে, মানে জিমের ব্যপারে যারা নুন্যতম জ্ঞান আছে তারা জানে, ত্যতক্ষনিক ব্যয়াম করে উপরের ছবি গুলা তুলা হয়েছে। কিন্তু এই লোকের বডিটাই এমন!! তার প্রতিটা মাসলই আলাদা করে বুঝা যায় এবং তা ব্যয়াম না করেই। মানে সে যখন রিলাক্স করে তখনও তার মাসল ফুলে থাকে। ইউনিক ....



সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

শিরিষ গাছ বলেছেন: ব্যতিক্রমধর্মী ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

সেচ্ছাসেবক বলেছেন: হ

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

মিজভী বাপ্পা বলেছেন: +++++++++++++++++

মুই ও বডি বিল্ডার হইতাম চাইছিলাম।Arnold ভাইককে আমার আইডল দেখি।

এখন সময় পাইলে আবার জীমে গিয়া বডি ফিল্টার হমু B-)) B-)) B-)) B-))

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: ভাই আপনের ব্যপারে একটা কথা কই, ধরবেন ভাল কথা মাগার ছাইরেন না ... জিম রেগুলার না করা বহুত খারাপ ...

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

প্রিন্স হেক্টর বলেছেন: আমার বডি আরও ভয়ঙ্কর। B-)) B-))



আমি প্রিন্স হেক্টর, মাইন্ড ইট /:) /:)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

সেচ্ছাসেবক বলেছেন: ভুই পাইচি ....

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০

দুঃখ বিলাসি বলেছেন: ++ দিলাম।

আর টাকা থাকলেই সব সময় সব কিছু পাওয়া যায় না, সাথে কষ্টও করতে হয়। :)

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... হুম ঠিকই বলছেন ... কষ্ট না কইরা বডিবিল্ডিং করা যায় নাকি ????

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

আমি শুধুই পাঠক বলেছেন: ব্রাদার, আমার একটা কুশ্চেন ছিলো, বডি বিল্ডাররা সব সময় এত ছুডু জাঙ্গিয়া পড়ে কেন??? #:-S #:-S #:-S :#)
পুস্টে পিলাস।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

সেচ্ছাসেবক বলেছেন: পিলাসের জন্য ধ্যইনপাতা ... আসলে ভাই কাহিনী হইলো বডির ঐ অংশটা হেরা ব্যয়াম কইরা বানাইবার পারে না, তাই শুধু ঐ খানে কাপুড় দিয়া ঢাইকা রাখে ...

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

শের শায়রী বলেছেন: ভাই আমার সারা বছর প্যালা জ্বর থাকে। তারপরও এই ছবি দেখে বডি বানাইবার শখ লাগছে। নিজের না হউক দেইক্কা শান্তি পাইছি।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

সেচ্ছাসেবক বলেছেন: চিন্তা কইরেন না, কথায় আছে দর্শনে অর্ধভোজন ... আপনের বডি এমনতেই হয়ে যাবে ....।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

এম এ এইচ মিনা বলেছেন: দারুন পোষ্ট ...

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ মিনা ....

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট!

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

হাসান মাহবুব বলেছেন: চ্রম পুস্ট! এগোরে মাঝে ফাইটিং লাগায় দিলে হেব্বি হয়! B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

সেচ্ছাসেবক বলেছেন: লাভ নাই হেরা সবাই বুইরা হইয়া গেছে গা .... ধন্যবাদ ...

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

কালোপরী বলেছেন: পচা পচা ছবি :P :P :P :-P :-P :-P

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

সেচ্ছাসেবক বলেছেন: :( :( :-< |-)

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
পুরা জানোয়ার লাগে :| :|

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

সেচ্ছাসেবক বলেছেন: হ অনেকেই লাইক করে না কিন্তু স্বপ্নে দেখে সালমান, আমির, ক্রেগ, ক্রুজরে লইয়া ....

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

শিপু ভাই বলেছেন:
আমিও কিন্তুক কম আছিলাম না!!! :P







এখন ১প্যাক !!! বুড়া হইয়া গেছি!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

সেচ্ছাসেবক বলেছেন: ইউ আর আউট অফ লিগ ... মিয়া , ইট ভাঙ্গলেও কিন্ত ভাল বডি হয় .. যা হোক , মিয়া আপনে নট এইজড এনাফ ... আবার শুরু করেন ...

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

শিপু ভাই বলেছেন:
২/৩ মাস করার পর আর ধৈর্য থাকে না।
আমার খুব দ্রুত শেপ আসে। কিন্তু একদিন মিস হলেই আর যাওয়া হয় না।

:(

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

সেচ্ছাসেবক বলেছেন: হুম ... একজন পার্টনার ছাড়া জিম করা উচিৎ না ... আমি একটানা সর্বোচ্চ ৪ মাস করছি। তার পর যেই লাউ সেই কদু। এখন তো জিম করার উপর ব্যান আছে। কিছু করার নাই ..

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

আমি নষ্ট কবি বলেছেন: amar weight 56, hight 5.9 r ektu beshi. Gym e ki jamu:d

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

সেচ্ছাসেবক বলেছেন: আমার হাইট আর আপনের হাইট সমান মানে ৫'৯" , মাগার ওয়েট ৮৪ কেজি ... আপনে আগে ৬৮-৭২ কেজি ওয়েট করেন তারপর জিমে যায়েন। এটা এক্সপার্টরা ভাল বলতে পারবেন। এই ব্যপারে আমি খুব বেশি কিছু জানি না। আমার হাইটের সাথে ৬৮-৭২ কেজি ওয়েট টা আইডিয়াল, আমি ওভারওয়েট আপনে বিলোওয়েট ... জিমের স্টেস কুলাতে পারবেন তো ???

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

রকি০০৭ বলেছেন: ভাই এডি সব একেকটা দানব

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

সেচ্ছাসেবক বলেছেন: না ভাই এরা সবাই দানবিয় মানব ... :)

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

রিফাত হোসেন বলেছেন: ছবি একটাও আসে না !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

সেচ্ছাসেবক বলেছেন: বুঝতাছিনা কে এমন হইতাছে ... কিছুদিন পরপর এমন ভাবে ছবি ক্রেক করে ... X(( X(( X(( X(( X((

১৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

আমি ই মিসির আলি বলেছেন: টারমিনেটর ৩ তো আর্নল্ড ই করলো।রাজি হয় নাই কে বলসে???

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩২

সেচ্ছাসেবক বলেছেন: ভাই ওইটা আর্নল্ডের ৩ডি ... আসল আর্নল্ড না ... :)

১৮| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪

আমি তুমি আমরা বলেছেন: মানে সে যখন রিলাক্স করে তখনও তার মাসল ফুলে থাকে। :-/ :-/ :-/

১৯| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

ডট কম ০০৯ বলেছেন: মাইরালাইছে।

ভুই পাইছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.