নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়- টাই বাধার রকমফের, আজ টাই বাধা শিখিয়েই ছাড়বো(১৮+ না তবে ডেসটিনি+) (কত অজানা রে পার্ট-২১))

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

টাই ! সবাই চিনেন এই এক টুকরা কাপড়কে। তাই আজ কোন ভুমিকায় যাব না, দেখে নিন হরেক রকম টাই বাধার সচিএ পদ্ধতি। আয়নার সামনে দাড়িয়ে দুই একবার ট্রাইও করে ফেলুন এখনই ... B-)



প্রথম পদ্ধতির নাম ''Four in Hand Knot''--

খুব সোজা একটা পদ্ধতি, 'W' প্রান্তটি ডান পাশে ও 'N' প্রান্তটি বাম পাশে রাখুন। 'W' প্রান্তটি 'N' এর চেয়ে নিচে থাকবে। ছবিতে দেখানো পদ্ধতি ফলো করুন। ব্যস হয়ে গেল ''Four in Hand Knot'' টাই বাধা।



















দ্বিতীয় পদ্ধতির নাম "Half Windsor Knot''

'W' প্রান্তটি ডান পাশে ও 'N' প্রান্তটি বাম পাশে রাখুন। 'W' প্রান্তটি 'N' এর চেয়ে নিচে থাকবে। ছবিতে দেখানো পদ্ধতি ফলো করুন।























পরের টার নাম ''Windsor Knot''

'W' প্রান্তটি ডান পাশে ও 'N' প্রান্তটি বাম পাশে রাখুন। 'W' প্রান্তটি 'N' এর চেয়ে নিচে থাকবে। ছবিতে দেখানো পদ্ধতি ফলো করুন।























পরের টার নাম ''Pratt Knot''

'W' প্রান্তটি ডান পাশে ও 'N' প্রান্তটি বাম পাশে রাখুন। 'W' প্রান্তটি 'N' এর চেয়ে নিচে থাকবে। ছবিতে দেখানো পদ্ধতি ফলো করুন। সব কিছু ঠিক আছে শুধু টাইটাকে উলটে ধরতে হবে। ভিতরের সাইড বাইরে।



















আরও আছে ''Kelvin Knot''















এবার ''Manhatten Tie Knot''

এটা ট্রাই করে দেখতে পারেন।



















এবার ''Bow Tie Knot''

আমাদের দেশে বো টাই খুব কম মানুষই পড়ে। তবু দিলাম। যদি কেও পড়ে। প্রোম নাইটে পড়া যায়।





















একই ভাবে রেগুলার টাই বাধতে বাধতে বোর হয়ে গেলে ট্রাই করে দেখতে পারেন। :) আর নিজে না পারলেতো আপু-ভাবীরা আছেই। ;)



...............................................................................



সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...





আমার "কত অজানা রে" সিরিজ:

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ডুয়েল ফাইট, সম্মানের জন্য লড়াই, জীবন দিয়ে সম্মান রক্ষার লড়াই (কত অজানা রে পার্ট-২০)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ভয়ঙ্কর খেলা, খেলতে খেলতে আপনার পিতার দেওয়া প্রানটা চলে যেতে পারে (কত অজানা রে পার্ট-১৯)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রিজন গ্যাং (কত অজানা রে পার্ট-১৮)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-আউটল হিরো (কত অজানা রে পার্ট-১৭)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ডাক্তার কিন্তু সিরিয়াল কিলার ??? (কত অজানা রে পার্ট-১৬)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুনিয়ার সবচেয়ে দামী হীরা (কত অজানা রে পার্ট-১৫)





...***...

মন্তব্য ২২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

রিমন রনবীর বলেছেন: বিয়াফক জ্ঞানদার পোস্ট :-* :-* পেলাচ

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

সেচ্ছাসেবক বলেছেন: শিখে রাখেন , কাজে দিবে ।

পেলাচের জন্য ধন্যবাদ ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

মদন বলেছেন: Windsor Knot ই পারি শুধু

এই পোষ্ট আগে আসলে কি আর ডেসটিনি বন্ধ হইতো। টাই বাধতে না পাইরাই ডেসটিনি বন্ধ হয়া গেলো :(

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

সেচ্ছাসেবক বলেছেন: হুম ...... জাতির মহা ক্ষতি করে ফেললাম । :(

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

এম আর ইকবাল বলেছেন: শেখার কোন বয়স নেই । শিখতেই আছি । 8-|

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

সেচ্ছাসেবক বলেছেন: বৃদদ বয়ুসে শিকার জন্ন দ্দন্যবাদ ...... হায় রে বাংলা ফ্রন্ত...... পরে ঠিক করে দেব ......

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

akash3269 বলেছেন: মদন বলেছেন: Windsor Knot ই পারি শুধু

এই পোষ্ট আগে আসলে কি আর ডেসটিনি বন্ধ হইতো। টাই বাধতে না পাইরাই ডেসটিনি বন্ধ হয়া গেলো

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

সেচ্ছাসেবক বলেছেন: মদনের কথা কি আর ফেলে দিতে পারি বলেন ? :)

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

তারছেড়া লিমন বলেছেন: বিয়াফক জ্ঞানদার পুস্ট

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

সেচ্ছাসেবক বলেছেন: উখ্রে ......

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

নতুন বলেছেন: ২০০৬ এ আমার যখন টাই পরা বাধ্যতামুলক হইলো.. :(

. তখন আমার রুম মেট টাই বাধিয়া দিতো...

একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বেচারা কলেজে চইলা গেছে... আর আমিও টাইএর গিট্টু খুইলা রাখছিলাম রাতে...


তখন নেটে গুগুল মামুকে জিগাইয়া... নিজে নিজে বানছিলাম... :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

সেচ্ছাসেবক বলেছেন: এখন এই পোস্ট রেখে দেন , ছয় দিন ছয় ভাবে টাই বেধে অফিস যাবেন ......

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

শান্তা273 বলেছেন: ডেসটিনি+ :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

সেচ্ছাসেবক বলেছেন: খালি আপনেই বুঝলেন :p

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: এখন এই পোস্ট রেখে দেন , ছয় দিন ছয় ভাবে টাই বেধে অফিস যাবেন .....

এখন আর পরতে হয়না... :) বাইচা গেছি... =p~

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

সেচ্ছাসেবক বলেছেন: আমার কিন্তু টাই পরতে ভালই লাগে ...... :)

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

শের শায়রী বলেছেন: ভাই রে কাম করি কামলার টাইয়ের দরকার নাই। তারপরো প্রিয়তে রাখলাম কোন সমতে যদি ভদ্দর নোক দের সাথে চলতে গেলে লাগে। :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

সেচ্ছাসেবক বলেছেন: হাঃহাঃহাঃ ... দেশ তো তাইলে আউগাইয়া গেছে .... আজকাল কামলা রাও লেপি/পিসি লইয়া সামুতে গুতায় ... যা হোক সুট টাই পরবেন নিজের যখন মনে হবে তখন, ভদ্দর নোকের অপেক্ষায় থাকলে বুড়া হয়ে যাবেন বাট এই শ্রেনীর নোকের দেখা পাবেন না।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: জীবনের কুনু ডেস্টিনি (২০০০ না X( X( ) নাই, তাই মালিকানায় কুনু টাইও নাই...

গামছাটা দিয়া ট্রায়াল দিমু নাকি ভাবতাসি...

পুস্টটা ভাল হইসে, তয় আমার কুনু কামে আইলো না

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

সেচ্ছাসেবক বলেছেন: আসবে ভাই একদিন না একদিন জীবনে চেন্জ আসবেই ... তখন গোল্ডেন টাই পরবেন ... তখন এই পোষ্ট অনেক কাজে দেবে ...

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

বোকামন বলেছেন:

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

সেচ্ছাসেবক বলেছেন: পার্ফেক্ট শেপ ... নাইস টাই .... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.