![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার
বোনের জন্য পাএ খুজছেন, বোনের কষা দাবী, পাএের চেহারা বাংলার পাঁচ হলেও চলবে কিন্তু পাএকে অবশ্যই লম্বা হতে হবে। মর জ্বালা, লম্বা হওয়া কি মানুষের হাতে নাকি ??? তবে এখনো যারা এমন বোনের হতভাগা ভাই তাদের জন্যই আজকের এই পোস্ট। চলুন দেখি আপনার বোনের কাকে পছন্দ হয়।
১০) Ri Myung Hun ৭ ফিট সাড়ে ৮ ইঞ্চি (২৩৫cm)
পুরো নাম Ri Myung Hun a.k.a Michael Ri ! তিনি কোরিয়ান নেশনাল বাস্কেটবল টিমের প্রত্ত্বন প্লেয়ার। তার NBA-তে খেলার খেলার কথা ছিলো ১৯৯০ সালে যদিও তার খেলা হয়ে উঠেনি রাজনৈতিক কারনে। আমেরিকা কোরিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ও কোরিয়াকে ব্যান করে। ৭ ফিট সাড়ে ৮ ইঞ্চি উচ্চতার এই মানুষটি ১৯৬৭ সালের ১৪ সেপ্টেম্বার জন্মগ্রহন করেন। অনেকটা নিভৃতে জীনবযাপনকারী Ri Myung Hun কে সর্বশেষ দেখা গেছে Kim Jong-il এর ফিউনিরালের একটি ভিডিও ফুটেজে।
৯) Sun Ming-Ming ৭ ফিট ৯ ইঞ্চি (২৩৬cm)
তাকে বলা হয় "the tallest players to ever play professional basketball"। ২৩ অগাষ্ট ১৯৮৩ সালে জন্ম নেয়া এই কৃতী বাস্কেটবল প্লেয়ার ২০০৫ সালে এসে জানতে পারে যে তার একটি ব্রেন টিউমার আছে যা তার পিটুইটারি গ্লেন্ডের সাথে যুক্ত যার কারনে তার গ্রোথ হরমন বেশী উৎপন্ন হয়।
৮) Bao Xishun 7ফিট ৯ ইঞ্চি (২৩৬ cm)
Bao Xishun (১৯৫১ সাল) ("Xi Shun" বা "Mast" নামেও পরিচিত) বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত যিনি মধ্য মঙ্গোলিয়ার একজন herdsman।
ডিসেম্বর ২০০৬ সালে, Bao Xishun দুই ডলফিনের পেটে থেকে প্লাস্টিকের shards অপসারণের veterinarians দের সাহায্য করে। ডলফিন দুটি ভুল করে shards গুলো খেয়ে ফেলে যার ফলে ডলফিন দুটির পেটে গন্ডগোল দেখা দেয়। Veterinarians তাদের অপসারণ করতে ব্যর্থ হওয়ায়, Bao Xishun তার ১.০৬ মিটার লম্বা হাত দিয়ে ডলফিনের পেট থেকে তা অপশারন করেন।
২০০৯ সালে তার উচ্চতা মাপা হয় ৮ ফিট ৩ ইঞ্চি।
৭) Sultan Kosen ৮ ফিট (২৪২ cm)
১৯৮৩ সালে জন্ম নেওয়া Sultan Kosen একজন তূর্কী বাস্কেটবল প্লেয়ার। তার কোমরে সমস্যার কারনে তিনি সোজা হয়ে দাড়াতে পারতেন না। অপারেশনের পর তার উচ্চতা দাড়ায় ৮ ফিট ১ ইঞ্চি। একজন টেকনিশিয়ান তাকে তূর্কী-ইরাক সীমান্তবর্তী একটি ছোট শহরে খুজে পান এবং তাকে দুনিয়ার সামনে নিয়ে আসেন।
৬) Suleiman Ali Nashnush সাড়ে ৮ ফিট (২৪৫ cm)
Suleiman Ali Nashnush (১৯৪৩-১৯৯১) ছিলেন লিবিয়ান বাস্কেটবল প্লেয়ার ও অভিনেতা। ১৯৬০ সালে তার এই অস্বাভাবিক উচ্চতার জন্য একটি সফল অপারেশন করতে হয়। আজীবন তিনি লিবিয়ার জন্য খেলে গেছেন।
৫) Gabriel Estêvão Monjane ৮ ফিট ১ ইঞ্চি (২৪৬ cm)
Gabriel Estêvão Monjane (১৯৪৪-১৯৯০) ছিলেন এখন পর্যন্ত আফ্রিকার সবচেয়ে লম্বা ব্যক্তি। মোজাম্বিকার ম্যান্জাকাস নামক জায়গায় তার জন্ম। জন্মের পরে পরেই তার উচ্চতা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেতে থাকে। মাএ ১৭ বছর বয়সে তার উচ্চতা গিয়ে দাড়ায় ৭ ফিট ১০ ইঞ্চি। তখন সে একটি লোকাল সার্কাস টিমে যোগ দেন। সেখানে তার উচ্চতা বলা হতো ৮ ফিট ৩ ইঞ্চি। ১৯৮৭ সালে আনুষ্ঠানিক ভাবে মাপা হয় ৮ ফিট পৌনে ১ ইঞ্চি।
৪) Väinö Myllyrinne ৮ ফিট ১ ইঞ্চি (২৪৭ cm)
Väinö Myllyrinne (১৯০৯-১৯৬৩) একটানা তিন বছর (১৯৬১-৬৩) the world’s tallest person ছিলেন। মাএ ২১ বছর বয়সে তার উচ্চতা হয় ৭ ফিট ৩.৫ ইঞ্চি আর ওজন হয় ১৯৭ কেজি। কিন্তু বয়স চল্লিশের কোঠায় আসলে তিনি আবার লম্বা হওয়া শুরু করেন এবং তার উচ্চতা গিয়ে দাড়ায় ৮ ফিট ১ ইঞ্চি।
৩) Leonid Ivanovych Stadnyk ৮ ফিট ৫ ইঞ্চি (২৫৭ cm)
Leonid Ivanovych Stadnyk (ইউক্রেরিয়ান, ১৯৭১ সালে জন্ম) গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস ২০০৮ অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে তাকে তালিকাভুক্ত করা হয়।
১৪ বছর বয়সে তার মাথায় একটি অপারেশন হয়। তারপর থেকেই তার অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়। তার পিটুইটারিগ্রেন্ডের একটি টিউমার ধরা পরে কিন্তু ২০ বছর পর তার আর একটা অপারেশনের সময় ডাক্তাররা সেই টিউমারটি আর পান নাই, টিউমারটি রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যায়। সে এখন মাসাআল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী।
২) John Rogan ৮ ফিট সাড়ে ৯ ইঞ্চি (২৬৮ cm)
John William (Willie) “Bud” Rogan (১৮৬৮-১৯০৫) এখন পর্যন্ত আফ্রিকান আমেরিকানদের ভিতর সবচেয়ে লম্বা ব্যক্তি। ১৩ বছর বয়সে তিনি Ankylosis-এ আক্রান্ত হন এবং চলা ফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন। মৃত্যুর আগে তার উচ্চতা মাপা হয় নি। উচ্চতা অনেক হওয়া সত্যেও তার ওজন ছিলো মাএ ৭৯ কেজি। কঠিন রোগে আক্রান্ত হয়ে তিনি ১৯০৫ সালে মৃত্যুবরন করেন।
১) Robert Pershing Wadlow ৮ ফিট ১১.১ ইঞ্চি (২৭২ cm)
হা ইনিই হলেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। Robert Pershing Wadlow (১৯১৮-১৯৪০) এর নিক নেম ছিলো তার শহরের নামে “Alton Giant”। তার হাত দুটো এতোটাই ছড়ানো ছিলো যে তা দিয়ে তিনি সহজেই একটি ২ লিটারের কোকের বোতল লুকিয়ে রাখতে পারতেন। মৃত্যুর সময় তার ওজন ছিলো ২২০ কেজি এবং মৃত্যুর আগে পর্যন্ত তার উচ্চতা বৃদ্ধি পেয়েছিলো।
সবাইকে ধন্যবাদ। হ্যাপি ব্লগিং।
"কত অজানারে" সিরিজের সব পার্ট (১ থেকে ৩৮) একত্রে এক পোষ্টে
PROJECT 'A BEAUTIFUL SMILE' মাস্ট রিড।
১২ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
২| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭
আহমেদ নিশো বলেছেন: +++++++++++++++++
১৩ ই জুন, ২০১৩ রাত ২:১১
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... এতো গুলো লাইক দিয়া আমি কি করুম ???
৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:০৬
মো:ফয়সাল আবেদিন বলেছেন: বডই আশ্চার্য । মাশাআল্লাহ ।
১৩ ই জুন, ২০১৩ রাত ২:১৭
সেচ্ছাসেবক বলেছেন: হ ভাই ... বডই আশ্চার্য ... কিন্তু ভাই এইটা তাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য ...
৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২২
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: +++++++
১৩ ই জুন, ২০১৩ রাত ২:২১
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ভাই ... রেখেদিলাম ...
৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫
আরজু পনি বলেছেন:
কতো অজানারে !
সবাই খালি প্লাস চিহ্ন দেয় ..আমি বাদ যাই কেন?
++++++++++++++
১৩ ই জুন, ২০১৩ রাত ২:২৬
সেচ্ছাসেবক বলেছেন: সবাই আমার কাছ থেকে ধন্যবাদ পায়, আপনি বাদ যাবেন কেনো?? ধন্যবাদ নেন ...
৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সবাই দেহি কমপ্ল্যান খায়া বড় হইছে................
১৩ ই জুন, ২০১৩ রাত ২:৩০
সেচ্ছাসেবক বলেছেন: কমপ্ল্যানের কাম বাজে নাই মিয়া ... আল্লাহ দিছে ...
৭| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯
আশরাফুল ইসলাম লিংকন বলেছেন: ++++++++++++++++ ++++++
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
৮| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০
নাজিম-উদ-দৌলা বলেছেন: আরি বাপরে বাপ! দেখলেই তো ভয় করে!
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪০
সেচ্ছাসেবক বলেছেন: ব্রো ... সাইজ ডাজন্ট মেটার ...
৯| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩
হাসান মাহবুব বলেছেন: দশজনের মধ্যে তিনজনই বেঁটেদের দেশের। ইন্টারেস্টিং ব্যাপার। আর দুঃখের ব্যাপার হল এই দীর্ঘাকৃতির মানুষেরা কেউই দীর্ঘায়ু হন নি।
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩
সেচ্ছাসেবক বলেছেন: হা ...
অতিরিক্ত সব কিছুই খারাপ ...
১০| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৩২
ডানামনি বলেছেন: আমি আমার মাকে দিছি উপরের শর্ত।
তবে কাউকেই পছন্দ হইল না।
+++++++++++
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯
সেচ্ছাসেবক বলেছেন: খুক খুক খুক ... আমার এখনো বিয়ে হয় নাই :#> :#> :!> :!> আর আমি ৫' ৯" ... খুবই হ্যান্সি, একটু মোটার দিকে ... আমার জন্য একটা মেয়ে দেখেন না আপু
১১| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬
ডানামনি বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৪
সেচ্ছাসেবক বলেছেন: মজা নিলেন নাকি ???
১২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:১৮
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: লম্বা প্রসঙ্গে আমার একটা কথা মনে হল ---> বেশী ভালো আবার বেশী ভালো নাহ না জানি ওদের কত কষ্ট হয়েছে
১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২
সেচ্ছাসেবক বলেছেন: :> :> :> ভাইজান লম্বা খাটো হওয়াটা একজনের উপরেই ডিপেন্ড করে ...
১৩| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর বিষয়।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++