![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।
ঐতিহ্যে ভরপোর নগরীর নাম ছিল ঢাকা। অথচ কালের বিবর্তনে আধুনিকতার হিংস্র থাবায় বিলিন হয়ে যেতে বসেছে ঐতিহাসিক ঢাকার ঐতিহ্যবাহি স্থাপনাগুলো।যেগুলো টিকে আছে, সেগুলো প্রচার প্রচারণার অভাবে এ প্রজন্মের অনেকের কাছেই অজানা রয়ে গেছে।ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে খুব কাছেই টিকাটুলির কে.এম. দাস রোডের শেষ প্রান্তে এই রোজ গার্ডেন, আমরা ক'জনেই বা জানি এই ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনার কথা! অথচ এই রোজ গার্ডেন আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস জড়িয়ে রয়েছে এই রোজ গার্ডেনের সাথে।
রোজ গার্ডেন এর ইতিহাস ও বিস্তারিত তথ্য
রোজ গার্ডেন এর ইতিহাস ও বিস্তারিত তথ্য (১)
রোজ গার্ডেন এর ইতিহাস ও বিস্তারিত তথ্য (২)
২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪
স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল।
ছবিগুলো আরো পরিষ্কার হলে ভাল হতো।
১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২
শাহজাহান সাঈফ বলেছেন: ভাই হাতে কম দামি মোবাইল ছিল। সেই মোবাইলে তুলা ছবি। আর আমরা যখন গিয়েছি, তখন ঐ বাড়ির বেগম সাহেবা বাড়ির আঙ্গিনা ঘুরতে বেরিয়েছেন দর্শনার্থী তখন প্রবেশ নিষেধ ছিল। অনেকক্ষণ ঘুরাঘুরির পর মাগরিবের আজানের পর গেইটের সামন থেকে ছবিগুলো তুলেছি। এজন্য এই রকম হয়েছে। আশা আছে দু এক দিনের মধ্যে আবার যাব।
৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫০
ঢাকার লোক বলেছেন: এই কি সেই বাড়ি যাতে শবনম মুস্তাফা অভিনীত "হারানো দিন" নামে একটা সিনেমা করা হয়েছিল ? কেউ কি জানেন ?
১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:১১
শাহজাহান সাঈফ বলেছেন: সঠিক জানা নেই।
৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৫
চাঙ্কু বলেছেন: গার্ডেন কুনহানে?
রোজ হাউজ দেখে এসে বলেন রোজ গার্ডেন!! আফসুস
১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৪
শাহজাহান সাঈফ বলেছেন: আপসোস হৃষিকেশ দাস বাবু মনে হয় ভূল করে লিখে ফেলেছিলেন!! তাই আমিও ভূল করে ফেলেছি!!!
৫| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ