![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ELLS এর উদ্যোগে আইআইইউসিতে স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা-২০১৬,
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধীনে গত ২০শে মার্চ ২০১৬ যাত্রা শুরু করে ইংরেজি ভাষা ও সাহিত্য সংসদ (ELLS)। মোঃ সাজরুল ইয়াকিনকে কনভেনর ও শাহরিয়ার নাফিসকে জয়েন্ট কনভেনর হিসেবে ঘোষণা করে গড়ে উঠা এ সংঘ গত ২৪ শে মার্চ তাদের প্রথম কার্যক্রম শুরু করে ফিল্ম ফেস্টিভালের মাধ্যমে। উক্ত সংসদের অধীনে চতুর্থ সেমিস্টারের ছাত্রদের উদ্যোগে দ্বিতীয় কার্যক্রম হিসেবে আয়োজিত হতে যাচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা-২০১৬। সদ্য দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান জনাব ইফতেখার উদ্দীনকে উপদেষ্টা করে চতুর্থ সেমিস্টারের ছাত্র সায়েম, সরোয়ার ও শিমুলের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতার মুল কার্যক্রম অর্থাৎ কুইজ পেপার বিতরণ শুরু হয় আজ (রবিবার) সকাল ১০টা হতে। শুধুমাত্র ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে এই প্রতিযোগিতায়। কুইজ পেপার সংগ্রহ করা যাবে প্রতি সেকসনের সংশ্লিষ্ট ক্লাস ক্যাপ্টেন হতে। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, ইংরেজি সাহিত্য ও মানসিক দক্ষতা এই চারটি বিষয়ের সমন্বয়ে সর্বমোট ২০ টি প্রশ্ন রয়েছে এই কুইজ পেপারে। প্রতিযোগিদেরকে কুইজ পেপার পূরণ করে ৩১ তারিখের মধ্যে জমা দিতে হবে। মেইল ও ফিমেইল ক্যাম্পাস হতে সর্বাধিক নাম্বারপ্রাপ্ত প্রতিযোগির মধ্য থেকে লটারীর মাধ্যমে বাছাইকৃত ১ম পাঁচজন করে মোট ১০ জনের জন্য থাকবে বিশেষ পুরস্কার ।এ ছাড়াও পুরষ্কারপ্রাপ্ত প্রতিযোগী ছাড়াও যারা সর্বোচ্চ নাম্বার পাবে তাদের সকলকেই পুরষ্কৃত করা হবে। আগামী ০২ এএপ্রিল দুই ক্যাম্পাসে ভিন্ন ভিন্নভাবে অনুষ্ঠিত হবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত হয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দিবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি জনাব দেলওয়ার হোসাইন। এ প্রতিযোগিতা সম্পর্কে বিভাগীয় প্রধান জনাব ইফতেখার উদ্দীনের কাছে জানতে চাইলে উনি বলেন, "এ ধরনের সৃজনশীল কর্মকান্ডকে আমি সাধুবাদ জানাই, ছেলেমেয়েদের সৃজনশীলতা বিকশিত হয় এমন কাজে আমি সবসময় তাদের পাশে থাকব "। এ প্রোগ্রামের স্পন্সর হিসেবে আছে "পাঠশালা বুক সেন্টার" এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে সাহিত্য বিষয়ক জাতীয় পত্রিকা "মাসিক হাতেখড়ি"। সদ্য গড়ে উঠা ভাষা ও সাহিত্য সংঘের সিনিয়র আহবায়ক শাহরিয়ার নাফিস এ আয়োজন সম্পর্কে বলেন "আমরা নতুন করে কিছু করার প্রয়াস নিয়ে এই সংগঠনের সুচনা করেছি।চতুর্থ সেমিস্টারের ভাইয়েরা নিজ উদ্যোগে এমন সৃজনশীল একটি কাজ হাতে নিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। পরবর্তীতে আমাদের আরো অনেক সৃজনশীল কর্মকান্ড করার পরিকল্পনা রয়েছে"। ডিপার্টমেন্টের অন্যান্য ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করে আয়োজক কমিটির অন্যতম সায়েম মাহামুদ বলেন, "আমরা চাই সকলে এতে অংশগ্রহন করবে, নিজের মননশীলতাকে প্রকাশ করার এটা একটা সুযোগ। শিক্ষার্থীদের যথোপযুক্ত সহযোগিতা পেলে আমরা পরবর্তিতে আরো অনেক কাজ করার পরিকল্পনা করেছি। এই প্রতিযোগিতা সম্পর্কিত যেকোন তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য আগ্রহীদের আহবান জানান সায়েম।
নাম্বারগুলো -
সায়েম মাহামুদ- ০১৮১৪১০৭২৫১
সরোয়ার হোসাইন- ০১৮৩২২৮২৬২৮
আরিফ হোসাইন- ০১৮৪৩০৯৮২৪৫
শাহরিয়ার নাফিস- ০১৭২৩৩৫১৬৩৯
লিখা ঃ
সায়েম মাহামুদ
©somewhere in net ltd.