![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত আলোচনা আমাকে পুলকিত করে।নতুন বৈজ্ঞানিক প্রমানিত ব্যাখ্যা আমাকে মোহিত করে।নতুন দার্শনিক মতবাদগুলো আমাকে উজ্জীবিত করে।
কিছুদিন আগে আমার জাতীয় পরিচয়পত্র খানা বাসা থেকে হারিয়ে যায়। এখন তার একটা ডুপ্লিকেট কপি উঠাতে চাই। থানায় জি ডি করেছি। আমি ওয়েবে যেটুকু তথ্য পেয়েছি তাতে বুঝতে পারলাম উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার অফিসে যেয়ে আবেদন করা যাবে। আবার অনেকে বলছে সরাসরি National ID Wing (NIDW), Islamic Foundation Bhaban এ যেয়ে আবেদন করতে হবে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার অফিসে নাকি এই আবেদন করা যায় না।
এ ব্যপারে পরামর্শ চাই। ধন্যবাদ।
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪০
অজানা কথা বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:২৫
ভাঙ্গা হৃদয় বলেছেন: ২ দিন লাগবে। প্রথমদিন জমা নিবে পরের দিন যাবেন তুলতে। Islamic Foundation Bhaban তে যাবেন। ২ দিনই পারলে তারাতারি যাবেন নাহলে লম্বা লাইনে দাড়াতে হবে।
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪১
অজানা কথা বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:১৫
মোঃ মামুনুর রশিদ বলেছেন: আপনি সরাসরি Islamic Foundation Bhaban চলে যান ওখানে সব কিছু করা যাবে। যাবার সময় আপনার আইডি কাটের ফটো কপি আর থানায় জিডি করা কপি নিয়ে গেলেই হবে আর কিছু লাগবে না। তারা আপনার সব ব্যবস্থা করে দিবে। এদিকে আর আপনার মুল্যবান সময়টা নষ্ট না করে যত তারাতারি পারেন সেখানে যোগাযোগ করুন।
আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন।