নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কোন কিছু সম্ভবই না। স্বার্থ ছাড়া একমাত্র সম্পর্ক আল্লাহর সাথে। তাঁর মাখলুকের সাথে আরেক মাখলুকের সম্পর্ক স্বার্থ ছাড়া – এটা চরম লেভেলের মিথ্যা কথা। আর স্বার্থ যে শুধু অর্থের অঙ্কে মাপতে হবে – এই ভাবনাটা খুবই ছেলে মানুষি টাইপ। আনাড়িও বটে। স্বার্থ হয় পার্থিব বা অপার্থিব।
মা-বাবার সাথে এই দুই ধরনই প্রযোজ্য। কখন কোনটা সেটা সময়ের সাথে সাথে বোঝা যায় বা প্রকাশিত হয়। তবে বিয়ে শাদী, পড়ালেখা, চাকরি, ইত্যাদিতে এগুলোর রূপ ফুটে উঠে।
দুনিয়ার সবচে কাড়াক স্বার্থপর সম্পর্কের নাম বাবা-মায়ের সাথে সম্পর্ক। যে মা আপনার মুখ দেখেই বলতে পারে আপনার চাই কি, সমস্যা কি, সেই একই মা আপনার কামাই রোজগার শুরু করার পর আপনার বিয়ে নিয়ে ভাবে না, আর ভাবলেও এমন কারও সাথে বিয়ের কথা বলে যেখানে তার স্বার্থ উদ্ধার হয়। ছেলের যে রাতে ঘুম হয় না, রাত ঠিকমতন কাটে না, মেয়ের যে বয়সটা বাড়ছে, একা একা একাকিত্বের মাঝে হতাশায় চলে যাচ্ছে এগুলাতে কোন মাথা ব্যথা নাই। কিন্তু সেই একই ব্যক্তির আপনি সকালে ১ ঘন্টা পরে নাস্তা করলে কি সমস্যা, ডাক্তার লাগবে কিনা – এসবে অস্থির!
কি নিদারুণ একটা বিষয়। এই বিষয়টা অনেকেই বুঝে না। সন্তান বিয়ের পর টাকা কম দিবে, খরচ কমিয়ে দিবে, সময় কম দিবে – এসব চিন্তায় আর বিয়ে করায় না মা-বাবা। সমাজের লোকেরা বেশি কটু কথা বললে তখন চিন্তা করে। স্রেফ তাদের মুখ বন্ধ করার জন্য। আর সন্তানেরও মুখ বন্ধ করতে। সমাজে এত এত তালাকের পিছনে এখানেও একটা বিষয় এর সাথে যুক্ত। ছেলেগুলা তাদের যৌবন শেষ করে কামাই করতে করতে। আর মেয়ের বয়সটাও বেড়ে যায় ক্যারিয়ার ক্যারিয়ার করে। তারপর বয়সটা ২৮ বা বেশি হলে আগের মতন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে না, আসলেও সেটা আর পছন্দসই হয় না। ওদিকে ছেলেরও বয়স ৩৫+ হলে ২৪ এর কম বয়সী কাউকে পায় না যদি না ভাল আয়, বাড়ি, গাড়ি না থাকে বা অবৈধ প্রেমের সম্পর্ক থাকে। এই যে সন্তানেরা ১০-২৫টা বছর বিয়ে ছাড়া থাকল – এটার কষ্ট মা-বাবার চোখে পড়ে না! এরপরও বলবেন স্বার্থ ছাড়া তারা ভালবাসে?
২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২২
রাসেল বলেছেন: বাংলাদেশের একটি সামাজিক সমস্যা তুলে ধরার জন্য ধন্যবাদ। স্বার্থের এই দুনিয়ায় সকলেই কম বেশি স্বার্থপর। বাবা মা যখন সন্তান নেয়, তখন তারা বলতে পারে না, সেই সন্তান জীবনে কতটুকু সফল হবে। সফল হউক বা না হউক, বাবা মা পাশেই থাকে অন্য যে কারো সাথে তুলনা করলে দেখা যায়। সেই বিবেচনায় বলা যায়, বাবা মা সবার থেকে আপন।
২১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপন একটা স্বল্প সময়ের জন্য। এটা নিয়েও লিখা চলছে। বিষয়টা জটিল, তাই সহজ করার চেষ্টা চলছে। অনেক দ্বিচারিতা রয়েছে। এগুলা নিয়ে কেউ কথা বলে না।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯
নয়া পাঠক বলেছেন: ভাই, আপনার পর্যবেক্ষণ অনেক ভালো। কিন্তু আমার মনে হয় এটা একপেশে পর্যবেক্ষন। পৃথিবীতে একমাত্র বাবা-মা-ই সন্তানের জন্য কোন স্বার্থবিচার করে না। তবে অনেক ক্ষেত্রেই সামাজিক/আর্থিক বা অন্য কোন সমস্যার জন্য সন্তানের মতের বিরুদ্ধে যায়। যা সন্তান সহজভাবে নিতে পারে না। তবে সে সন্তান সেদিনই বুঝতে পারে, যেদিন সে নিজে সন্তানের পিতা/মাতা হয়।
তবে সন্তান যেমন পিতা/মাতা’র নিকট প্রত্যাশা করে ভালো স্কুলে পড়া, ভালো খাবার, ভালো পোষাক, পর্যাপ্ত পকেটমানি ইত্যাদি ইত্যাদি, তেমনি পিতা/মাতা’র ও সন্তানের উপর কিছু দাবি বর্তায়। যা অনেক সন্তানরা স্বার্থ ভেবে ভুল করে ফেলে।
২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: অনেকগুলা বিষয় আনতে হবে, ভাইকে ধন্যবাদ।
আলোচনা হওয়া দরকার।
Objective discussion pending. Hope we can bring that in the table.
৪| ২১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৫
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে দেরিতে বিয়ে হওয়ার কারণ ভালো কর্মসংস্থানের অভাব। যদি ১৭/১৮ বছর বয়সে ছেলে/মেয়ে কামাই করতে জানতো তবে অনেকের প্রেম টিকে যেত। ছেলে/মেয়েরা এখন বেশি সময় সিঙ্গেল থাকতে চায় না। যৌনতা উপভোগ করতে চায়। সবাই এখন ৯/১০ বছর বয়স থেকে সেক্স, বিয়ে ও বাচ্চা এসব বিষয় জানে। নিজের কথা যদি বলি, বয়স ২৭+ চলছে, ফিয়ন্সে আছে কিন্তু বিয়ে করতে পারছি না। কারণ সরকারি ব্যাংকে ১০ম গ্রেডে জব করি যেখানে বেতন পাই ২৯৫০০ টাকা। এই বেতনে ভালোভাবে চলা কঠিন পরিবারকে সাথে নিয়ে। পরিবার থেকে বলছে ৯ম গ্রেডের জব হলে তারপর বিয়ে করতে। অতচ আমি বয়োঃপ্রাপ্ত হই ক্লাস ওয়ানে থাকতে। পুংটা বলে যাকে!
৫| ২১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে দেরিতে বিয়ে হওয়ার কারণ ভালো কর্মসংস্থানের অভাব। যদি ১৭/১৮ বছর বয়সে ছেলে/মেয়ে কামাই করতে জানতো তবে অনেকের প্রেম টিকে যেত। ছেলে/মেয়েরা এখন বেশি সময় সিঙ্গেল থাকতে চায় না। যৌনতা উপভোগ করতে চায়। সবাই এখন ৯/১০ বছর বয়স থেকে সেক্স, বিয়ে ও বাচ্চা এসব বিষয় জানে। নিজের কথা যদি বলি, বয়স ২৭+ চলছে, ফিয়ন্সে আছে কিন্তু বিয়ে করতে পারছি না। কারণ সরকারি ব্যাংকে ১০ম গ্রেডে জব করি যেখানে বেতন পাই ২৯৫০০ টাকা। এই বেতনে ভালোভাবে চলা কঠিন পরিবারকে সাথে নিয়ে। পরিবার থেকে বলছে ৯ম গ্রেডের জব হলে তারপর বিয়ে করতে। অতচ আমি বয়োঃপ্রাপ্ত হই ক্লাস ওয়ানে থাকতে। পুংটা বলে যাকে
প্রেমিকা থাকলেই বিষে করতে হবে কেন?
পুরোদামে চালিয়ে যান। এক সময় বিয়ে করে নেবেন।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৮
সৈয়দ কুতুব বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন@ আমি রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা মানুষ। বিয়ে ছাড়া অন্য কিছু ভাবার অপশন কম।
৭| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭
নতুন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে দেরিতে বিয়ে হওয়ার কারণ ভালো কর্মসংস্থানের অভাব। যদি ১৭/১৮ বছর বয়সে ছেলে/মেয়ে কামাই করতে জানতো তবে অনেকের প্রেম টিকে যেত। ছেলে/মেয়েরা এখন বেশি সময় সিঙ্গেল থাকতে চায় না। যৌনতা উপভোগ করতে চায়। সবাই এখন ৯/১০ বছর বয়স থেকে সেক্স, বিয়ে ও বাচ্চা এসব বিষয় জানে। নিজের কথা যদি বলি, বয়স ২৭+ চলছে, ফিয়ন্সে আছে কিন্তু বিয়ে করতে পারছি না। কারণ সরকারি ব্যাংকে ১০ম গ্রেডে জব করি যেখানে বেতন পাই ২৯৫০০ টাকা। এই বেতনে ভালোভাবে চলা কঠিন পরিবারকে সাথে নিয়ে। পরিবার থেকে বলছে ৯ম গ্রেডের জব হলে তারপর বিয়ে করতে। অতচ আমি বয়োঃপ্রাপ্ত হই ক্লাস ওয়ানে থাকতে। পুংটা বলে যাকে!
ভাই জীবনটা খুবই ছোট। বিয়ে করে ফেলেন। ব্যবস্থা একটা হবেই। কি হবে এটা সেটা ভেবে জীবনের মুল্যবান সময় নস্ট করছেন। যদি আরো ৩-৫ বছর পরে বিয়ে করেন তখন মনে হবে আগে কেন করলাম না।
৮| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন স্বার্থ ছাড়া কিছু হয় না
৯| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার নতুন@ ধন্যবাদ আমার মতো হাজারো তরুণের সমস্যা বুঝতে পারার জন্য ।
২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: এত কম আয়ে বিয়ে করে জীবনটা নষ্ট করবেন না।
আরও অনেকগুলা বিষয় সময় নিয়ে লিখতে হবে। নইলে সমস্যার আঁচ করা যাবে না। কেউ কেউ একপেশে লিখা বলেছেন কিন্তু আমার লিখার শেষ লাইনের প্রশ্নের উত্তর দেন নাই। দুঃখজনক।
১০| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: দুনিয়া আর আগের মতো নেই।
এখন স্বার্থ ছাড়া মানুষ নাই। এমনকি বাবা মা ভাই বোন কেউ স্বার্থের বাইরে নয়। তবে আমি স্বার্থ নিয়া ভাবি না। আমি মনে করি, আমার যা দায়িত্ব আছে। সেটা আমি পালন করে যাবো।
২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: অনেক কষ্ট দিলেন ভাই, ভাবছিলাম দ্বিমত করবেন; করলেন না।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
গরীব পরিবারের স্বার্থ গরীরবা সহজে বুঝতে পারে না।