নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন তুন ডাক্তার মাহাথির

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২২




মালয়েশিয়ার আলোচিত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ নতুন মালয় ভিত্তিক রাজনৈতিক দল ঘোষণা করেছেন।

উল্লেখ করা যেতে পারে যে, এ বছরের মার্চ মাসে তাঁর নিজ হাতে গড়া দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।

এই বহিষ্কারাদেশ তিনি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করলে 7 ই আগস্ট আদালত প্রদত্ত রায় তাঁর বিপক্ষে যায় । তিনি আগেই বলেছিলেন রায় বিপক্ষে গেলে তিনি একটি নতুন দল গঠন করবেন।


ডাঃ মাহাথির বলেছেন যে, নামমাত্র দলটির নাম এখনও নিবন্ধিত হয়নি । তাঁরা বিরোধী দলের পাকাতান হরপান বা পেরিকাটান ন্যাসনালে অংশ নেবে না।

“মালয় ভিত্তিক এই দলটি একটি স্বাধীন দল হবে এবং পার্টি প্রবিমি বের্সাতু মালয়েশিয়া হাইজ্যাক করেছিল যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রাথমিক লড়াইটিকে সমর্থন করবে।



“আমরা এখন এটিকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি বলব। অস্থায়ী সভাপতি হলেন দাতুক সেরি মুখরিজ মাহাথির। তিনি কোন ডাক্তার মাহাথিরের পুত্র।

"হ্যাঁ, আমি মনে করি আমি আপাতত চেয়ারম্যান," ডাঃ মাহাথির বলেন।

শুক্রবার (৭ আগস্ট) কুয়ালালামপুরের ইয়াছান আল বুখারীতে এক সংবাদ সম্মেলনে তিনি দলটির অপেক্ষমান স্লিম উপনির্বাচনে অংশ নিতে চান।

তিনি আরও বলেছেন যে , এর অর্থ এই নয় যে তিনি পাকাতান নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ছেড়ে চলে যাচ্ছেন।

“আমরা কারও কাছ থেকে সরে যাচ্ছি না। আমরা সবার থেকে নিজেকে মুক্তি দিচ্ছি, ”মুখার্জ এবং আরও তিন প্রাক্তন বের্সাতু সাংসদ দলে দলে থাকা ডাঃ মাহাথির কথাবলেছিলেন।

বৈঠকে সাবেক মন্ত্রী সৈয়দ সাদ্দিক সৈয়দ আবদুল রহমান উপস্থিত ছিলেন না। তিনি মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে কম বয়স্ক মন্ত্রী হিসেবে বিগত মাহাথির মন্ত্রি সভায় ছিলেন।

শুক্রবার শুরুর দিকে হাইকোর্ট প্রধানমন্ত্রী ও বেরাসাতুর সভাপতি তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং আরও তিন জনের ডাঃ মাহাথির এবং অন্য চারজনের মামলা দায়েরের আবেদনের বিষয়ে সিদ্ধান্তের পরে এই ঘোষণা আসে।

হাই কোর্ট তাদের দলীয় সদস্যপদ প্রত্যাহারের বিষয়ে ডাঃ মাহাথির এবং অন্য চারজনের দায়ের করা মামলা খারিজ করার জন্য মুহিউদ্দিনের আবেদন গ্রহণ করেছে।

বিচারক রোহানী ইসমাইল উপসংহারে পৌঁছেছেন যে ডাঃ মাহাথির এবং অন্যান্য বাদীপক্ষের দাবি ছিল যে তাদের দাবি করা হয়েছে যে তাদের বের্সাতু সদস্যপদকে বেআইনীভাবে অবসান করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করার আইনী অবস্থান নেই।

২৩ শে জুলাই ডঃ মাহাথির বলেছিলেন যে যদি আদালতের সিদ্ধান্ত তার পক্ষে না হয় তবে তিনি একটি নতুন দল গঠন করবেন।

মহিউদ্দিন এবং তিনজনই ডাঃ মাহাথির এবং বেরসাতু থেকে অন্য চার সদস্যকে অপসারণের বিরুদ্ধে আইনী চ্যালেঞ্জ প্রকাশের চেষ্টা করেছিলেন।

Langkawi এমপি ডাঃ মাহাথির এবং মুখরিজ (জারলুন), সৈয়দ সাদ্দিক (মুয়ার), দাতুক আমিরউদ্দিন হামজাঃ (কুবাং পাশু), ডাটুক ডাঃ শাহরুদ্দিন মোঃ সাললেহ (শ্রী গ্যাডিং) এবং ডাঃ মাসল্লি মালিক (সিম্পাঙ্গ রেঙ্গাম) আইনী দায়ের করেছিলেন 18 মে সংসদ সভায় বিরোধী বেঞ্চে বসার জন্য তাদের বেরাসাতু সদস্যপদ থেকে স্বয়ংক্রিয়ভাবে মুক্তি পাওয়ার পরে চ্যালেঞ্জ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩০

ভুয়া মফিজ বলেছেন: উনি তো দেখি দল গঠনের রেকর্ড করে ফেললেন! এই দলের ভবিষ্যতও নিশ্চয়ই ভালো হবে। দেখা যাক, ভবিষ্যত কি বলে!! :)

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক! আপনি সঠিক বলেছেন।

২| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজনীতি একটা নেশার মত। যাদের এই নেশা থাকে তারা ছাড়তে পারে না। রাজনীতির নেশায় জেল খাটে নেতারা। সাধারণ জনগণভাবে দেশপ্রেম আর জনগণের দাবি আদায়ের জন্য নেতা জেল খেটেছেন। আসলে দেশ প্রেম না সে যে কাজ করে আনন্দ পায় তাইই করছে। অনেক বড় নেতা অর্থের লোভ সামলাতে পারলেও ক্ষমতার লোভ সামলাতে পারে নাই। সারা জীবন যে পথে রাজনীতি করেছে সেটা বাদ দিয়ে সম্পূর্ণ বিপরীত পথে সে চলা শুরু করে ক্ষমতা আর আধিপত্য ধরে রাখার জন্য। দলের উরধে উঠে প্রকৃত জন নেতা হতে পারে নি বাংলাদেশে একজন নেতাও। তবে ডঃ মাহাথির আমাদের নেতাদের তুলনায় অনেক বড় মাপের নেতা।

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন নিঃসন্দেহে।


আপনার মন্তব্য পড়ে বিমুগ্ধ হয়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৩| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


নতুন দল করার মতো বিশাল ব্যাকগ্রাউন্ড উনার আছে।

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নিজের ধারণা , উনার গুণমুগ্ধ অনেক নেতাই আছেন অন্যান্য দলে।
তাদের অনেকেই দেখা যাবে নতুন দলে যোগদান করবেন।

এর আগে এক দিন মাহাথির বলেছিলেন, রাজনীতি করতে হয় মানুষের কল্যাণ ও দেশের সেবা করার জন্য । টাকা কামানোর জন্য নয়।

যারা টাকা কামাই করতে চায় তারা আলাদা একটা দল গঠন করে নিলেই পারেন। কথাটি তিনি বলেছিলেন তার নিজের গড়া দল থেকে নিজে ছিটকে পড়ার পর।

৪| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাহাথির মোহাম্মদ ৯৪ বছর বয়সে এসে নতুন দল গঠন না করে রাজনীতি থেকে অবসর নিতে পারতেন। এই বয়সে সাফল্য পাওয়া তার জন্য কঠিন হবে।

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাঁর রাজনৈতিক দর্শন চিন্তা-চেতনা অন্যান্য নেতাদের থেকে আলাদা।
তিনি সফল হবেন বলেই বোঝা যায় ‌
যদিও তার বয়স হয়ে গেছে।

আগামী কয়েক মাসের মধ্যেই মালয়েশিয়াতে বেশৎকিছু নির্বাচন আছে ।
সুতরাং তার জনপ্রিয়তা যাচাই ও হয়ে যাবে।

৫| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫০

অনল চৌধুরী বলেছেন: মহাথির সমসাময়িক এরশাদের মতো দুর্নীতি-লুটপাট-লুচ্চামি আর ধর্ম ব্যবসা করলে মালয়শিয়া এখনো বাংলাদেশের মতোই থাকতো।
তবে তার সরকার অবৈধ শ্রমিকদের উপর অত্যাচার না করে তাদের দেশে পাঠিয়ে দিলে সেটা সভ্য দেখাতো।

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি তো এখন আর ক্ষমতায় নেই।

৬| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: এই বয়সে এসেও নতুন দল গঠনের শক্ত চিন্তা শক্ত মনের পরিচয়।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাহস আছে।

৭| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৯

গেম চেঞ্জার বলেছেন: লোকটার মতিগতি দেখে বুঝা দায় সে আসলে জনগণের নাকি অন্য কোন পক্ষের।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি সব সময় জনগণের পক্ষেই থাকেন।

৮| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: মাহাথির সাহেবের উচিত এখন বিশ্রামে থাকা।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহামানবরা কখনো বিশ্রাম চান না।
তারা সব সময় কাজের মধ্যে থাকতে চান।
তারা মনে করেন কাজ ই জীবন।

৯| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৪

জগতারন বলেছেন:
এখন ওনার ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত রহিলাম।
আপাতত: পোষ্ট পড়া !

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কাছে কেন যেন মনে হচ্ছে হাজার বছরের ইতিহাসে উনি একটা ব্যতিক্রম হিসেবে থাকবেন।

১০| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৫

আমি সাজিদ বলেছেন: ভালো মন্দ কিছু বলবো না আমার কিউরিওসিটি একটা জায়গায়, এই ৯৬ তে ডাক্তার এম কিভাবে এতো একটিভ? ফাংশনিং? এইজন্য তার লাইফস্টাইল নিজে পড়বো ভাবছি।

০৯ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।

১১| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: মাহাথিরকে ইতিহাস সারা জীবন মনে রাখবে।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি নিজেই তো এক জীবন্ত ইতিহাস।

১২| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজের আদর্শ ধরে রাখার জন্যই তিনি নতুন দল প্রতিষ্ঠা করেছেন। কিন্তু বয়স একটা বড়ো ফ্যাক্টর। দলের মধ্যে একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য নাম্বার ওয়ানকে দীর্ঘদিন সময় দেয়ার প্রয়োজন পড়ে। ডাঃ মাহাথির সময় পেলেও শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে পারবেন বলে মনে হয় না। তাতে নতুন দলের সাফল্য প্রশ্নের সম্মুখীন হবে। মাহাথির যে উচ্চতায় পৌঁছে গেছেন, তার নতুন দলের কারণে আবার তার অর্জিত সাফল্য নিম্নমুখী হয় কিনা, আমি সেটা ভাবছি।

তবু, একজন জীবন্ত কিংবদন্তীর সাফল্য কামনা করছি।

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি জীবনে মাত্র একটি দলই তৈরি করেছিলেন ।

২০১৬ সালে। সেটা ছিল Bersatu Parti. কিন্তু তাঁর সেই দল এই বছরেই ছিনতাই হয়ে গেছে ।
কি আর করা । তাই শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তিনি আরেকটি দল গঠন করতে যাচ্ছেন ।

আমার ধারণা, এবছর Sabah প্রদেশের প্রাদেশিক পরিষদের যে নির্বাচন হবে তাতে তিনি অনেক ভালো করবেন । এছাড়া Slim নামক একটি আসনের উপনির্বাচন ও রয়েছে।

সেখানেও হয়তো কিছুটা ভালো করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.