নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বছরের শেষ দিনে কভিড ১৯ আক্রান্তের সূচকে মালয়েশিয়া সর্বোচ্চ রেকর্ড করেছে আজ।
আজ ২,৫২৫ টি নতুন সংক্রমণ হয়েছে যা রেকর্ড সর্বোচ্চ,। আজ মারা গেছেন আট জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা 113,010 জন। যার মধ্যে 23,598 জন সক্রিয় রোগী রয়েছেন।
আজ জাতি নতুন আটটি মৃত্যুও দেখেছে।
স্বাস্থ্য পরিচালক মহাপরিচালক তান শ্রী ডাঃ নূর হিশাম আবদুল্লাহ বলেছেন, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১৩,০১০ জন লোক। ৮৮,৯৪১ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পেরেছেন। সর্বমোট মারা গেছেন ৪৭১ জন রোগী।
বছরের মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত লকডাউনে ব্যাপক কড়াকড়ি থাকলেও থাকলেও আগস্ট মাসের পর থেকে তা ক্রমান্বয়ে শিথিল করা হয়েছে।
বর্তমানে ব্যাপক আকারে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
এ দিকে আম্পাং এ অবস্থিত বাংলাদেশের পাসপোর্ট অফিস অনিবার্য কারণবশত পহেলা জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখানকার অবস্থা আসলেই খুবই খারাপ ।
যখন সত্যিকার অর্থেই লকডাউন ছিল তখন ম্যাক্সিমাম রোগী হত দৈনিক 250 জন । এখন সেটা 2550 এ গিয়ে ঠেকেছে।
Happy New 2021!
Wishing everyone all the best!
২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮
আরইউ বলেছেন: আশাকরি এখন আগের চেয়ে কিছুটা ভালো বোধ করছেন। আপনার, আপনার পরিবারের, এবং আপনার ভালোবাসার মানুষদের সুস্থ্যতা ও মংগল কামনা করছি।
৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ কামনা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
Happy New 2021!
Wishing you all the best!
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
মালয়েশিয়ায় কি ঘটলো, কন্ট্রোল হারাচ্ছে কেন?
৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার অর্থনীতির ব্যবস্থা সত্যিকার অর্থে খুব একটা ভালো নয় ।
এদের রয়েছে বিশাল অংকের বিদেশি ঋণের বোঝা ।
মানুষজনের কাজ নেই । অসংখ্য মানুষ বেকার হয়ে গেছে । কেননা এদের একটি প্রধান আয়ের এর উৎস পর্যটনশিল্প । সেটা মুখ থুবরে পড়েছে এ বছর ধরে হা। জার হাজার হোটেল বন্ধ রেস্টুরেন্ট বন্ধ। মানুষের কাজ নেই । সরকার প্রথমে কিছু কিছু মানুষকে সামান্য টাকা-পয়সা দিত । এখন সেটাও দিতে পারছে না ।
তবে কাজের মধ্যে কাজ করেছে বিদ্যুৎ বিল কম রাখছে এবং এই বিদ্যুৎ বিল কম রাখার সুযোগ থাকবে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত।
Happy New 2021!
Wishing you all the best!
৪| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
মালয়েশিয়াতে লক ডাউন খোলে দেয়ার পর মানুষ হয়তো বেদম চলাফেরা করেছেন, এটি একটি কারণ হতে পারে (হয়তোবা)। মালয়েশিয়া এভাবে করোনা বেড়ে যাওয়ার বিশেষ কোনো কারণ কি সরকার উল্লেখ করেছেন?
অভাজনের নিবেদন পোস্টে আমার একটি মন্তব্য আছে যার প্রতিউত্তর করেন নি।
০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক দুঃখিত। আমি এখনো পুরোপুরি ভালো হয়ে উঠেতে পারিনি।
আগের মতো এর ব্লগে আসতেও পারি না। সেই কারণে উত্তর দেয়া হয়ে উঠেনি ।
মালয়েশিয়াতে এখন লকডাউন মানুষ খুব একটা পাত্তা দিচ্ছে না।
৫| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: বিদ্যুৎ বিল কম রাখাটাও একটি জনকল্যাণমূলক পদক্ষেপ। আমাদের দেশে সে সম্ভাবনাটাও নেই, বরং বাড়তে পারে।
গত তিন দিন ধরে দেশে করোনা ভাইরাসের (ইংল্যান্ড স্ট্রেইনসহ) সংক্রমণ পুনরায় আশংকাজনকভাবে বেড়ে চলেছে। আর এবারে ভেন্টিলেটরের প্রয়োজন আগের চেয়ে অনেক বেড়ে গেছে বলে ডাক্তাররা জানাচ্ছেন। কী যে হবে, আল্লাহ মা'লুম!
আপনার শরীর এখন কেমন যাচ্ছে? সতর্ক থাকবেন।
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কঠিন সময় ছিল সেগুলো। আমার এখনো কঠিন সময় যাচ্ছে।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০
জুন বলেছেন: এসব নিয়ে চিন্তা করবেন না, আমাদের এখানে আজ সরকারী হিসাবে ২৮ জন মারা গেছে। কবে যে দুনিয়া থেকে করোনা বিদায় হবে ?