নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

২ ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের বিশেষ সুবিধা দিয়ে মালয়েশিয়ার ১১ ধরনের ব্যাবসায়িক কার্যক্রম আবার চালু হতে যাচ্ছে আগামীকাল ১৬ আগস্ট থেকে

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

মালয়েশিয়ার অর্থনীতিকে আরো চলমান করতে আগামীকাল ১৬ আগষ্ট থেকে আরো ১১ ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলার অনুমতি দিল মালয়েশিয়া সরকার।


নিচে সেগুলোর নাম উল্লেখ করা হলো । এর আগে খাবারের দোকান, টেকনোলজির দোকান , গ্রোসারি স্টোর এই সমস্ত দোকান খোলার অনুমতি ছিল।

১. গাড়ি ধােয়ার দোকান বা কারওয়াশ
২. বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স দোকান
৩. গৃহস্থালি বা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান
৪. আসবাবপত্র বা ফার্নিচারের দোকান
৫. ক্রীড়া বা খেলাধুলা সামগ্রী বিক্রির দোকান
‌‌‌
৬. গাড়ির পার্টস এর দোকান
৭. গাড়ি বেচা কেনার শো-রুম বা অফিস
৮. সকালের বাজার
৯. পােশাক , ফ্যাশন এবং আনুষঙ্গিক দোকান ।
১০. স্বর্নের দোকান
১১. চুল কাটার সেলুন

যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহন করেছেন তারা চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর বিশেষ পরিচালনা পরিচালনা নীতিমালা মেনে এই সকল সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন।

এখনও ব্যাপক পরিমাণ লোকজন আক্রান্ত হচ্ছে প্রতিদিন ।
আক্রান্তের হার এখনো ২০ হাজারের উপরে ;মৃত্যুর সংখ্যা ও দুই শতাধিক থাকছে প্রায় প্রতিদিনই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: মালোশিয়ার তুলনায় আমরা ভালো আছি।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা তো চিরকালই সেরা।
কবি বলেন- সকল দেশের রাণী সে যে আমার জন্ম ভূমি।

২| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫২

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ার শেষ রক্ষা হলো না।

প্রথম বছর ভালো করেছিলো মালয়েশিয়া, এখন সমস্যা কোথায়?

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব ঠিক হয়ে গেছে।

৩| ১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০০

শেরজা তপন বলেছেন: অবস্থাতো আসলেই বেশ খারাপ- ভুল শুধু আমরাই করি না
সাজ্জাত ভাই কি মালয়েশিয়া প্রবাসী?

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছিলাম এক সময়।
এখন আর নাই।

এখন দেশে আছি ।
সোনার বাংলায়

৪| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: "প্রথম বছর ভালো করেছিলো মালয়েশিয়া, এখন সমস্যা কোথায়?" - চাঁদগাজী এর এ অভিমত এবং প্রশ্নটা আমারও।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কয়েক বছর আগের কথা।
এখন সব ঠিক হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.